আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু’

নিজস্ব প্রতিবেদক: ক্রমশ জটিল হচ্ছে ড. ইউনূস ইস্যু। একদিকে আইনগতভাবে তার মামলাগুলো মোকাবিলা করতে চাইছেন ড. ইউনূস। অন্যদিকে এটি নিয়ে তিনি আন্তর্জাতিক একটি ইস্যুতে পরিণত করতে চাইছেন। ইতোমধ্যে সিএনএন, আলজাজিরা সহ একাধিক প্রভাবশালী গণমাধ্যমে ড. ইউনূসের বিষয়টি এসেছে। আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে ইউনূস দেন দরবার শুরু করেছেন এবং সরকারকে চাপে ফেলতে আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছেন। এর ফলে ক্রমশ জটিল হয়ে উঠেছে ড. ইউনূসের ইস্যু’।

ড. ইউনূসকে কেন্দ্র করে চারটি ইস্যু এখন চলমান রয়েছে। প্রথমত, ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা এবং দণ্ড। ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে শ্রমিকদের করে একটা মামলা হয়েছে, যে মামলায় ইউনূস দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় তিনি জামিন নিয়েছেন বটে তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে ইউনূসের পরিণতি সম্পর্কে। এটিকে ড. ইউনূস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে। এখানে তার কোন দোষ নেই বলেও তিনি দাবি করছেন। যদিও এই মামলাটির সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই৷ এই মামলাটি করেছে শ্রমিকরা। তবে ড. ইউনূস মনে করছেন যে, শ্রমিকদেরকে এই মামলা করার পিছনে মদদ দিচ্ছে সরকার। এই মামলাকে ড. ইউনূস আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে চাইছেন।

ড. বিরুদ্ধে দ্বিতীয় ইস্যু হলো অর্থপাচার মামলা। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন অর্থপাচার মামলার তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করেছে এবং আদালত সেই চার্জশিট গ্রহণ করেছে। আজ ড. ইউনূস নিম্ন আদালতে হাজির হয়ে এই মামলা থেকে জামিন নিয়েছেন। এই মামলাটিও একটি স্পর্শকাতর মামলা এবং এখানেও ড. ইউনূস ফেঁসে যেতে পারেন বলে নিরপেক্ষ আইন বিশ্লেষকরা মনে করছেন। ড. ইউনূস অন্যান্য অভিযোগের মতোই এই অভিযোগকেও অস্বীকার করেছেন এবং এটিও তার বিরুদ্ধে সরকারের এক ধরনের চাপ বলে তিনি মন্তব্য করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে সরকারের কিছু করণীয় নেই। এই মামলাটি নিয়েও ড. ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে জলঘোলা করছেন।

ড. ইউনূসের জন্য তৃতীয় ইস্যু হল গ্রামীণ কল্যাণ। গ্রামীণ কল্যাণ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান। এটি নিয়ে দুই পক্ষের মধ্যে এখন চলছে টাগ অব ওয়ার। যদিও গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ নিয়ন্ত্রণ নেওয়ার পর আবার সেটি ইউনূসকে ছেড়ে দিয়েছে। তবে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তারা এ নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন। আইনজ্ঞরা এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে। এটি যদি হয় তাহলে ড. ইউনূসের জন্য এটি হবে সবচেয়ে বড় আঘাত। ইউনূস এখন এই পরিস্থিতি থেকে বাচাঁর জন্য তার আন্তর্জাতিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে ড. ইউনূসের পক্ষে একাধিক বিশিষ্ট বিশ্ব নাগরিকগণ বিবৃতি দিয়েছেন। এখন ড. ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে বিপুল পরিমাণ অর্থ খরচ করছেন সরকারের বিরুদ্ধে। সরকারকে চাপে ফেলার জন্য ড. ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারেন এমন খবরও শোনা যাচ্ছে। এখন ড. ইউনূস বনাম সরকারের বিরোধ ক্রমশ জটিল আকার ধারণ করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সূর্যকে হারিয়ে দেয় হাইড্রোজেন বোমা

ঠিকানা টিভি ডট প্রেস: এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এই হাইড্রোজেন বোমাকে ডাকা হয় তেসার বোম্বা (Tsar Bomba) নামে। যদিও

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত প্রায় সাত মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিক্ষোভ দমনে এক

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে

নিজস্ব প্রতিবেদক: আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। রোববার, সকাল ৯টা ৬ এ শুরু হওয়া

জনগণ চাচ্ছেন পরিবর্তন, চাচ্ছেন নতুন মুখ সিরাজগঞ্জ -৩ আসনে উন্নয়নের ধারা অব্যহত রাখতে চায়ৎব্রিগেডিয়ার নজরুল হাসান মানিক

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন গঠিত। দীর্ঘ ১৫ বছরে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নে পাল্টে গেছে এ এলাকার ভৌগলিক চিত্র

‘বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত’ ৪

নিজস্ব প্রতিবেদক:ৎমাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত

পাকিস্তানে বৃষ্টি ও তুষারপাত, ৩৫ জনের মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে হিমায়িত বৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতে ২২ শিশুসহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ’)