আপনার জানার ও বিনোদনের ঠিকানা

সুদান : কুকুর লাশ খাচ্ছে, এই দৃশ্যের চেয়ে বাড়ির ভেতর কবর ভালো

সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সংঘাত থামছেই না। দেশটির রাজধানী খার্তুমের দখল নিয়ে চলা লড়াইয়ের কারণে শহরের বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে পড়েছেন যা তারা আগে কল্পনাও করেননি। শহরের রাস্তায় রাস্তায় যেসব মৃতদেহ পড়ে আছে সেগুলোর ব্যাপারে তারা কী করবেন বুঝে উঠতে পারছেন না।

খার্তুমের একজন বাসিন্দা জানান, ‘আমি তিনজনকে তাদের নিজেদের বাড়ির ভেতরে কবর দিয়েছি, আর বাকিদের কবর দিয়েছে আমি যে রাস্তায় থাকি তার প্রবেশ মুখে।’

তিনি আরও বলেন, ‘একটা কুকুর কামড়ে কামড়ে মৃতদেহ খাচ্ছে- ঘরের দরজা খুলে এই দৃশ্য দেখার চেয়ে এটা ভালো ব্যবস্থা।’

যুদ্ধে এখনও পর্যন্ত কতো মানুষ মারা গেছে এই হিসাব কেউ জানে না। কিন্তু ধারণা করা হয় এই সংখ্যা এক হাজারেরও বেশি যাদের মধ্যে বহু বেসামরিক মানুষও রয়েছে। সুদানে সামরিক বাহিনীর দুটো গ্রুপের মধ্যে এই লড়াই চলছে। নিয়মিত সেনাবাহিনী লড়ছে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ নামের একটি আধাসামরিক বাহিনীর সঙ্গে।

এই দুটো গ্রুপের মধ্যে কয়েক দফার যুদ্ধবিরতির পরেও রাজধানীর লোকজনের জন্য ঘর থেকে বের হয়ে কবরস্থানে যাওয়া অনেক বেশি বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।

কম করে হলেও ২০ জনকে কবর দিয়েছেন বলে জানান তিনি। বলেন, ‘আমার এক প্রতিবেশী তার বাড়িতে নিহত হয়েছে। আমি কিছু করতে পারিনি। তবে তার বাড়ির মেঝের সিরামিক টাইলস উঠিয়ে সেখানে একটা কবর খুঁড়ে তাকে মাটি চাপা দিয়েছি।’

‘রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো গরমে পচে যাচ্ছে। আমি কী বলতে পারি? খার্তুমের কিছু কিছু এলাকা এখন কবরস্থানে পরিণত হচ্ছে।’

তবে খার্তুমের একজন ডাক্তার সতর্ক করে দিয়ে বলেছেন, অনিরাপদ উপায়ে মৃতদেহ কবর দেওয়ার কারণে অসুখ বিসুখও ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, মৃতদেহ যদি খুব বেশি গভীরে চাপা না দেওয়া হয়, তাহলে বেওয়ারিশ কুকুর এগুলো উপরে তুলে ফেলতে পারে। এখানে কবর দেওয়ার সঠিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে না। মৃতদেহ যাতে কবর থেকে তোলা না যায় সেজন্য কবরের ভেতরে কঠিন বস্তু অথবা ইট দিতে হবে।’

রেড ক্রসের একজন স্বেচ্ছাসেবী তিনি রাস্তা থেকে মৃতদেহ তুলে নেওয়ার কাজ করছেন।

তিনি বলেন, ‘আমি মুখ ও দেহের ছবি তুলি, লোকটি কি খুব সম্প্রতি মারা গেছে নাকি মরদেহটি পচে গেছে সেটা রেকর্ড করে রাখি এবং মৃতদেহটিকে একটি নম্বর দিয়ে চিহ্নিত করি।’

তিনি বলেন, ভবিষ্যতে যাতে নিহত ব্যক্তিদের শনাক্ত করা যায় সেজন্য প্রত্যেকটি মরদেহের ব্যাপারে আলাদা আলাদা ফাইল সংরক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল খার্তুমে সংঘাত শুরু হওয়ার পর আরএসএফ যোদ্ধারা দ্রুত রাজধানী খার্তুমের কিছু অংশ দখল করে নেয়। তবে সেনাবাহিনীর বিমান হামলা এবং আর্টিলারি গোলাবর্ষণে আধাসামরিক এই বাহিনীকে তাদের জায়গা থেকেই খুব সামান্যই বিতাড়িত করা গেছে।

কিন্তু যুদ্ধ অব্যাহত থাকায় আরএসএফ গোলাবারুদ এবং জ্বালানি সরবরাহে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র : বিবিসি বাংলা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যেভাবে মাপা হলো পৃথিবীর ওজন’

ঠিকানা টিভি ডট প্রেস: পৃথিবীর ওজন কত? কৌতূহলী প্রশ্ন বটে। যাঁরা একটু বিজ্ঞান সচেতন, তাঁরা জানেন, প্রশ্নটা বলে আসলে ওজন বোঝানো হচ্ছে না। জানতে চাওয়া

বাজি ধরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলো এসএসসি পরীক্ষার্থী সৌরভ

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় বাজি ধরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মো.সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর

গদখালীর হাসান রেজার ডিলার পয়েন্ট থেকে ১০ কার্ডধারীর চাল নেন বাদল

যশোরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে নয়-ছয়! জেমস আব্দুর রহিম রানা: যশোরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল নিয়ে চালবাজির অভিযোগ হরহামেশাই পাওয়া যায়। চাল চুরির

‘তারকাদের আত্মহত্যায় ভক্ত ও সমাজে কি প্রভাব পড়ছে’

ঠিকানা টিভি ডট প্রেস: শোবিজ জগতের তারকাদের বর্তমান সমাজের তরুণ-তরুণী সহ সাধারণ মানুষ অনেকেই নিজেদের আইকন বা আইডল মনে করে। পছন্দের তারকার লাইফ স্টাইল থেকে

এবার যে ৯ ব্যাংককে ২২৫৩ কোটি টাকার বন্ড দিচ্ছে সরকার’

নিজস্ব প্রতিবেদক: সারের ভর্তুকির টাকা দিতে না পেরে পাওনাদার কোম্পানিকে বিশেষ বন্ড দিচ্ছে সরকার। এবার ৯ ব্যাংককে ২২৫৩ কোটি টাকা দেবে তারা। বুধবার (১৪ ফেব্রুয়ারি)

কোন হাসপাতাল তাদের পূর্ব শর্ত ছাড়া কোনভাবেই চলতে পারবে না: রাজশাহীতে স্বাস্থ্যমন্ত্রী

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ১১ মার্চ ২০২৪ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালগুলোতে পরিদর্শন চলবে। আমি একটা স্পষ্ট কথা