আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বাসাইলে পানির গিজার থেকে ৪৯ কেজি গাঁজাসহ চার বিক্রেতা আটক

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-বাসাইল সড়কে নথখোলা ব্রিজের কাছে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পানির গিজারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি গাঁজাসহ চার বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃতরা হচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাচরা গ্রামের

ফজলুল হকের ছেলে মো. ডালিম (৩০), একই গ্রামের মো. মিয়া চাঁনের ছেলে মো. নাঈম (২৩), একই উপজেলার সেজামুড়া গ্রামের মো. তোতা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৬) এবং প্রাইভেটকার চালক কিশোরগঞ্জ জেলা সদরের রশিদাবাদ গ্রামের নুর ইসলামের ছেলে হৃদয় মিয়া (২৪)।

র‌্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পরিচালক মো. আব্দুল বাছেদের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকষ দল গোপণে খবর পেয়ে সোমবার (২২ এপ্রিল) দিনগত রাত ৭টার দিকে বাসাইল উপজেলার নথখোলা আঞ্চলিক সড়কে অভিযান চালায়। অভিযানকালে একটি প্রাইভেটকার (নং- ঢাকা মেট্রো-গ ৩১-০২০১) তল্লাশি করে অভিনব কায়দায় পানির গিজারের ভেতর লুকিয়ে রাখা ৪৯ কেজি গাঁজা, ৪টি পানির গিজার, ১০টি প্লাস্টিকের পাইপ, চারটি মোবাইল ও নগদ এক হাজার তিনশ’ টাকা সহ উল্লেখিত চার যুবককে আটক করা হয়।

র‌্যাব-১৪ আরও জানায়, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বাসাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যশোর শহরে প্রকাশ্যে ছিনতাই ঠেকাতে গিয়ে জীবন গেল সোলাইমানের

জেমস আব্দুর রহিম রানা: যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ে শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোলাইমান (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি ওই এলাকার আব্দুল হকের

‘আপনি সেবক, দেশের মালিক না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ আর পেটের বিষ ওটার আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। গত পাঁচ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না, তাহলে দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। সেটা মনে রাখবেন।   সোমবার (৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে কে এলো কে এলো না, ভোটে আমেরিকা-জার্মান-কানাডা-ইংল্যান্ড কী করল এগুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি ভোটকেন্দ্রে যায়, তারা যদি ভোট দিতে পারে তাহলে আমেরিকা যদি তার দেশ নিয়েও আমাদের ওপরে আসে তাহলে কিছু করতে পারবে না।   বঙ্গবীর বলেন, এজন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে হেল্প করবেন। ভোটারদের ফেরাবেন না।   বঙ্গবীর আরও বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুষ্কৃতকারী ছিলাম। আজকে আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুষ্কৃতকারী। আমি জানতে চাই এই দুষ্কৃতকারী কবে দূর হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তারপর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন।   ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।

‘আবারও বাড়ল এলপি গ্যাসের দাম’

ঠিকানা টিভি ডট প্রেস: ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি’) দাম বৃদ্ধি করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার

পুলিশি বাধায় বিদ্যুৎ ভবনে যেতে পারেনি বিএনপি

অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল বিএনপির। কিন্তু পুলিশি বাধায় শেষ পর্যন্ত

কে হতে পারেন জো বাইডেনের বিকল্প

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি স্পেশাল কাউন্সেলের এক প্রতিবেদনে বাইডেনকে ‘দুর্বল স্মৃতিশক্তিসম্পন্ন একজন সহানুভূতিশীল বয়স্ক ব্যক্তি’ বলা হয়েছে। এমনকি বাইডেনের স্মৃতিশক্তিকে ‘অস্পষ্ট’ ‘ত্রুটিপূর্ণ’ এবং ‘কমজোরি’

পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনে গানের আসর শিল্পী-মন্ত্রীদের

পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এ রুটের একটি ট্রেনে চড়ে মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা জংশনে