আপনার জানার ও বিনোদনের ঠিকানা

কোন্দল ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ থেকে মাঠ পর্যায়ে নেতাদের এই বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এই বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি নির্ধারণী বক্তব্য রাখবেন।

বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ কোন্দল-বিরোধ মেটানোর জন্যই এই বর্ধিত সভা ডাকা হয়েছে। বর্ধিত সভায় অভ্যন্তরীণ কোন্দলের ব্যাপারে কঠোর অবস্থানের কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী এবং যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি জানানো হতে পারে বলে জানা গেছে।’

প্রসঙ্গত যে, গত কয়েক বছর ধরেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ক্রমশ বেড়ে চলেছে। কিন্তু, এই অভ্যন্তরীণ কোন্দল চূড়ান্ত রূপ লাভ করেছে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে। ওই নির্বাচনে আওয়ামী লীগ কৌশলগত অবস্থান গ্রহণ করেছিল। আওয়ামী লীগ নির্বাচনকে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য দলের গঠনতন্ত্রের ৪৭ ধারাকে উপেক্ষা করে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীদেরকে স্বাগত জানায়। অর্থাৎ, যারা দলের মনোনয়ন পাননি তারাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। আর এই সুযোগে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা স্বপদে বহাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। এবং এই নির্বাচনে আওয়ামী লীগের প্রায় ৫৮ জন বিভিন্ন স্তরের নেতা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন।

স্বতন্ত্রদেরকে আওয়ামী লীগ সভাপতি স্বাগত জানিয়েছেন। গণভবনে তাদেরকে ডেকে আপ্যায়িত করেছেন। এরপর প্রত্যাশা করা হয়েছিল যে, স্বতন্ত্রদের সঙ্গে সারা দেশে আওয়ামী লীগের যে নির্বাচনকেন্দ্রীক বিভক্তির অবসান হবে, কিন্তু তার অবসান ঘটেনি। বরং, সারা দেশে আওয়ামী লীগ এখন নানা দল-উপদলে বিভক্ত। প্রতিটি জেলায় ৩-৪ টি অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর দলের চেইন অফ কমান্ড সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর এরকম বাস্তবতায় আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।’

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয়ভাবে কোন প্রার্থীকে সমর্থনও দেওয়া যাবে না। ধারণা করা হয়েছিল যে, উপজেলা নির্বাচনের এই কৌশলগত অবস্থান আওয়ামী লীগের ঐক্য প্রয়াসে সহায়তা করবে। কিন্তু, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হয়েছে। এখন প্রতিটি উপজেলায় ৪-৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে আওয়ামী লীগের নেতা, সংসদ সদস্য, অন্য নেতা, যুবলীগের নেতাসহ বিভিন্নরা নির্বাচনে একে অন্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলে কোন্দল আরও বাড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। এরকম বাস্তবতায় আওয়ামী লীগ কোন্দল নিরসনের জন্য বর্ধিত সভা ডেকেছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন শুধুমাত্র অনুরোধ করেছেন, আবেদন জানিয়েছেন। এবার তিনি কঠোর অবস্থানে যাবেন। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, দলের মধ্যে কোন্দল জিয়িয়ে রাখবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সহিংসতার অভিযোগ পাওয়া যাবে, দলের স্বার্থবিরোধী তৎপরতার অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে। এছাড়া এই বর্ধিত সভায় সাংগঠনিক সম্পাদকদের সারা দেশে কোন্দল সম্পর্কে রিপোর্ট সংগ্রহ এবং আওয়ামী লীগের সভাপতির কাছে তা হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। তবে আওয়ামী লীগ সভাপতি এই বর্ধিত সভায় কঠোর বার্তা দিবেন কোন্দল বন্ধ করার। কোন্দল বন্ধ না করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি পর্যন্ত নেওয়া হতে পারে, এরকম একটি ঘোষণা আসতে পারে আওয়ামী লীগের এই বর্ধিত সভায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামী-স্ত্রীকে ঘরে আটকিয়ে মারধর, বাঁচাতে গিয়ে হামলার শিকার বাবা-ভাইসহ অনেকেই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীকে ঘরে আটকিয়ে মারধরের অভিযোগ উঠেছে। মেয়ে ও জামাতাকে মারধরের খবর শুনে তাদের বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে

টাঙ্গাইলে মধু আহরণে সরিষার ফলন ও চাষ বাড়ছে

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বাক্স বসিয়ে মধু আহরণ করায় দিন দিন সরিষার আবাদ ও ফলন দুই-ই বাড়ছে। জেলায় আহরিত মধু যাচ্ছে বিদেশে- সৃষ্টি হচ্ছে

আখাউড়া দেবগ্রামে দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করে সাইনবোর্ড টানিয়েছে প্রশাসন, রাতে হাওয়া

আফজল খান শিমুল (স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার পৌর শহরের দেবগ্রাম গ্রামের দেবগ্রাম মৌজার ০৪ শতাংশ সরকারি খাস খতিয়ান ভূক্ত জায়গা উদ্ধার করে প্বার্শবর্তী

[শিক্ষা মূলক গল্প] সেই দিন থেকে, কারো কথা কানে তুলি না – কবির বিন সামাদ

  হ্যা একটা গল্প পড়েছিলাম – এক ব্যক্তি নাকি তার বউ কে নিয়ে গাঁধার পিঠে চড়ে যাচ্ছিলো। পথিমধ্যে কিছু লোক তার সমালোচনা শুরু করলো এই

মানবতাবিরোধী অপরাধ, পিরোজপুরে চারজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিরোজপুরের ভাণ্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি শাহীনুর

এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকটে বিপাক’

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটেছে। হঠাৎ গ্যাস বিপর্যয়ে দুর্ভোগে পড়েন সাধারণ গ্রাহক,