আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতির হিসেব নিকেশ’

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটির পর পরই সারাদেশে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের আমেজ। ঈদের মধ্যেই উপজেলা নির্বাচন নিয়ে উৎসাহী প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। ঈদে তারা জনসংযোগ করে জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। ঈদের পর পরই উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু হবে এবং এই উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি হতে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী ঈদুল আযহা পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়েই রাজনীতির মাঠ ব্যস্ত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এবার উপজেলা নির্বাচনে কার কি অবস্থান সেটা দেখে নেয়া যাক:

১. আওয়ামী লীগ: উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না। এই নির্বাচনে আওয়ামী লীগের যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা স্ব-উদ্যোগে এবং স্বতন্ত্রভাবে প্রার্থী হতে পারেন। এর ফলে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি কমবে বলে আশা করা হয়েছিল এবং সেরকম আশাবাদ থেকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীদের একটি ‘ফ্রি স্টাইল’ প্রতিযোগিতা লক্ষ করা যাচ্ছে। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের ৫-৭ জন, কোথাও কোথাও ১০ জন পর্যন্ত প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে। এটি আওয়ামী লীগের জন্য অশনি সংকেত বলেই অনেকে মনে করছেন। যদিও দলটির পক্ষ থেকে মন্ত্রী এবং এমপিদেরকে উপজেলা নির্বাচন থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। কেউ যেন কোন প্রার্থীকে সমর্থন না দেয়, সেরকম বক্তব্য দেয়া হয়েছে। কিন্তু সেসমস্ত বক্তব্য কেউ শুনছেন না। মন্ত্রী-এমপিরা তাদের নিজস্ব ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। এবং উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ভিতরেই একটি সংঘাতময় পরিস্থিতি তৈরী হয়েছে।

২. বিএনপি: উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি এক রহস্যময় অবস্থান তৈরি করেছে। যদিও অন্তত ২’শ টি উপজেলায় বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাদেরকে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে এবং তারা জনসংযোগও শুরু করেছেন। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির হাই কমান্ড কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন। তারা আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জন বা অংশগ্রহণ কোন কিছুই বলছেন না। বরং যারা যারা অংশগ্রহণ করছেন তারা স্বতন্ত্র হয়ে অংশগ্রহণ করলে দলগতভাবে বিষয়টিকে উপেক্ষা করার নীতি গ্রহণ করা হয়েছে। ফলে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে। তবে মজার ব্যাপার হলো যে, আওয়ামী লীগের মতো বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে ‘ফ্রি স্টাইলে’ অংশগ্রহণ করছে না। যেসমস্ত উপজেলায় বিএনপি অংশগ্রহণ করছে এবং যে সমস্ত উপজেলায় বিএনপির প্রার্থীদেরকে প্রচারণায় দেখা যাচ্ছে সেসমস্ত এলাগুলোতে একক প্রার্থী দেখা যাচ্ছে। ফলে এই স্থানীয় নির্বাচনে বিএনপি একটি বড় ধরনের চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে’।

৩. জাতীয় পার্টি: জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে। তবে ক্ষয়িষ্ণু জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে খুব একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে, কয়েকটি পকেট ছাড়া জাতীয় পার্টি অধিকাংশ স্থানেই এখন নেই বললেই চলে। রংপুর, সিলেটের মতো কয়েকটি অঞ্চলে হয়তো জাতীয় পার্টি কিছু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। তবে রাজনৈতিক দল হিসেবে সারা দেশে প্রভাব রাখার মতো অবস্থানে এ দলটি নেই।

৪. জামায়াত: এবার জামায়াত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে। বেশ সংঘবদ্ধভাবে এবং পরিকল্পিতভাবে। তারা ঢালাওভাবে সব উপজেলায় অংশগ্রহণ না করে যেখানে যেখানে তাদের শক্ত ভিত্তি রয়েছে সে উপজেলাগুলোকে বেছে নিয়েছে। এরকম প্রায় একশ উপজেলায় জামায়াত অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। এবার উপজেলা নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই উপজেলা নির্বাচনের মাধ্যমে জামায়াত তার রাজনৈতিক শক্তি প্রমাণ করতে চাই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘আবার বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম’

নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি’) সিলিন্ডারের দাম আবার বেড়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ

কোথাও বজ্রসহ বৃষ্টি, কোথাও তাপপ্রবাহ আজ

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের কোথাও বজ্রসহ বৃষ্টি আবার কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে আজ। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়ার অধিদপ্তরের

রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টির আশঙ্কা করছে আবহওয়া অফিসে। এর মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে ধারণা করা

বেইলি রোডের আগুনের সূত্রপাত ‘চুমুক’ থেকে’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের নিচতলার ‘চুমুক’ নামের চা-কফির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

সমঝোতা করেই কি মুক্তি পেলেন ফখরুল-খসরু

নিজস্ব প্রতিবেদক: গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ দুজনের মুক্তিতে বিএনপির

পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের সাঈদী

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ৩৬ মাসে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে মা-বাবা ও শিক্ষকের মুখ উজ্জ্বল করেছে শিশু হাফেজ দেলোয়ার হোসেন সাঈদী (১০)।