আপনার জানার ও বিনোদনের ঠিকানা

কুড়িগ্রামে ১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার, করা হচ্ছে যে ভয়ংকর আশঙ্কা’

নিজস্ব প্রতিবেদক: শিশুদের খেলার পুতুল। লাল সাদা রঙের পোশাক পড়ানো। সেই পুতুলের গায়ে ফোটানো আছে ১০১টি সুই। এমন পুতুল পেয়ে যেমনি আতঙ্কিত একটি পরিবার। তেমনি উৎসুক মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া গ্রামে।

সোমবার (১৫ জানুয়ারি’) সকালে ওই গ্রামের মৃত মাজেদুল ইসলামের বাড়ির ভেতরে পুতুলটি পাওয়া যায়। ঘটনা শোনার পর পুতুলটি একনজর দেখতে আসছেন এলাকার মানুষ।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকাল বেলা হঠাৎ করে ওই বাড়িতে চিৎকার চেচামেচি শোনা গেলে আশপাশের লোকজন দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখা যায়, একটা লাল সাদা পুতুলের গায়ে অনেকগুলো সুই ঢুকানো। অনেকের ধারণা, কেউ যাদু টোনা করতে এ কাজ করেছে। পুতুল দেখে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।

ওই বাড়ির বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাটতে বের হই। হাটা শেষে বাড়ি এসে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছিলাম। এ সময় আমার মেয়ের চোখে পুতুলটি পড়ে। পুতুলটি নিয়ে দেখি তার সারা শরীরে সুই ফোটানো। গুনে দেখি ১০১টি সুই। আমি ভয় পেয়ে যাই। আমার ভাইকে ডাক দেই। প্রতিবেশীরাও আসে।

মর্জিনা জানান, এলাকার কারও সঙ্গে তাদের ঝগড়া বিবাদ নেই। মানুষ কেন এমন করলো তারা বুঝতে পারছেন না। এ ঘটনায় তারা দুঃশ্চিন্তায় পড়েছেন। ভয় পেয়ে আশঙ্কা করছে অনেক কিছুর।

স্থানীয় ফিরোজ আলম মনু বলেন, ওই বাড়িতে কেবা কারা পুতুলটি রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো। পরিবারটি দুঃশ্চিন্তায় আছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আনিছুর রহমান বলেন, আমার কাছের এলাকার ঘটনা। বাড়িতে কে বা কারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুই ঢুকানো। পরিবারটি দুশ্চিন্তায় আছেন। আমরা সাহস দিয়েছি।’

সরদারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহাজাহান আলী বলেন, যাদু টোনা করার উদ্দেশ্য কেউ এটা করেছে কিনা দেখলে বুঝা যাবে। পুতুলটির গায়ে কারো নাম লেখা থাকলে এটা কালা যাদুর মধ্যে পড়ে। হাদিসেও যাদু-টোনা উল্লেখ আছে বলে জানান তিনি।

কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম জানান, প্রতারণা করার জন্য কিছু মানুষ এ ধরণের কাজ করে আসছে। যার বৈজ্ঞানিক ভিত্তি নেই। ভিকটিমকে ধারণা দেয়া হয় এই সুঁই পুতুলের শরীরে ফোটালে শত্রুর শরীরে গিয়ে আঘাত লাগবে। যাকে স্থানীয়ভাবে কালো যাদু কিংবা বান মারা বলা হয়ে থাকে। কিছু মানুষ অর্থ উপার্জনের জন্য এসব করে থাকেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের হামলার আশঙ্কায় ইরানে পারমাণবিক স্থাপনা বন্ধ’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েল প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেও কীভাবে হামলার জবাব দেবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো আরেকটি লাশ

কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত পরিচয় ওই

রাজশাহী বিআরটিএ অফিসে দুদকের অভিযান, নথিপত্র জব্দ

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ২১ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বেশকিছু

যমুনা নদীর সিরাজগঞ্জের  সদর অংশে অভিযান চালিয়ে চায়নাজাল জব্দ এবং পুড়িয়ে ধ্বংস 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে সিরাজগঞ্জের সদর অংশে  যমুনা নদীতে অভিযান চালিয়ে  ১৮৩ টি চায়না জাল ও ১টি বেড়

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, আমরা সেপারেটেড: বুবলী

গোপনে প্রেম থেকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান।  বিয়ের প্রায় চার বছর

স্বামী তালাক দেবেন, তাই কন্যাসন্তান রেখেই পালিয়ে গেলেন সেই মা’

ঠিকানা টিভি ডট প্রেস: দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার আশা পুত্র সন্তানের। তৃতীয়বার যদি কন্যাসন্তানের জন্ম হয় তাহলে তালাক দেবেন স্বামী।