
নিজস্ব প্রতিবেদক: জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে এর খালেদ মুহিউদ্দীন জানতে চায় অনলাইন শো এর আসছেন ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি’) বাংলাদেশ সময় রাত নয়টায় এই টকশো অনুষ্ঠিত হবে বলে ডয়চে ভেলে তাদের ভেরিফাইড ফেসবুকে পেজে জানিয়েছে।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। বিশেষ করে একটি মামলায় তার দণ্ড, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চার্জশিট দাখিল এবং সাম্প্রতিক সময় গ্রামীণ কল্যাণ নিয়ে গ্রামীণ ব্যাংকের সঙ্গে তার টানাপোড়েন ইত্যাদি বিষয় এখন আলোচনার কেন্দ্রে।
যদিও বাংলাদেশের কোন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন না। তবে ডয়চে ভেলে এর সাক্ষাৎকারে তিনি কি বলেন তা দেখার অপেক্ষায় আছে বিভিন্ন মহল।’