সমন্বয়কের ওপর ছাত্রদলের হামলার পরিকল্পনার খবরে জাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হামলায় মদদদাতা শিক্ষকদের পদত্যাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর ওপর হামলার পরিকল্পনার বিচারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগস্ট’) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রশাসনিক ভবন ও আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে শেষ হয়।

এর আগে ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বাবর গ্রুপের লোকজনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতুর উপর সরাসরি হামলার পরিকল্পনার কিছু স্ক্রিনশট ভাইরাল হয়। এতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবির সমন্বয়ক আহসান লাবিব বলেন, আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে যখন একটা চাঁদাবাজ ও নৈরাজ্যহীন সুন্দর ক্যাম্পাস করার চেষ্টা করছি তখনই আবার অছাত্ররা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। তার আগের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু আমরা কখনোই আগের সংস্কৃতি ফিরিয়ে আনতে দিব না। যে সব অছাত্ররা, সন্ত্রাসীরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়াবো।’

তিনি আরও বলেন, আমরা খেয়াল করেছি হামলাকারী এবং সহায়তাকারী শিক্ষকরা এখনো তাদের স্বপদে বহাল রয়েছেন। আমরা অতি দ্রুতই তাদের পদত্যাগ চাই। ছাত্রদলের বাবর গ্রুপ সমন্বয়কদের হামলা করার পাঁয়তারা করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

আরেক সমন্বয়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রশীদ জিতুকে যারা মারার পাঁয়তারা করছে তারাও ঠিক স্বৈরাচারের দোসর ছাত্রলীগে মতোই আরেক গোষ্ঠী হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। এ ক্যাম্পাসকে আমরা আর কখনোই নিপীড়কের ক্যাম্পাস হতে দিব না। এমনকি তার বিরুদ্ধে যদি আমাদের আবার রক্তক্ষয়ী আন্দোলনে ফিরে যেতে হয়, আমরা যাব।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবর সাংবাদিকদের বলেন, প্রকাশিত স্ক্রিনশটগুলো ভুয়া এবং এডিট করা। সমন্বয়কদের সঙ্গে আমাদের হৃদ্যতার সম্পর্ক রয়েছে। কিভাবে শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়া যায় আমারা সে লক্ষ্যে তাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি। আমরা আমাদের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করবো। আমাদের জুনিয়র কর্মীরা হলে থাকা দোষের না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাবনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগরে দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক

বাসাইলে পানির গিজার থেকে ৪৯ কেজি গাঁজাসহ চার বিক্রেতা আটক

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-বাসাইল সড়কে নথখোলা ব্রিজের কাছে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পানির গিজারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি গাঁজাসহ চার বিক্রেতাকে

খুললো আমার দেশ পত্রিকার ছাপাখানা

নিজস্ব প্রতিবেদক: আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুললো। আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন পত্রিকাটির সম্পাদক

শাহজাদপুরে রাতের আধারে মন্দিরে ঢুকে ৬টি প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের কালাচাঁদপাড়া( চালা শাহজাদপুর), মিলন সংঘ নামের মন্দিরে ঢুকে দূর্বৃত্তরা ৬টি প্রতিমা ভাংচুর করে পালিয়ে গেছে। শনিবার  ভোর রাত

টেকনাফে ২৩ দিনে অপহরণ’২০

নিজস্ব প্রতিবেদক: টেকনাফের গহীন অরণ্যে গত ২৩ দিনে ২০ জনকে অপহরণ করেছে রোহিঙ্গা ও স্থানীয় সন্ত্রাসীরা। যার মধ্যে ৭ জনের সন্ধান এখনো মেলেনি। এছাড়াও মুক্তিপণ

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ড.আসিফ নজরুল ড.আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড.