আপনার জানার ও বিনোদনের ঠিকানা

টেকনাফে ২৩ দিনে অপহরণ’২০

নিজস্ব প্রতিবেদক: টেকনাফের গহীন অরণ্যে গত ২৩ দিনে ২০ জনকে অপহরণ করেছে রোহিঙ্গা ও স্থানীয় সন্ত্রাসীরা। যার মধ্যে ৭ জনের সন্ধান এখনো মেলেনি। এছাড়াও মুক্তিপণ দিতে না পারায় খুন হয়েছেন ৫ জন।

চলতি মাসের প্রথম থেকে শনিবার (২৩ মার্চ) পর্যন্ত শিশুসহ অপরণের শিকার হয়েছেন ২০ জন। যাদের বেশিরভাগই মুক্তিপণে বাড়ি ফিরেছেন।

অপহৃতদের মধ্যে ছিল স্কুল, কলেজ ও মাদরাসা পড়ুয়া, কাঠুরিয়া, জেলে, কৃষক ও প্রবাসী। অপহরণের পর দাবিকৃত মুক্তিপণ দিতে না পেরে খুন হয়েছেন ৫ জন। দিনের পর দিন অপহরণ বাণিজ্য বেড়ে চলায় এ অঞ্চলের মানুষ দিন কাটাচ্ছেন অপহরণ আতঙ্কে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ও ঘটে অপহরণের ঘটনা। এদিন ভোরে উপজেলার হ্নীলা পশ্চিম পানখালি পাহাড়ের পাশের সবজি ক্ষেত থেকে পাঁচজনকে অপহরণ করে রোহিঙ্গা দুর্বৃত্তরা।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২১ মার্চ) টেকনাফে যারা অপহরণ হলেন তারা হলো, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পানখালির মৃত সৈয়দ উল্লাহের ছেলে মোঃ শামীম (১৯), একই এলাকার ফকির মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (১৯), শাহজাহানের ছেলে মোহাম্মদ জিহান (১৮), আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নুর (২২) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহিম (১৪)

অপহৃত শামীমের বড় ভাই সোনা মিয়া বলেন, পশ্চিম পানখালি পাহাড়ের পাশের জমিতে আলু, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়েছে। শামীমসহ অপহৃত বাকি চারজন তাদের নিজ ক্ষেতে কাজ করতেন। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরের দিকে তারা ক্ষেতে গেলে আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারীদের কবলে পড়েন। এ ঘটনার পর থেকে বৃহস্পতিবার (২১ মার্চ’) ও শুক্রবার (২২ মার্চ) সারাদিন পাহাড়ের বিভিন্ন অংশে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি।

এর আগে অপহৃত হয়ে মুক্তিপণে ফেরত আসা টেকনাফের বাহারছড়ার বাসিন্দা ছৈয়দ আলম (৪০) বলেন, ‘গত ৮ মার্চ (শুক্রবার) জাহাজপুরার আলী আহমদসহ আমরা দুজন পানের বরজে কাজ করছিলাম। হঠাৎ ৮-১০ জনের অস্ত্রধারী দল আমাদের জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে বেঁধে রাখে। পরে অপহরণকারীদের নির্যাতনে নিরুপায় হয়ে এক লাখ টাকা মুক্তিপণে বেঁচে ফিরি।’

হোয়াইক্যংয়ের বাসিন্দা মির কাসেম বলেন, ‘১০ মার্চ সকালে আমার দুই ছেলে নুর কবির ও জসিমসহ সাতজন উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ি বাগানে কাজ করতে যায়। সেখানে আরও পাঁচজন কাঠ সংগ্রহ ও গরু চড়াতে গেলে ১০-১৫ জনের সশস্ত্র দল অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে পাহাড়ের দিকে নিয়ে যায়। তারা জনপ্রতি দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অনেক দেন-দরবারে নগদের মাধ্যমে ৫০ হাজার টাকা পৌঁছানোর পর রাতে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।’

বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি সকালে মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আব্দুল আলিম মায়ের সঙ্গে পানের বরজে কাজ করতে যায়। এসময় সন্ত্রাসীরা ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি করে তাকে অপহরণ করে। এ ঘটনার পাঁচদিন পরে ৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে ফেরত আনে তার পরিবার।

তিনি আরও বলেন, এর আগে বাহারছড়ার অটো রিকশাচালক মাহমুদুল করিম ও হ্নীলার ইজিবাইক চালক মুহাম্মদ হোসেন মুক্তিপণের টাকা দিতে না পেরে খুন হয়েছিলেন। পরে শামলাপুর ঢালা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দিনের পর দিন অপহরণের ঘটনা বেড়েই চলছে। সাধারণ মানুষ এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হয় বলে উল্লেখ করেন এ ইউপি সদস্য।’

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, গত কয়েক বছরে এ অঞ্চলের বিভিন্ন পেশার প্রায় দেড় শতাধিক মানুষ অপহরণের শিকার হয়েছেন। দিনের পর দিন যেভাবে অপহরণের ঘটনার বাড়ছে এতে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারীরা বাড়ি ফিরতেও ভয় পান।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, এরই মধ্যে অনেককে উদ্ধারসহ অপহরণকারী চক্রের অনেক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাহাড়ি দুর্গম পথ হওয়ায় সহজে মুভ করাও কষ্টের। এরপরও অপহরণ চক্রের সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা ও পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৯৫ বছরের আফসার ইভিএমে ভোট দিয়ে বললেন, ‘ভালো’

৯৫ বছর বয়সে ইভিএমে প্রথম বারের মতো ভোট দিলেন হাজী আফসার উদ্দিন। ভাতিজা আর নাতনীর সঙ্গে এসে ভোট দিতে সকালেই কেন্দ্রে উপস্থিত হলেন এই প্রবীণ

যশোরের ঝাউদিয়ায় ডাকাতি,স্বর্ণলঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

জেমস আব্দুর রহিম রানা: যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২৫ লক্ষাধিক টাকার

সিরাজগঞ্জ শাহজাদপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

শাড়ি বাংলাদেশের টাঙ্গাইলের কিন্তু নিয়ে গেল ভারত-এ কেমন প্রহসন

জহুরুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শাড়ি-নামটাই যেখানে এ শাড়ির পরিচয় বহন করে সেই শাড়ি নাকি ভারতের! তাতশিল্পে সমৃদ্ধ বাংলাদেশের এই নামকড়া জেলাটি যে ভারতর অংশ

‘আওয়ামী লীগের হাতেই জাপার চাবি’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির বিরোধ কমছেই না, বরং আস্তে আস্তে প্রকাশ্য রূপ নিচ্ছে। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনে করেন যে, এই বিরোধের পিছনে

ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনের ফলাফল ইস্যুতে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। শহরটিতে যেকোনো ধরনের ‘অবৈধ সমাবেশ’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা