আপনার জানার ও বিনোদনের ঠিকানা

বাংলাদেশে কি টিকটক নিষিদ্ধ করছে সরকার, যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিয়ে নানা দেশে উদ্বেগের শেষ নেই। বিশেষ করে কিশোর-তরুণদের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছে সরকারগুলো। গত বছর চীনা কোম্পানি বাইটড্যান্সের অ্যাপটি নিষিদ্ধ করার উদ্যোগের কথা জানায় একাধিক দেশ। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন। ভারতের পাশাপাশি বাংলাদেশেও অ্যাপটি নিষিদ্ধ করার কথা উঠেছিল। যদিও শেষ পর্যন্ত কেউই চূড়ান্ত পদক্ষেপ নেয়নি।

তবে বাংলাদেশে টিকটক চিরতরে নিষিদ্ধ করা হচ্ছে-এমন একটি তথ্য বৃহস্পতিবার (১৮ জানুয়ারি’) রাত থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ এটি জানিয়েছে। এই দাবিতে ভাইরাল পোস্টগুলো খুঁজে দেখা যায়, প্রায় পোস্টেই হাজারের বেশি রিয়েকশন পড়েছে। ফেসবুক ব্যবহারকারীরা সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মন্তব্য করছেন। কোনো কোনো ফেসবুক ব্যবহারকারী এমন সিদ্ধান্ত নেওয়ায় নতুন শিক্ষামন্ত্রীর প্রসংশা করছেন।

বাংলাদেশে কি টিকটক নিষিদ্ধ হচ্ছে?

অনুসন্ধানে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে টিকটক নিষিদ্ধ করার ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ২০১৯ সালে তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ‘দেশীয় সংস্কৃতি রক্ষায়’ টিকটক নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার কথা জানান। যদিও পরে ওই উদ্যোগ বাস্তবায়নের ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায় না।

সাম্প্রতিক দাবিটির সত্যতা যাচাইয়ে এর সূত্র হিসেবে ব্যবহৃত কথিত ‘বাংলাদেশ শিক্ষাবোর্ড’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

অনুসন্ধানে ‘বাংলাদেশ শিক্ষাবোর্ড’ নামে একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ খুঁজে পাওয়া যায়। এসব পেজ ও গ্রুপে বাংলাদেশ সরকারের অফিশিয়াল মনোগ্রাম, কোনো কোনোটিতে বিভিন্ন শিক্ষা বোর্ডের মনোগ্রাম ব্যবহার করা হয়েছে। এই নামের দুটি ফেসবুক গ্রুপ ঘুরে দেখা যায়, গ্রুপগুলোতে যথাক্রমে ২ লাখ ২৩ হাজার এবং ১ লাখ ৯১ হাজার সদস্য রয়েছে। একই নামের দুটি পেজও খুঁজে পাওয়া যায়। পেজ দুটির পরিচয়ে দাবি হয়েছে, শিক্ষামূলক ওয়েবসাইট। এগুলোর ফলোয়ার যথাক্রমে ১৯ হাজার ও ১৩ হাজার। এসব গ্রুপ ও পেজে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন কন্টেন্ট শেয়ার ও আলোচনা করতে দেখা যায়।

দাবিটির সূত্রপাত সম্পর্কে যাচাইয়ে ‘বাংলাদেশ শিক্ষাবোর্ড’ নামের ২ লাখ ২৩ হাজার সদস্যের গ্রুপটিতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি’) রাত ৯টা ৪২ মিনিটে ‘এডুকেশন নিউজ অব বাংলাদেশ’ নামের একটি পেজ থেকে করা সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে লেখা হয়, ‘ব্রেকিং নিউজ, বাংলাদেশ থেকে চিরতরে ব্যান করা হোক জনপ্রিয় টিকটক।’ পেজটির ফলোয়ার ১৭ হাজার। পেজটিকে গ্রুপটির এডমিন প্যানেলে খুঁজে পাওয়া যায়।

এসব ফলাফল থেকে ধারণা করা যায়, এডুকেশন নিউজ অব বাংলাদেশ’ পেজ থেকে দেওয়া পোস্টটিই পরবর্তীতে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’-এর সূত্রে পরিবর্তিত হয়ে ‘বাংলাদেশ থেকে চিরতরে ব্যান করা হচ্ছে জনপ্রিয় টিকটক, জানালেন বাংলাদেশ শিক্ষা বোর্ড’ দাবিতে ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে কিছু আছে কি’?

বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান আছে কি না, তা যাচাইয়ে জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট থেকে জানা যায়, দেশে মোট ১০টি শিক্ষা বোর্ড আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।

বাংলাদেশ শিক্ষা বোর্ড-এর নামে প্রচারিত গ্রুপ ও পেজগুলো সম্পর্কে জানতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পেজ নেই। এই নামের পেজগুলোর বিরুদ্ধে পূর্বেও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল’) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবারও আমরা এসব পেজ ও গ্রুপের তালিকা করে বিটিসিএলকে বন্ধ করে দিতে বলব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানজুড়ে ধর্মঘটের ডাক ইমরানের দলের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবোদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। একইসঙ্গে ইমরানকে গ্রেপ্তারের তীব্র নিন্দাও জানিয়েছে দলটি। বুধবার (১০

‘বিদেশ যাওয়ার জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার মুচলেকা দেবেন বেগম জিয়া’

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার জন্য নতুন করে আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শামীম ইস্কান্দারের করা এই আবেদন এখন আইন মন্ত্রণালয়ে

কোনো চাপ অনুভব করছি না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা পোর্টাল: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে নানা ধরনের চাপ ছিল, এসব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর, মধ্যম

যশোরের বাজারে আবারও লাগামহীনভাবে বেড়ে চলেছে পেঁয়াজের দাম

জেমস আব্দুর রহিম রানা: যশোরের বাজারে আবারও লাগামহীনভাবে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে পণ্যটি খুচরা পর্যায়ে ১১০ থেকে ১১৫

‘বিদেশে বসেই ঢাকায় ডাকাত দল চালায় ইলিয়াস’

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর জেলার কালকিনির খাসের হাট এলাকায় বাড়ি ইলিয়াস হোসেন, থাকেন সৌদি আরব। সেখান থেকে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে ঢাকায় ডাকাত দল পরিচালনার করে সেই

এক রাতেই ১০ হাজার বজ্রপাতের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভয়ংকর এক রাত কাটিয়েছে চীনের বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের বাসিন্দারা। এক রাতে প্রায় ১০ হাজার বজ্রপাত হয়েছে অঞ্চলটিতে। সেখানকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার