আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘মির্জা ফখরুল: অসুস্থতা নাকি অভিমান’

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সপ্তাহের বেশি সময় ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি এবং তার স্ত্রী সেখানে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। তারও শারীরিক অবস্থা ভালো না। একারণেই রাজনীতি থেকে তিনি দূরে রয়েছেন।

যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে, তিনি রাজনীতিতে আছেন, থাকবেন এবং জিয়ার আদর্শের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু বাস্তবে যে সমস্ত তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে এবং ঘটনাবলি যেদিকে মোড় নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাজনীতিতে থেকেও নেই, তিনি নিষ্ক্রিয়।

অন্য সময় যখন তিনি সিঙ্গাপুরে গেছেন তখন তিনি সিঙ্গাপুর থেকে দলের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দিতেন। এবার সিঙ্গাপুরে যাওয়ার পর তার নামে দায় সারা বিবৃতি ছাড়া আর কোন কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। তিনি বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছেন খুবই কম। এ যোগাযোগগুলো তার শারীরিক অসুস্থতা এবং অন্যান্য বিষয় নিয়ে বেশি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতা নিয়ে বিএনপির মধ্যেও এক ধরনের ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। কোন নেতাই স্পষ্ট করে বলতে পারছেন না তিনি কি অসুস্থ, কিভাবে চিকিৎসা নেওয়া হচ্ছে এবং এ অসুস্থতার পরবর্তীতে তিনি কি পদক্ষেপ গ্রহণ করবেন।’

অন্যদিকে একাধিক সূত্র বলছে, ২৮ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জেলে ছিলেন সেই সময় বিএনপির নেতৃবৃন্দ যে আচরণ করেছে তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিমান করেছেন। যে দলটির জন্য তিনি এত ত্যাগ স্বীকার করলেন সেই দলের থেকে এই প্রতিদান, এটি তিনি বিভিন্ন জায়গায় বলেছেন বলেও জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর, তার প্রতি সহানুভূতি দেখানো হয়নি, তার পরিবারের প্রতিও সহানুভূতি দেখানো হয়নি। এমনকি বিএনপির কোন নেতা তার অসুস্থ স্ত্রীর সাথে যোগাযোগ করারও কোন প্রয়োজন মনে করেনি বলে একাধিক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছেন। মির্জা ফখরুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর সকলেই প্রত্যাশা করেছিল যে, ফখরুলের স্ত্রীর সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ যোগাযোগ করবে এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নিবে। কিন্তু বাস্তবে সে ধরনের কোন ঘটনায় ঘটেনি। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবারকেই ব্যথিত করেছে বলে জানা গেছে। তখন থেকেই মির্জা ফখরুল ইসলামের পরিবারের সদস্যরা অর্থাৎ তার কন্যা এবং স্ত্রী বিএনপির ব্যাপারে একটি অভিমান পুষে রেখেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সুস্থ হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বিদেশে যাওয়ার অভিমত ব্যক্ত করেন তখনও অনেক নেতৃবৃন্দ তাকে বিদেশে যেতে বারণ করেছে। বিশেষ করে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এরকম পরিস্থিতিতে বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার কথা বলেছেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রীর বিষয়টি তুলে ধরলেও বিএনপির হাই-কমান্ড থেকে তাকে কোন কিছু বলা হয়নি। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য একটি বড় ধরনের অপমান হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।

এরপর তিনি সিঙ্গাপুরে গিয়ে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। লন্ডনে পলাতক তারেক জিয়ার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগাযোগ এখন খুবই কম বলে বিএনপির একাধিক সূত্র দাবি করেছে। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পারিবারিক ভাবে এতটাই বিপর্যস্ত যে এখন তিনি রাজনীতির ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এজন্য আপাতত রাজনীতির মাঠে তাকে সরব দেখা যাবে না। তার স্ত্রীর অসুস্থতাই তাকে মুষড়ে দিয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে।

দলের প্রতি অভিমান বা অন্যান্য বিষয়গুলো অতটা তাৎপর্যপূর্ণ নয়। বরং স্ত্রীর অসুস্থতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতর করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে অভিমান নাকি অসুস্থতা কোন কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দূরে আছেন তা নিয়ে বিএনপির মধ্যেও চর্চা চলছে। তবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতি বিএনপিকে আরও কোণঠাসা অবস্থায় নিয়ে গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী’

ঠিকানা টিভি ডট প্রেস: পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে জনগণের বিপুল রায় নিয়ে, বিপুল

কোনো চাপ অনুভব করছি না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা পোর্টাল: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল, এসব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর, মধ্যম

লম্বা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে উদযাপন

কৃষি জমি হতে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ব্যক্তির কারাদন্ড!

নোয়াখালী প্রতিনিধিঃ কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ০৮ নং কালাচাঁদপুর ওয়ার্ডে ২ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন

পৃথিবী ‘ধ্বংস হতে’ আর ৯০ সেকেন্ড বাকি?

ঠিকানা টিভি ডট প্রেস: পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে কি না, তা জানতে অনেক বছর ধরেই ‘ডুমস ডে ক্লক’ ব্যবহার করা হয়। ধারণা করা হয়,

দৌলতদিয়া পদ্মা বোডিং থেকে হেরোইনসহ গ্রেফতার এক

মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৪০ গ্রাম হেরোইনসহ এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকাল দৌলতদিয়া পদ্মা