আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘বিএনপিতে যৌথ নেতৃত্বের প্রস্তাব’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃত্ব পরিবর্তন নিয়ে দলের অভ্যন্তরে চলছে নানা রকম মেরুকরণ। তৃণমূল থেকে দাবি উঠেছে, শীর্ষ নেতৃত্বের পরিবর্তনের জন্য। আন্তর্জাতিক মহল চাইছে যারা বাংলাদেশে থাকে, সার্বক্ষণিকভাবে যাদেরকে পাওয়া যায় তারা নেতৃত্বে থাকুক, সিদ্ধান্ত গ্রহণ করুক তারাই। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া অবশ্য বলেছেন যে, এরকম পরিস্থিতিতে নির্বাহীর দায়িত্ব ছাড়তে তার আপত্তি নেই। দলের স্বার্থে তিনি সব কিছু করতে প্রস্তুত- এমন বার্তাও তিনি দিয়ে রেখেছেন। কিন্তু বিএনপির তৃণমূল বিশেষ করে মাঠ পর্যায়ের নেতারা তারেক জিয়ার বদলে কোন একক নেতাকে বিএনপিতে দেখতে চান না। বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তারা মনে করছে, একক নেতৃত্ব নয়, বরং যৌথ নেতৃত্বে বিএনপি পরিচালিত হওয়া উচিত।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে, বিএনপি কীভাবে পরিচালিত হবে বা কীভাবে বিএনপিতে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে, সে বিষয়টি দলের গঠনতন্ত্রে আছে। গঠনতন্ত্র অনুযায়ী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা হল স্ট্যান্ডিং কমিটি। ওই স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার দল পরিচালনার কৌশল উদ্ধৃতি দিয়ে বলেন যে, বেগম জিয়া দল পরিচালনা করার ক্ষেত্রে সকলের মতামত গ্রহণ করতেন। দলে একটি নিউক্লিয়াস ছিল। যাদেরকে বলা হত কিচেন ক্যাবিনেট। ক্ষমতায় থাকা বা ক্ষমতার বাইরে থাকা দলের স্থায়ী কমিটির শীর্ষ স্থানে কয়েকজন নেতা মূলত বেগম জিয়ার সঙ্গে সার্বক্ষণিক পরামর্শ করতেন এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতেন। এটি ছিল বিএনপির সাফল্যের কৌশল। এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির ওই নেতা।’

তিনি বলেন যে, ১৯৯১ সালে নির্বাচনের আগে বিএনপি যত সিদ্ধান্ত নিয়েছে তার সবই নিয়েছে খালেদা জিয়ার ঘনিষ্ঠ পাঁচজন স্থায়ী কমিটির সদস্যের মাধ্যমে। বেগম জিয়া একক কোনো সিদ্ধান্ত নিতেন না। এখন বিএনপিতে তারেক জিয়ার বদলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য কাউকে আনা হলে একই রকম সমস্যা দেখা দেবে এবং দল পরিচালনার ক্ষেত্রে সমস্যা হবে। তার চেয়ে যৌথ নেতৃত্বের মাধ্যমে দলের ভিতর একটি নিউক্লিয়াস গঠন করলে সিদ্ধান্ত গ্রহণ যেমন সঠিক হবে, তেমনই দল পরিচালনা করা সহজ হবে। প্রত্যেককে দায়িত্ব ভাগ করে দিলে এবং যে কোন জটিল বিষয় একসাথে তাৎক্ষণিকভাবে বসে সিদ্ধান্ত গ্রহণ করলে দল অনেক কার্যকর ভূমিকা রাখতে পারে বলে অনেকেই মনে করছেন। আর এরকম বাস্তবতায় বিএনপিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কার্যকর কয়েকজনকে নিয়ে একটি নিউক্লিয়াস গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে’।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী বা মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়কে দলের এই নিউক্লিয়াসে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তারা মনে করছেন, এই পাঁচজন মিলে যেকোন জটিল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেই সিদ্ধান্ত মাঠে বাস্তবায়ন করা হবে। এখন বিএনপিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একক ভাবে। এমনকি স্থায়ী কমিটির সদস্যরা জানতেন না যে, আগামীকাল কী সিদ্ধান্ত নেওয়া হবে, কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণে বিএনপিতে বাস্তবতা বিবর্জিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার প্রবণতা লক্ষ্য করা গেছে।’

অসহযোগ আন্দোলন প্রসঙ্গে বিএনপির একজন নেতা বলেছেন যে, তারা ঘুণাক্ষরেও জানতেন না এরকম একটি কর্মসূচি দেওয়া হতে পারে। যদি তাদের সাথে পরামর্শ করা হত তাহলে তারা এ ধরনের কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ঘোরতর আপত্তি জানাত। কিন্তু তাদেরকে কোন কিছু না জানিয়ে অসহযোগের বার্তা দেওয়া হয়েছে। এই অসহযোগ আন্দোলন শেষ পর্যন্ত একটি হাস্যকর কর্মসূচিতে পরিণত হয়েছে। এখন তাই বিএনপির মনে করে একক ব্যক্তির হাতে পুরো দলের কর্তৃত্ব না দিয়ে একটি যৌথ কাঠামোর মধ্য দিয়ে দল পরিচালনা করা উচিত। গঠনতন্ত্র অনুসরণ করা উচিত। তাহলে আন্তর্জাতিক মহলের কাছেও বিএনপির গ্রহণযোগ্যতা বাড়বে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপ’

আন্তর্জাতিক ডেস্ক: তিন দেশের ১৯৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার (২১ ফেব্রুয়ারি’) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সব হাসপাতালে ডেঙ্গু কর্নার, মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু

সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেগুলোতে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড

মহানবী (স.) ও মা খাদীজা (রা.) এঁর বিবাহ

হযরত খাদীজা (রাঃ) এর বড় বোনের নাম হালা। তাঁর ছিলো বিশাল ভেড়ার পাল। তিনি পয়সার বিনিময়ে দুজন রাখাল রেখেছিলেন এর একজন ছিলেন ২০/২২ বছরের মুহাম্মদ

‘বাণিজ্য মেলা শুরু ২১ জানুয়ারি’

ঠিকানা টিভি ডট প্রেস: আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ আগামী ২১ জানুয়ারি শুরু হবে। ওই দিন রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার পর্দা উঠবে।

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় মঙ্গলবার (০২ এপ্রিল’) গভীর রাতে এ কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে

কেন নারী দিবসের প্রতীক বেগুনি

ঠিকানা টিভি ডট প্রেস: নিয়ম করেই প্রতি বছর মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। লিঙ্গবৈষম্য কমাতে, পুরুষ-নারী সমানাধিকারের জন্য বিশ্বজুড়েই পালন করা হয়