আপনার জানার ও বিনোদনের ঠিকানা

যশোরে চারদিনের অভিযানে ১১ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ

জেমস আব্দুর রহিম রানা: যশোরে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে। স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত গত চারদিনে অভিযান চালিয়ে ১১ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ করে দিয়েছে। এদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

এমন একটি ক্লিনিক গড়ে উঠেছে শহরের পালবাড়ি মোড়ে। নাম হাসিনা ক্লিনিক। এখানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় ভুয়া ল্যাব টেকনিশিয়ান দিয়ে রোগীদের প্যাথলজির পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেয়া হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার নামে মানুষকে বোকা বানিয়ে হাজার হাজার টাকা লুফে নেয়া হচ্ছে। ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অভিযানের সময় আদালতের সদস্যরা দেখতে পান জরুরি বিভাগে কোন চিকিৎসক নেই। অপারেশন থিয়েটারের ইনচার্জ র্ছিলেন অনুপস্থিত। সেখানকার পরিবেশ একদম নোংরা। রোগীর অস্ত্রোপচারে ব্যবহৃত হ্যাক্সিসলের মুখ খোলা অবস্থায় রয়েছে। যে কারণে অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া হাসিনা ক্লিনিকের মালিক ডা.মেজবাউর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন অফিস জানিয়েছে, নানা অনিয়মের অভিযোগে গত ৪ দিনের যশোর জেলার অন্তত ১১টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হলো।

হাসিনা ক্লিনিক ছাড়াও অন্য বন্ধ প্রতিষ্ঠানগুলো হলো যশোর শহরের আধুনিক হসপিটাল, ঘোপ নওয়াপাড়া রোডের ল্যাবজোন হসপিটালের অপারেশন থিয়েটার, খাজুরার মা জেনারেল হাসপাতাল, চৌগাছা উপজেলার মধুমতি প্রাইভেট হসপিটাল, নোভা এইড, ঝিকরগাছা উপজেলার সালমা মেডিকেল সেন্টার, সালেহা ক্লিনিক, মণিরামপুরের কেসি সার্জিক্যাল এন্ড শিশু প্রাইভেট হসপিটাল, রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, পারবাজার সার্জিক্যাল ক্লিনিক, বাঘারপাড়া উপজেলার আনোয়ারা ক্লিনিক। চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্সবিহীন হসপিটাল পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এগুলো বন্ধ ঘোষণা করে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, যশোরের বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। সরকারি নিয়মনীতি না মেনে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগীদের অস্ত্রোপচার, চিকিৎসাসেবা প্রদান ও প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষাসহ কোন কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। অনিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা রয়েছে। ফলে অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, সিভিল সার্জন অফিসের হিসাবমতে যশোর জেলায় মোট ৩০০ টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার অধিকাংশ প্রতিষ্ঠানে হালনাগাদ লাইসেন্স নেই। কাগজপত্র বিহীন এসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার নামে রীতিমতো প্রতারণা চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) এর বিরুদ্ধে স্বামী সোহেল খানের (৩৫) পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে দশমিনা সদর ইউনিয়নের

‘আপনি সেবক, দেশের মালিক না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ আর পেটের বিষ ওটার আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। গত পাঁচ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না, তাহলে দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। সেটা মনে রাখবেন।   সোমবার (৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে কে এলো কে এলো না, ভোটে আমেরিকা-জার্মান-কানাডা-ইংল্যান্ড কী করল এগুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি ভোটকেন্দ্রে যায়, তারা যদি ভোট দিতে পারে তাহলে আমেরিকা যদি তার দেশ নিয়েও আমাদের ওপরে আসে তাহলে কিছু করতে পারবে না।   বঙ্গবীর বলেন, এজন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে হেল্প করবেন। ভোটারদের ফেরাবেন না।   বঙ্গবীর আরও বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুষ্কৃতকারী ছিলাম। আজকে আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুষ্কৃতকারী। আমি জানতে চাই এই দুষ্কৃতকারী কবে দূর হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তারপর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন।   ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।

মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে আরেক বেয়াই খুন

আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে আরেক বেয়াই খুন হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন

যশোরে বর্ণাঢ্য আয়োজনে চলছে বর্ষবরণ

জেমস আব্দুর রহিম রানা: জীর্ণতাকে পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরে চলছে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ

‘যা আছে আলোচিত শরীফার গল্পে’

নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাক্রমের আলোকে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ে হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি পাঠ রয়েছে। এ নিয়ে বিতর্ক চলছে।

বাসাইলে পানির গিজার থেকে ৪৯ কেজি গাঁজাসহ চার বিক্রেতা আটক

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-বাসাইল সড়কে নথখোলা ব্রিজের কাছে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পানির গিজারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি গাঁজাসহ চার বিক্রেতাকে