আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘আওয়ামী লীগের হাতেই জাপার চাবি’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির বিরোধ কমছেই না, বরং আস্তে আস্তে প্রকাশ্য রূপ নিচ্ছে। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনে করেন যে, এই বিরোধের পিছনে কলকাঠি নাড়ছে সরকার। জাতীয় পার্টির এই নেতা বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনায় বলেছেন যে, সরকার চায় না জাতীয় পার্টি সবল হোক এবং একটি জোরালো বিরোধী দল হিসাবে সংসদে অবস্থান রাখুক। আর এ কারণেই জাতীয় পার্টিকে নীরবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় পার্টির মধ্যে বিভক্তি সৃষ্টি করে জাতীয় পার্টিকে ক্রমশ দুর্বল করে ফেলার প্রক্রিয়া চলছে।

তবে নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা রয়েছে। জাতীয় পার্টির মূল চাবি আসলে আওয়ামী লীগের হাতে। জাতীয় পার্টির জিএম কাদের পন্থী হিসেবে যারা পরিচিত, তাদের একাধিক নেতা আওয়ামী লীগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, আওয়ামী লীগের সঙ্গে তারা বিভিন্ন পরামর্শ করছেন, আওয়ামী লীগের পরামর্শে তাদের করণীয় তারা নির্ধারণ করছেন। এদের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু অন্যতম বলে ধারণা করা হচ্ছে এবং এদের কারণে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে’।

জিএম কাদেরের কোনো একক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না জাতীয় পার্টিতে। দলের সিনিয়র নেতাদের আস্থায় নিয়ে তাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হয়। আর এই সিনিয়র নেতারা যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকাশ্যে বা গোপনে হোক আওয়ামী লীগের পরামর্শ গ্রহণ করে এমন গুঞ্জন জাতীয় পার্টিতে রয়েছে। জিএম কাদের নিজেও বলেছেন যে জাতীয় পার্টির মধ্যে সরকারের এজেন্ট রয়েছে।’

অন্যদিকে রওশন এরশাদের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার খবর নতুন নয়। রওশন এরশাদের প্রতি আওয়ামী লীগের একটি বিশেষ দুর্বলতা রয়েছে। কারণ ২০১৪ নির্বাচনে যখন এরশাদ নির্বাচন থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য জাতীয় পার্টির প্রার্থীদেরকে নির্দেশ দিয়েছিলেন ঠিক সেই সময় রওশন এরশাদ আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে ছিল। রওশন এরশাদের কারণেই শেষ পর্যন্ত ওই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পেরেছিল। আর এ কারণেই রওশন এরশাদের প্রতি আওয়ামী লীগের আলাদা পক্ষপাত রয়েছে। এখন যখন রওশন এরশাদ নতুন করে জাতীয় পার্টি করতে চাইছেন, তখন সরকার তার প্রতি সমর্থন না দিলেও তার বিরুদ্ধচারণ করছেন না। রওশন এরশাদ পন্থীরা জাতীয় পার্টির বিভিন্ন মহলে এমন একটি ধারণা দিতে চেষ্টা করছেন যে, রওশন এরশাদের সাথে সক্রিয়তার পিছনে আওয়ামী লীগের হাত রয়েছে। আওয়ামী লীগের প্রচ্ছন্ন ছায়ায় রওশন এরশাদ এ সব করছেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এ বক্তব্য অস্বীকার করা হয়েছে। তবে রওশন পন্থীদের মধ্যে যারা সক্রিয় তাদের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ।

জাতীয় পার্টি নিয়ে আওয়ামী লীগের লক্ষ্য কি’? আওয়ামী লীগ কি সত্যি সত্যি জাতীয় পার্টিকে বিলুপ্ত করতে চায় বা জাতীয় পার্টিকে খণ্ডিত, দুর্বল করতে চায়? আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় পার্টি নিয়ে আওয়ামী লীগের কোন আগ্রহই নেই। জাতীয় পার্টিতে যেটি হচ্ছে তা হল দলটির অভ্যন্তরীণ বিরোধ। এর মধ্যে আওয়ামী লীগের কোন অবস্থান নেই। দুই পক্ষই আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগকে ব্যবহার করতে চাইছে কর্মী সমর্থকদের হাতে রাখার জন্য।

আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, জাতীয় পার্টির কর্মীরা নানারকম সুযোগ সুুবিধা চান। আর এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা একটি বড় ব্যাপার। আর তাই জাতীয় পার্টির দুই পক্ষই মনে করছেন যে, সরকারের সঙ্গে যদি তাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক দেখানো হয় তাহলে জাতীয় পার্টিতে বেশির ভাগ কর্মীরা থাকবে। তবে জাতীয় পার্টিতে কিছু কিছু নেতা মনে করেন যে, জাতীয় পার্টিকে দুবর্ল করে ব্যতিব্যস্ত রাখা সরকারের কৌশলের একটি অংশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বইমেলায় হাসান শান্তনুর গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক চারটি বই

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক ও গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর লেখা চারটি বই অমর একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। বইগুলো হচ্ছে- ‘সৎ সাংবাদিকতার একাল সেকাল’ (আবিষ্কার প্রকাশনী), গণমাধ্যম

‘ঢাকায় ইয়াহিয়া, ভবনে ভবনে কালো পতাকা’

ঠিকানা টিভি ডট প্রেস: সময় তখন দ্রুত এগিয়ে চলেছে অনিবার্য পরিণতির দিকে; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে চলছে পূর্ণ অসহযোগ। একাত্তরের ১৫

মাথায় ডিভাইস বসিয়ে হ্যাক করা হয়েছিল হারুনের মাথা’

নিজস্ব প্রতিবেদক: মস্তিষ্ক হ্যাক’র অভিযোগে মামলা করে রীতিমতো সারা দেশে হইচই ফেলে দিয়েছিলেন কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবার ডেইল ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা এবং ৩ নম্বর ওয়ার্ডের

টেকনাফে ২৩ দিনে অপহরণ’২০

নিজস্ব প্রতিবেদক: টেকনাফের গহীন অরণ্যে গত ২৩ দিনে ২০ জনকে অপহরণ করেছে রোহিঙ্গা ও স্থানীয় সন্ত্রাসীরা। যার মধ্যে ৭ জনের সন্ধান এখনো মেলেনি। এছাড়াও মুক্তিপণ

ঈদের ছুটিতে সমুদ্রস্নানে মাতোয়ারা পর্যটকরা’

নিজস্ব প্রতিবেদক: গরমে চকচক করা সৈকতের বালিতে পা ফেলানো যেন দায়! চৈত্রের তপ্তরোধ। তবুও সব বাঁধা উপেক্ষা করে ঢল নেমেছে পর্যটকের। শুক্রবার (১২ এপ্রিল’) ঈদের

প্রেমিককে ফেরাতে কালো জাদু, তরুণী খোয়ালেন ১১ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন ২৫ বছরের এক তরুণী। প্রেমিককে ছাড়তে নারাজ তিনি। প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেও কোনও সুরাহা না হওয়ায়