আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বেইলি রোডের আগুনের সূত্রপাত ‘চুমুক’ থেকে’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের নিচতলার ‘চুমুক’ নামের চা-কফির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তারা বলছে, দোকানের গ্যাসের উপস্থিতি থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি না থাকায় মানুষ চেষ্টা করেও বের হতে পারেনি।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি’) বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকার রমনা থানায় শনিবার হওয়া মামলায় গ্রেপ্তার ভবনটির ব্যবস্থাপক মুন্সি হামিমুল আলমসহ চারজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ‘চুমুক নামের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে দুই দোকানমালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আগুন লাগার পর তাঁদের দোকানের কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার (আগুন নেভানোর সরঞ্জাম) ব্যবহার করে নেভানোর চেষ্টা করেন’।

এদিকে থানা-পুলিশ থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী প্রথম আলোকে বলেন, মামলাটি এখন সিআইডি তদন্ত করবে।

অগ্নিকাণ্ডের তদন্তে ঘটনার দিন রাতেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘চুমুক’ নামের দোকানটির চুলা থেকে আগুন লেগেছে। তদন্ত কমিটি এখন পর্যন্ত ১০ জনের বেশি মানুষের সাক্ষাৎকার নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে’।

কোথাও আগুন লাগলে তা নেভানোর জন্য ঘটনাস্থলে যাওয়া এবং আহত মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত যে ধরনের ব্যবস্থাপনা থাকা দরকার, সেটা নিশ্চিত করা যাচ্ছে না। এতে হতাহতের সংখ্যা বাড়ছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের দেশে ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম (সংকটকালে ব্যবস্থাপনা’) খুবই দুর্বল। কোনো ঘটনা ঘটলে উৎসুক জনতার ভিড়ের কারণে কাজ করা যায় না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোরের ঝাউদিয়ায় ডাকাতি,স্বর্ণলঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

জেমস আব্দুর রহিম রানা: যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার

৩০’জানুয়ারি নতুন কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের’

ঠিকানা টিভি ডট প্রেস: আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় সমাবেশ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। এদিন লাল-সবুজ পতাকা হাতে সারাদেশে শান্তি ও

‘তিস্তা প্রকল্পে আবারও চীনের আগ্রহ, কি ঘটবে ভারত-বাংলাদেশ সম্পর্কে’

নিজস্ব প্রতিবেদক: অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ।

”আর মাইরেন না স্যার, আমার আম্মু মরি যাবে’’

বাংলা পোর্টাল: আর মাইরেন না স্যার, আর মাইরেন না। আমাকে বের করে দেন, আমাকে বের করে দেন স্যার। আমার আম্মু মরি যাবে স্যার।’ রাজশাহী মেডিকেল

টাঙ্গাইলে ১৫০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার’

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় সোমবার(২৯ জানুয়ারি) চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে বিক্রি নিষিদ্ধ ১৫০ বোতল ফেনসিডিল ও একটি

কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে বিস্ফোরণে ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।’ আল জাজিরার