আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘ঢিলেঢালা আন্দোলন নিয়েও কূটনীতি পাড়ায় বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা ঢিলে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং একদফা দাবিতে গত মঙ্গলবার থেকে দেশব্যাপী পাঁচ দিনের লিফলেট বিতরণ করা হচ্ছে। রাজপথে কর্মসূচির পাশাপাশি ঘুরে দাঁড়াতে বিএনপি এই মুহূর্তে আইনি প্রক্রিয়ায় দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও শুরু করেছে। এর অংশ হিসেবে গত সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।’

বিএনপির দাবি, ৭ জানুয়ারির ‘একতরফা’ ও আসন ভাগাভাগির নির্বাচন পশ্চিমাসহ গণতান্ত্রিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ, বিএনপিবিহীন নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে সরকার যে ডামি-স্বতন্ত্র প্রার্থী দিয়ে ভোট করেছে, বিদেশিরা সে সম্পর্কে অবগত। সে কারণে জাতিসংঘসহ পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিষয়ে তাদের নৈতিক অবস্থান থেকে মোটেও সরেনি। নির্বাচনের পরেও বাংলাদেশের গণতন্ত্রহীনতা, ভোটাধিকার ও মানবাধিকার হরণ এবং সুশাসনের অভাবের বিষয়টিতে তারা সুস্পষ্ট বক্তব্য দিচ্ছেন। দলটির নেতারা মনে করছেন, এমন পরিস্থিতিতে রাজপথের আন্দোলনের পাশাপাশি গণতন্ত্রের প্রশ্নে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের চাপ জোরালো হলে সরকার নমনীয় হতে পারে। সেক্ষেত্রে দাবি আদায় সহজতর হবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডাসহ গণতান্ত্রিক বিশ্ব এমনকি জাতিসংঘও অত্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে চেয়েছে যে, বাংলাদেশ সঠিক পথে ফিরে আসুক, ভোটের অধিকারসহ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। তারা এখনো সেটাই চাচ্ছে। সে কারণে বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, মানবাধিকার হরণ, সুশাসনের অভাব, দুর্নীতির মাধ্যমে অর্থসম্পদ পাচার-এসব বিষয়ে ভোটের পরেও তারা স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের বড় পরাশক্তি যুক্তরাষ্ট্র কয়েকদিন আগেও তাদের কথা পুনর্ব্যক্ত করেছে। গণতন্ত্র, মানবাধিকার, মানুষের কথা বলার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার প্রশ্নে তাদের যে প্রতিশ্রুতি, সেটা তারা ফের বলেছে। কাজেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিষয়ে তাদের যে নৈতিক অবস্থান, সেখান থেকে তারা কথায় বা কাজে কোথাও একচুলও বিচ্যুত হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ইস্যুতে ভোটের আগে বাংলাদেশের ওপর ভিসা নীতি কার্যকর করে। একই সঙ্গে অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে তাগাদা অব্যাহত রাখে। এ ইস্যুতে তখন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও বেশ তৎপর ছিলেন। বিএনপির বর্জন ও আন্দোলনের মধ্যেই গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে ভোটের পর অনেকে মনে করেছিলেন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্র কঠোরভাবে ভিসা নীতির প্রয়োগ এবং ধাপে ধাপে বিভিন্ন নিষেধাজ্ঞা দিতে পারে। কিন্তু তেমন কিছুই হয়নি, বরং ভোটের পর তারা অনেকটাই নমনীয় বলে প্রতীয়মান হচ্ছে। এমন অবস্থায় নির্বাচনের এক মাস পর গত সোমবার ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। পরে মার্কিন দূতাবাস এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার’) পিটার হাস ও মঈন খানের ছবি প্রকাশ করে বৈঠকের বিষয়টি জানায়। এক্স হ্যান্ডলে মার্কিন দূতাবাস লিখে, ‘ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রের বিকাশ ঘটে যখন সব কণ্ঠের আওয়াজ শোনা যায়। বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করে তারা আনন্দিত।’

বিএনপি নেতা মঈন খানের পক্ষ থেকে জানানো হয়, পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তবে বিএনপি সূত্রে জানা যায়, বৈঠকে কারাগারে গত কয়েক মাসে বিএনপির ১৩ নেতাকর্মীর মৃত্যুর ঘটনা, দ্বাদশ সংসদ নির্বাচন যে একতরফা ছিল এবং সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোট বর্জন করায় ওই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ যে জনগণের প্রতিনিধিত্বশীল নয়, ভাগবাটোয়ারার সংসদ-বিএনপির পক্ষ থেকে সে বিষয়টিও তুলে ধরা হয়। এ ছাড়া বিএনপি যে বর্তমান সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে অনড় থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তুলে ধরা হয় সে বিষয়টিও।

সংশ্লিষ্ট বলছেন, পিটার হাসের সঙ্গে আনুষ্ঠানিক এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনের পর আন্দোলনের পাশাপাশি ফের কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বিএনপি। এর মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল জামিনে কারামুক্ত হওয়ায় এ তৎপরতা এবার আরও বেগবান হবে।’

এদিকে বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ইস্যুতে নিয়মিত যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছেন সেখানে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারী। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন তিনি। এর মধ্য দিয়ে নির্বাচন ও বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র তার অবস্থান ব্যক্ত করছে। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে শিগগির যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে কাজ করা দলের নেতাদেরও ফের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেষ দিনে প্রাণ-এর প্যাভিলিয়নে ক্রেতাদের উপচেপড়া ভিড়

কয়েক ঘণ্টা পরই পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরের। মেলার শেষ দিনে প্রতিটি স্টলেই চলছে অফারের ছড়াছড়ি। এদিকে, এ বছর মেলায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান

‘স্থায়ী জামিন পেলেন ড. ইউনূস’

নিজস্ব প্রতিবেদক: মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন পেয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এর আগে সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে

সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

‘বাংলাদেশি নাবিকদের উদ্ধারের ইইউ নৌবাহিনী-জলদস্যু গোলাগুলি’

ঠিকানা টিভি ডট প্রেস: ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে পিছু নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি জাহাজ। বুধবার (১৩ মার্চ’) রাতে ওই জাহাজটি

দেশে ফিরলেন ফখরুল: সোমবার নির্ধারিত হতে পারে নেতৃত্বের ভাগ্য’

নিজস্ব প্রতিবেদক: নিজের এবং স্ত্রীর চিকিৎসা শেষে আজ বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে

শেখ হাসিনা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষেই কাজ করে যাচ্ছেন: সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

ভি কে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষে কাজ যাচ্ছেন। কারন দেশের অর্থনৈতিক মুক্তি না আসলে স্বাধীনতা অর্থহীন হয়ে