আপনার জানার ও বিনোদনের ঠিকানা

কেন্দ্রীয় নেতাদের মধ্যে নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারেন’

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় রয়েছে। টানা ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রাজনৈতিক কৌশল গ্রহণ করেছিলেন সরকার গঠনে। তিনি সরকার এবং দলকে আলাদা করার চেষ্টা করেছিলেন। যারা সরকারের মন্ত্রী হচ্ছেন তাদেরকে দলের দায়িত্বে রাখা হচ্ছে না কিছু ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া। অন্যান্যরা যারা দলের দায়িত্ব পালন করছেন, তাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই কৌশল নিয়ে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের মতামত পাওয়া গেছে।

অনেকেই মনে করছেন যে, এটির ফলে সংগঠন শক্তিশালী হচ্ছে, গুরুত্বপূর্ণ নেতারা সংগঠনের জন্য সময় দিতে পারছেন। আবার মন্ত্রিসভার সদস্যদের কোন সাংগঠনিক দায়িত্ব না থাকায় তারা সরকারের সময় দিতে পারছেন। দলের কাছে সরকারের জবাবদিহিতা তৈরি হচ্ছে। কিন্তু ক্রমে দেখা যাচ্ছে, বাংলাদেশের মতো দেশের বাস্তবতা হল যে, একজন রাজনৈতিক নেতা যত বড়ই নেতা হোন না কেন, তার দল যদি ক্ষমতায় থাকে এবং তিনি যদি সেই দলের সরকারে না থাকেন তাহলে জনগণের কাছে এমনকী কর্মীদের কাছেও তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। তিনি নেতাকর্মীদের কাছে অতটা আবেদন রাখতে পারেন না।

ইদানীং নেতাকর্মীরা মন্ত্রী বিহীন নেতাদেরকে খুব একটা পাত্তাও দেন না। এরকম বাস্তবতায় এবার এবার মন্ত্রিসভায় দলের অনেক হেভিওয়েট নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতবারের চেয়ে এবার মন্ত্রিসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সংখ্যাও বেশি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি, মোহাম্মদ আলী আশরাফ, র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর মতো হেভিওয়েট নেতারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। ‘

২০০৯ সাল থেকে মন্ত্রিসভার অবয়র দেখলে দেখা দেখা যাবে যে, এবারেই সবচেয়ে বেশিসংখ্যক কেন্দ্রীয় নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভা খুব শীঘ্রই সম্প্রসারিত হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র জানিয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর পরপরই যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই এবং সকলের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে, সেজন্য তাদের শপথ প্রক্রিয়া শুরু হবে এবং চলতি মাসেই সম্প্রসারিত মন্ত্রিসভায় নতুন মুখের আগমন ঘটবে বলে অনেকে ধারণা করছেন।

সম্প্রসারিত মন্ত্রিসভায় কাদের প্রাধান্য থাকবে, মন্ত্রিসভায় কি কেন্দ্রীয় নেতারা থাকবেন-এমন আলোচনা এখন আওয়ামী লীগের মধ্যে বেশ জোরেশোরেই হচ্ছে। আর এই আলোচনায় যাদের নাম সবচেয়ে বেশি করে আসছে তাদের মধ্যে অধিকাংশই জনপ্রিয় নেতা।

আওয়ামী লীগের কর্মীরা বলছেন যে, কর্মীদের জন্য কাজ করতে গেলে বা কর্মীদের আস্থা অর্জন করতে গেলে ক্ষমতা থাকতে হবে। শুধু রাজনৈতিক নেতাদের কোন ক্ষমতা নেই। কোন রাজনৈতিক নেতা মন্ত্রিসভায় থাকলে তিনি কর্মীদের জন্য যেমন কিছু কাজ করতে পারেন, তেমনি কর্মীরাও তার বেশি কথা শোনে। এ কারণেই মন্ত্রিসভায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের অন্তর্ভুক্ত দাবিটা আওয়ামী লীগের ভেতর জোরালো হচ্ছে’।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পছন্দের তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের আরেকজন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়াও কর্মীরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকেও মন্ত্রিসভার সদস্য হিসেবে দেখতে চান। আওয়ামী লীগের কোন কোন মহল থেকে দলের কেন্দ্রীয় নেতা তারানা হালিমের অন্তর্ভুক্ত হওয়া উচিত এমন দাবি উঠেছে।

আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন এমন গুঞ্জন রয়েছে। এছাড়াও আরও কয়েকজন নেতার নাম আলোচনায় আছে যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। তবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন বা কারা কোন দায়িত্ব পাবেন এই বিষয়টি একক ভাবে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামী তালাক দেবেন, তাই কন্যাসন্তান রেখেই পালিয়ে গেলেন সেই মা’

ঠিকানা টিভি ডট প্রেস: দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার আশা পুত্র সন্তানের। তৃতীয়বার যদি কন্যাসন্তানের জন্ম হয় তাহলে তালাক দেবেন স্বামী।

মানসিক চাপ থেকে যেসব জটিলতা সৃষ্টি হতে পারে।

আলতাফ হোসেন শামীম, চট্টগ্রাম প্রতিনিধি মানুষ বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ভোগেন। আর এই মানসিক সমস্যার কারণে সৃষ্টি হয় নানা রকম শারীরিক জটিলতা। সবার ক্ষেত্রেই যে

গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ’

ঠিকানা টিভি ডট প্রেস: গাজীপুরের শ্রীপুরের নতুন কাঠামোতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।

রাজবাড়ীতে নিজ বাড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

একে আজাদ রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামে আশালতা দাস (৭৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতের

ইতিহাসের ‘সফলতম’ নারী জলদস্যু; যার আয়ত্ত্বে ছিল ৮০ হাজার সৈন্য

ঠিকানা টিভি ডট প্রেস: ইতিহাসের সফলতম জলদস্যু একজন নারী! হ্যাঁ, অবাক লাগলেও সত্যি। সমুদ্র ছিল তার দখলে। ৮০ হাজার জলদস্যু তার আঙুলের ইশারায় উঠতো-বসতো। ১৮০০

সাক্ষ্য দিতে ফের আদালতে শাকিব

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় বারের মতো অসুস্থতা দেখিয়ে আদালতে উপস্থিত হননি চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার অষ্টম অতিরিক্ত