রাজনৈতিক বিরোধীদের ‘সন্ত্রাসবাদ’ হিসেবে প্রচার করেছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশে ২০২৩ সালে ‘সন্ত্রাসী’ কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বাংলাদেশে ২০২৩ সালের সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে বিগত আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়েও তথ্য উঠে এসেছে।

‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২৩: বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনা ঘটেনি, তবে বিগত আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে ‘সন্ত্রাসবাদ’ বলে চালিয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকা-ের অভিযোগও ছিল। মানবাধিকার লঙ্ঘনের অন্যান্য ঘটনাও ঘটেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিবাদ দমনে বিশেষ করে আল-কায়েদাসংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলা টিম ও ইসলামিক স্টেটস (আইএস) সংশ্লিষ্ট নব্য জামাতুউল-মুজাহিদীন বাংলাদেশ (নব্য জেএমবি) দমনে কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মে মাসে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় দুই সেনাসদস্য নিহত হন। বাংলাদেশের সরকার এই হামলার জন্য পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ)। দায়ী করে। এর আগে গত বছরের মার্চে একই ধরনের হামলায় একজন সেনা নিহত হয়েছিলেন।

বাংলাদেশের কর্তৃপক্ষের অভিযোগ, ২০২২ সাল থেকে আল-কায়েদা অনুপ্রাণিত নতুন সন্ত্রাসী গোষ্ঠী জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে এসেছে কেএনএফ। ২০২৩ সালের শুরুর দিকেই জামা’আতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কার্যক্রম অনেকাংশ বন্ধ করে দেওয়ার দাবি করে কর্তৃপক্ষ। এরপর একই বছরের জুলাইয়ে গোষ্ঠীটির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২২ সালের নভেম্বরে ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদ-পাওয়া দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ২০১৫ সালে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত মইনুল হাসান শামিম ও আবু সিদ্দিক সোহেলের পালিয়ে যাওয়ার ঘটনাটি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল পর্যন্ত তাদের আর গ্রেপ্তার করতে পারেনি কর্তৃপক্ষ। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিলের পর ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ)। নামে আগের আইনের কিছু ধারা ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ কর প্রতিবেদনে বলা হয়েছে, এ আইনে পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। মতপ্রকাশের কারণে সরকার সমালোচক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেপ্তারের ক্ষমতাও পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে র‌্যাবসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৬৩ জনকে গ্রেপ্তার ও ৫৫টি মামলা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটকে নানাভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে। রোহিঙ্গা শিবিরগুলোতে সহিংসতার বিষয়ে বলা হয়েছে, রোহিঙ্গা শিবিরগুলোতে সহিংসতার ঘটনা এখনো উদ্বেগের বিষয়। রোহিঙ্গা শরণার্থীদের যাতে সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে জড়ানো না হয়, এ লক্ষ্যে বাংলাদেশের কর্তৃপক্ষ অভিযানও চালাচ্ছে। তবে ২০২৩ সালে রোহিঙ্গা শিবির থেকে সন্ত্রাসবাদী কোনো হুমকি পাওয়া যায়নি। বাংলাদেশে আর্থিক সন্ত্রাসবাদের বিষয়টি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জোটে আছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট এডমন্ট গ্রুপের সদস্য। ২০২৩ সালে এ নিয়ে বাংলাদেশে উল্লেখ করার মতো তেমন কোনো অগ্রগতি হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাদলা স্কুল মাঠে আয়োজিত মাঠ দিবস-২০২৫

বাঁশখালী উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ফুলেল শুভেচ্ছা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে ৩১ বার

সিরাজগঞ্জে দোকান কর্মচারী হত্যা, আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামিম শেখকে চাঞ্চল্যকরঅপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের

প্রবাসীর ১৬ ভরি স্বর্ণ ছিনতাইকালে পুলিশের এএসআইকে ধরল জনতা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের এক উপপরিদর্শককে স্থানীয়রা হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেছে। আজ রোববার বিকেলে নগরের খুলশী থানাধীন

সাত জেলায় মোশাররফ করিমের সাত বউ! আরেক বিয়ে করতে গিয়ে ধরা’

ঠিকানা টিভি ডট প্রেস: ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে সম্প্রতি ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘বোহেমিয়ান ঘোড়া’ তারই একটি। গল্পের আব্বাস চরিত্রে অভিনয় করছেন মোশাররফ

শেখ মণি বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ করতেন: শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, শেখ ফজলুল হক মণি বেঁচে থাকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর