আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘বাংলাদেশের ব্যাপারে এত উদার কেন যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউটার্ন নিয়েছে। আজ দু দিনের সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। আফরিন আক্তারের এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কোন তোলপাড় নেই, উত্তেজনা নেই। বিএনপি অন্যান্য সময় এ ধরনের উচ্চপদস্থ মার্কিন কূটনীতিকদের সফরে যেমন উচ্ছ্বসিত থাকত, এবার তাদেরকে তেমনটি দেখা যাচ্ছে না। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফর নিয়ে সরকারের মহলেই নানা রকম ব্যস্ততা দেখা যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের পর থেকেই সরকারের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাইছে’। সম্পর্কের ঘনিষ্ঠতার বার্তা নিয়ে এগিয়ে যেতে চাইছে। আর এই ঘনিষ্ঠতায় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ এতই তীব্র যে, তারা ড. মুহাম্মদ ইউনূসের মতো স্পর্শকাতর ইস্যুগুলোকেও এড়িয়ে যাচ্ছে। শুধুমাত্র বক্তৃতা, বিবৃতির মাধ্যমে তারা ড. ইউনূসের প্রতি সমর্থন জানাচ্ছে। ইউনুসের ব্যাপারে অন্য পদক্ষেপ গ্রহণেও মার্কিন যুক্তরাষ্ট্রের অনাগ্রহ। নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দিকে কিছু কথাবার্তা বললেও এখন নির্বাচন বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে। বরং বাংলাদেশের ত্রুটিপূর্ণ নির্বাচন এবং অন্যান্য ইস্যুগুলোকে পাশ কাটিয়ে সম্পর্কের উন্নয়নের বার্তাই এখন যুক্তরাষ্ট্রের কাছে প্রধান।

কেন এটি হচ্ছে? বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন বিপরীত অবস্থানে প্রধান কারণ কি’? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, নতুন সরকার যেহেতু দায়িত্ব গ্রহণ করে ফেলেছে এবং নতুন সরকারের পিছনে ভারতের প্রত্যক্ষ সমর্থন রয়েছে,পাশাপাশি এমন কোনো বিরোধী রাজনৈতিক শক্তি নেই, যারা জনপ্রিয়তার মাধ্যমে বা বিপুল জনসমর্থনে সরকারকে হটাতে পারে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে, বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক রাখাটাই সঠিক সিদ্ধান্ত হবে।অন্যদিকে সরকারও নির্বাচনের পর মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা না রেখে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নেওয়াটাই হবে সবচেয়ে সঠিক পদ্ধতি।

মার্কিন যুক্তরাষ্ট্রের উদারতার পিছনে কয়েকটি কারণ রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছে, এই কারণগুলোর মধ্যে রয়েছে;

১. বাণিজ্যিক স্বার্থ: মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে কতগুলো সুনির্দিষ্ট বাণিজ্যিক এজেন্ডা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে বোয়িং বিমান বিক্রি করা, গভীর সমুদ্র বন্দরে তেল-গ্যাসের অনুমতি আদায় এবং বাংলাদেশের সঙ্গে অন্যান্য অর্থনৈতিক সম্পর্ক গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী। আর এ কারণেই তারা দেখছে যে সরকার হটানোর পরিকল্পনার চেয়ে সরকারের সাথে সম্পর্ক রাখাটাই উত্তম। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র অন্য রকম মনোভাব নিয়েছে।’

২. ভারতের ভূমিকা: যেহেতু ভারত বর্তমান সরকারকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে, আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে, এই অঞ্চলে ভারতের বাইরে গিয়ে কোন কিছু করা সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কোন ইতিবাচক সুফল দেবে না। আর তাই তারা ভারতের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের ব্যাপারে কোন নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছে না।

৩. পাকিস্তানের অভিজ্ঞতা: পাকিস্তানে সাম্প্রতিক সময় যে অভিজ্ঞতা হয়েছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় আঘাত। তারা দেখেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কৌশল এই উপমহাদেশে আস্তে আস্তে অকার্যকর হয়ে পড়েছে। সেজন্য পাকিস্তানে তারা যে ঘটনা ঘটিয়েছে একই রকম পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হোক তা তারা চায় না। কারণ এতে উপমহাদেশের পুরো নিয়ন্ত্রণ হারাবে মার্কি যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে বর্তমান সরকারের সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকুক এবং এই সম্পর্কের মাধ্যমে তারা তাদের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থগুলোকে এগিয়ে নিক।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিকটক বানাতে ফুফাতো বোনকে নিয়ে নদীতে ঝাঁপ, অতঃপর…..

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রাজারহাটের তিস্তা নদীতে গোসলের টিকটকের ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজারহাটের বুড়িরহাট ক্রসবাঁধ

‘জিএম কাদেরের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক’

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে হঠাৎ বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের। বুধবার

স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ’

নিজস্ব প্রতিবেদক: এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধেও। গতকাল

বাড়িতে একা রেখে ১০ দিনের জন্য ঘুরতে গেলেন মা, নির্মম মৃত্যু শিশুর

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য মা হয়েছেন ক্রিস্টেল ক্যান্ডেলারিও। মাত্র ১৬ মাসের সন্তান জাইলিন। বাড়িতে তাকে একা ফেলে রেখে দশ দিনের জন্য ডেট্রয়েট, মিশিগান আর পুয়ের্তো রিকো

‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট আজ’

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী ভোট শুরু হচ্ছে আজ। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে আশঙ্কার মধ্যে দিয়ে বুধবার (৬ মার্চ’) সকাল ১০টা

‘বাংলাদেশে এসে প্রাণ বাঁচালেন মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী’

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তাদেরকে নিরস্ত্রীকরণ