আপনার জানার ও বিনোদনের ঠিকানা

দেশে ফিরলেন ফখরুল: সোমবার নির্ধারিত হতে পারে নেতৃত্বের ভাগ্য’

নিজস্ব প্রতিবেদক: নিজের এবং স্ত্রীর চিকিৎসা শেষে আজ বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার অপেক্ষায় ছিলেন বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন মহল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরেই গত কয়েক বছর বিএনপির রাজনৈতিক কার্যক্রম আবর্তিত হচ্ছিল। ২৮ অক্টোবর থেকেই দলীয় কার্যক্রমে তিনি নেই। ঐ দিনের ঘটনার পর আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পর নির্বাচনের পরে তিনি মুক্তি পান। মুক্তির পর পরই চিকিৎসার জন্য বিদেশে চলে যান তিনি। এসময় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে মির্জা ফখরুল আর নেতৃত্বে থাকতে চান না। মহাসচিবের দায়িত্ব তিনি পালন করতে চান না। এ ব্যাপারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা হয়েছে বলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠরা জানিয়েছিল।

তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই রকম গুঞ্জনকে একেবারে উড়িয়ে দেননি। তিনি এর রহস্যময় উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, তিনি রাজনীতিতে আছেন এবং থাকবেন। রাজনীতিতে থাকা এবং নেতৃত্বে থাকা দু’টি ভিন্ন জিনিস।’

বিভিন্ন সূত্রগুলো বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের জন্য নয়, তার স্ত্রী এখন ক্যান্সারে আক্রান্ত। এরকম পরিস্থিতিতে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করতে আগ্রহী নয়। নিজেও অসুস্থ। এই বার্তাটি তিনি দলের নেতৃত্বকে জানিয়েছেন এবং এ কারণেই তিনি মহাসচিবের পদ অন্য কাউকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে এ মুহুর্তে বিএনপির মহাসচিব হওয়ার মতো কেউ নেই। যারা হওয়ার মতো আছেন তারাও এই সময় এই রকম দায়িত্ব গ্রহণ করতে আগ্রহী নয়। ফলে বিএনপির মহাসচিব নিয়ে তৈরী হয়েছে এক অস্বাভাবিক শূন্যতা।

অন্যদিকে, নির্বাচন পরবর্তী সময় আন্তর্জাতিক মহল এবং বিএনপির শুভাকাঙ্খীরা বিএনপিতে নেতৃত্ব পরিবর্তনের কথা বলছেন। বিশেষ করে লন্ডনে থেকে দল পরিচালনা করা এবং ভুল নীতি, ভুল কৌশলের মাধ্যমে দলের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত দেওয়ার বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। তারেক জিয়ার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি দন্ডিত একজন ব্যক্তি হয়ে বিএনপির নেতৃত্বে থাকতে পারেন কিনা, সে প্রশ্নটিও সামনে এসেছে। এরকম পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে কথা উঠেছিলো যে, যেহেতু তারেক জিয়া এখন দেশে অবস্থান করেন না, দেশের বাইরে অবস্থান করেন এবং যেহেতু তিনি একটি মামলায় দন্ডিত সেই জন্য আপাততঃ তিনি সংগঠনের কোন নির্বাহী দায়িত্বে যেন না থাকেন। নির্বাহী দায়িত্ব সার্বক্ষণিক দল পরিচালনা করছে এরকম কাউকে দায়িত্ব দিয়ে তিনি যেন অলঙ্কিত কোন পদ যেমন পৃষ্ঠপোষক কিংবা উপদেষ্টা গ্রহণ করেন।

এনিয়ে বিএনপিতে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে। সে আলোচনায় এক পর্যায় তারেক জিয়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। দলের স্বার্থে তিনি সবকিছু করতে প্রস্তুত আছেন এমন বার্তাও তিনি দিয়েছেন বলে জানা গেছে। এজন্য আগামী ডিসেম্বরের মধ্যে দলের একটি কাউন্সিল অধিবেশন করার কথাও প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি বিএনপিতে ভালোভাবেই আলোচিত হচ্ছে।’

এরকম বাস্তবতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলের চেয়ারম্যান জিয়া পরিবারের বাইরে কে হতে পারেন তা নিয়ে চলছে নানা মুখী আলোচনা। সে আলোচনাতেও সবচেয়ে বেশী উচ্চারিত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। কারণ দীর্ঘদিন ধরে তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছে। দল পরিচালনার ক্ষেত্রে মূল চালিকাশক্তি তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।’ পরিচিতি হয়েছে। দলের কর্মীদের কাছে একসময় প্রায় অগ্রহণযোগ্য এখন অনেকটাই গ্রহণযোগ্য এবং সহনীয়।

এরকম বাস্তবতায় বিএনপির অনেকেই মনে করছেন যে, জিয়া পরিবারের বাইরে যদি বিএনপির কোন নেতৃত্ব আসে সেটি অবশ্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি করবেন সেটির ব্যাপারে এখনও এক ধরনের অনিশ্চয়তা এবং ধোঁয়াচ্ছন্নতা রয়েছে। তিনি কি বিএনপির মহাসচিব থেকে সরে যাবেন? তিনি কি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন? নাকি দলের ভেতর কাউন্সিল পর্যন্ত তিন বর্তমান দায়িত্ব অব্যাহত রাখবে? এ বিষয়গুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে আগামী সোমবার অনুষ্ঠেয় দলের স্থায়ী কমিটির বৈঠকে। ঐদিন সন্ধ্যায় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বৈঠকে যুক্ত হবেন। সেখানেই বিএনপির নেতৃত্বের কৌশল চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘কঠোর শেখ হাসিনা: সিদ্ধান্ত না মানলে সব হারাবেন মন্ত্রী-এমপিরা’

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন। শুধু কঠোর অবস্থান গ্রহণ করেই তিনি ক্ষান্ত হননি। যারা

বন্যা ও ভূমিধসে ব্রাজিলের দুই রাজ্যে ২৫ জনের মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দুটি রাজ্যে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। রিও ডি জেনিরোতে ৬২ ডিগ্রি তামপাত্রা রেকর্ড এর পরপরই এক সপ্তাহের

উত্তপ্ত ফরিদপুর, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি গুজব ছড়িয়ে ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার জেরে এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় জড়িত ও অভিযুক্তদের বিচারের দাবিতে সামাজিক

ইসরাইলকে সহায়তাকারী দেশকে ইরানের কঠোর হুঁশিয়ারি’

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলকে যেসব দেশ সহায়তা করবে তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইসরাইলকে ইরান আক্রমণের জন্য

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পূর্ব-ঢাকা রেল লাইনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় শুক্রবার (২ ফেব্রæয়ারি) রাত পৌনে নয়টার দিকে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেল

কোন উপজেলায় কবে ভোট জানাল ইসি’

নিজস্ব প্রতিবেদক: দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বুধবার (১৪ ফেব্রুয়ারি’) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা