আপনার জানার ও বিনোদনের ঠিকানা

গাজায় স্থল অভিযানের সময় হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ওই সেনা নিহত হয়।

 

এছাড়া গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাদের ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়ারও দাবি করেছে হামাস। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকায় অভিযানের সময় হামাসের নিক্ষেপ করা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

রোববারের এই ঘটনায় আহত হয়েছে ইসরায়েলের আরও তিন সেনাসদস্য। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে, গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, একজন মাঝারিভাবে আহত হয়েছে এবং অন্য দুজন হালকা আহত হয়েছে। সামরিক বাহিনী বলেছে, রোববারের এই অভিযানের উদ্দেশ্য ছিল গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দিদের অবস্থান শনাক্ত করা এবং ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা’।

আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তজুড়ে অভিযান চালাচ্ছে। তারা বলছে, এই এলাকাটি হুমকিমুক্ত করা এবং হামাসের হাতে থাকা বন্দিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই এই অভিযানের লক্ষ্য।

গাজায় খান ইউনিস থেকে আল জাজিরার তারেক আবু আজউম জানিয়েছেন, এসব অভিযান হামাসকে ইসরায়েলের দীর্ঘ সময়ের স্থল আক্রমণের জন্য প্রস্তুত হতে বাধ্য করছে। তিনি বলছেন, ‘গাজা উপত্যকায় ঢোকার এই ধরনের ইসরায়েলি প্রচেষ্টা (ফিলিস্তিনি যোদ্ধারা) মোকাবিলা করছেন। এসব যোদ্ধারা অবরুদ্ধ ভূখণ্ডের অভ্যন্তরে যেকোনও সম্ভাব্য আসন্ন স্থল আক্রমণ মোকাবিলা করার জন্য যথেষ্ট প্রস্তুত হওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেছেন, গাজা ভূখণ্ডের বাস্তবিক পরিস্থিতি ‘সত্যিই নাটকীয়’ এবং অবরুদ্ধ এই উপত্যকার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ‘অননুমেয়’।

অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার মোহাম্মদ জামজুম বলেছেন, গাজায় প্রবেশের সময় হামাসের হামলায় সৈন্যের নিহত হওয়ার এই ঘটনাটি এমন কিছু যা ইসরায়েলি সেনাবাহিনী ‘খুব গুরুত্ব সহকারে’ নিবে।

এদিকে গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের উপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে হামাস বলেছে, ‘ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসাম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।’

টিএম

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পর্ন তারকাকে ঘুষ: জেল হতে পারে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেল হতে পারে

‘সাবেক বামদের প্ররোচনায় বিভ্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের এক ধরনের নেতিবাচক এবং বিভ্রান্তি মূলক মনোভাব তৈরি হয়েছিল। বাংলাদেশের মানবাধিকার, সুশাসন, আইনের শাসন ইত্যাদি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো নেতিবাচক

‘ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত’ ১

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মো. অর্নব (৩০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা

বেলকুচিতে বেসরকারি টেলিভিশন মাইটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত! 

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার”সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ বেলকুচিতে সৃষ্টিতে বিস্ময় মাই টিভি চ্যানেলের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে ভবনে যমুনা

‘আবার বেগম জিয়ার বিদেশে যাওয়ার গুঞ্জন’

নিজস্ব প্রতিবেদক: গতকাল বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে সিসিইউতে রাখা হয়েছিল। আজ সন্ধ্যায় বেগম খালেদা জিয়াকে আবার ফিরোজার বাসভবনে

‘উপজেলাতেও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: কাগজে কলমে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করছেন না। নৌকা প্রতীক ছাড়াই আওয়ামী লীগের এমপিরা যে