আপনার জানার ও বিনোদনের ঠিকানা

যশোরের বাজারে আবারও লাগামহীনভাবে বেড়ে চলেছে পেঁয়াজের দাম

জেমস আব্দুর রহিম রানা: যশোরের বাজারে আবারও লাগামহীনভাবে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে পণ্যটি খুচরা পর্যায়ে ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধ থাকায় কয়েক মাস ধরে চাষিদের তোলা মুড়িকাটা পেঁয়াজে চাহিদা মেটানো হচ্ছিল। দেশীয় এ পেঁয়াজের সরবরাহও প্রায় শেষ। চাহিদার তুলনায় জোগানে টান পড়ায় আবারও বাজারে তার প্রভাব পড়েছে।

অন্যান্য বছর মৌসুমের এ সময়ে পেঁয়াজের দর থাকে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। কিন্তু এবার ভরা মৌসুমেও অস্বাভাবিক ওঠানামা করছে মসলা জাতীয় পণ্যটির দর। গত বুধবার রাতেও যশোরের খুচরা বাজারে ৮০-৯০ টাকায় বিক্রি হয় পেঁয়াজ। তবে শনিবার সকালে তা একলাফে ১১০ থেকে ১১৫ টাকায় পৌঁছে। পাইকারি বাজারে বৃদ্ধির কারণে খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।

যশোরের বড়বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকায়। শহরের পাইকারি বাজারের ব্যবসায়ীরা বলেন, ডলারের দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারছেন না। বাজারে মুড়িকাটা ছাড়া কোনো পেঁয়াজ নেই। এখন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহও শেষদিকে। এ কারণে দাম বেড়েছে। এক-দেড় মাস পর হালি পেঁয়াজ এলে দাম কমতে পারে বলে জানান তিনি।

তথ্যমতে, গত দুই মাসে চীন ও পাকিস্তান থেকে ১ হাজার ৪৫৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে, যা চাহিদার দিক থেকে একেবারেই নগণ্য।

পেঁয়াজ আমদানি না হওয়ার কারণ হিসেবে যশোর হাটচান্নির পেঁয়াজ ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আসছে না। অন্য দেশ থেকে আমদানি করলে কেজি ৭০ থেকে ৭৫ টাকা পড়ে। এর সঙ্গে অন্যান্য খরচ ও মুনাফা হিসাব করলে ১০০ টাকার কাছাকাছি হয়। ভারত থেকে আমদানি শুরু হলে ৪০-৪৫ টাকায় নেমে যাবে দর। তখন অন্য দেশ থেকে আনা পেঁয়াজে লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। মূলত এ কারণেই তারা আমদানি করছেন না।

তিনি আরও বলেন, হালি পেঁয়াজ উঠতে আরও এক-দেড় মাস সময় লাগবে। দামের লাগাম টানতে চাইলে সরকারের উচিত ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া। কারণ, প্রতিবেশী দেশ হওয়ায় ভারত থেকে দু-তিন দিনেই পেঁয়াজ আনা সম্ভব।

দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৪ থেকে ২৬ লাখ টন। দেশীয় উৎপাদনের পরও প্রতিবছর ১০ থেকে ১২ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয় ভারত থেকে। তবে ভারত রপ্তানি বন্ধ করলেই দেশের বাজারে বড় প্রভাব পড়ে। গত ডিসেম্বরের শুরুতে ভারত রপ্তানি বন্ধ করার পর দেশে পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়ে যায়। সে সময় মুড়িকাটা পেঁয়াজও ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। জানুয়ারির মাঝামাঝি সময়ে ৭৫ থেকে ৮০ টাকায় নেমে এলেও এখন আবার বাড়তে শুরু করেছে।

এদিকে কৃষি অধিদপ্তর থেকে জানা গেছে, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া আছে। তবে ভারত থেকে রপ্তানি বন্ধ থাকায় আমদানি হচ্ছে না। অন্য দেশ থেকে আমদানির সুযোগ থাকলেও খরচ ও সময় বেশি লাগার কারণে আমদানিকারকরা আগ্রহী নন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ এপ্রিল’) সকাল সাড়ে ৮টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ছেড়ে

প্রচন্ড শীতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাঃ

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে সকাল থেকে বিকেল পযন্ত  দেখা মিলছে না সূর্যের আলোর , কুয়াশায় চারপাশ ঢাকা পুরো পাটগ্রাম শহর। শীতে জবুথবু প্রাণপ্রকৃতি,

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া, ২ দিনের মাথায় প্রেমিকাকে খুন করে উধাও প্রেমিক

নিজস্ব প্রতিবেদক: পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন পোশাক শ্রমিক ববিতা। কিন্তু বাসা ভাড়া নেয়ার দুইদিনের মাথায় পরকীয়া প্রেমিকাকে খুন করে পালিয়ে যান

মাগুরায় তিন বছরের শিশুকে খুন

মাগুরার মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে হিরা খাতুন নামে তিন বছরের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় মেয়েটির চাচারা তাকে

ইসরায়েলি আগ্রাসনে গাজায় ১৩৬ সাংবাদিক নিহত’

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরূদ্ধ ভূখণ্ড গাজায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৩৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে

বাঁশখালীতে বসতভিটা দখলের অভিযোগে মামলা, ক্ষিপ্ত হয়ে বাদীর ঘরে অগ্নিসংযোগ-লুটপাট

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় জোরপূর্ব বসতভিটা দখল, নির্মাণসামগ্রী লুণ্ঠন, শ্রমিকদের মারধর ও হত্যার হুমকির