আপনার জানার ও বিনোদনের ঠিকানা

খুলনার যুবককে যশোরে এনে পিটিয়ে হত্যা’

জেমস আব্দুর রহিম রানা: যশোরে ব্যবসার টাকা চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতা মুল্লুক চাঁদ ও তার ভাই সঞ্জয় চৌধুরী। আজ সোমবার (২৫ মার্চ) ভোর রাতে যশোর শহরের লোন অফিস পাড়ায় একটি চালের আড়তের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। আড়ত মালিক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ যশোর নগর বিএনপির সভাপতি ও সঞ্জয় চৌধুরী শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক।

নিহত বাইজিদ হাসান খুলনার সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার নজরুল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী তাকিয়া তুছ সাদিয়া জানান, নিহত যুবক বাইজিদ হাসান যশোর শহরের চৌধুরী গোল্ড জুয়েলার্সের অধিনস্থ চৌধুরী কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি সঞ্জয় চৌধুরী নিহত বায়েজিদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগ তোলেন। এতে তিনি ছুটি নিয়ে খুলনায় চলে যান। এই টাকা আদায়কে কেন্দ্র করে গতকাল বিকেলে যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক সঞ্জয় চৌধুরীসহ ৫/৬ জন লোক বায়েজিদকে খুলনা থেকে যশোরে ডেকে এনে মারপিট করে এবং মুল্লুক চাঁদের চালের আড়তের গোডাউনের ভিতরেই তাকে পিটিয়ে হত্যা করে। পরে রাত ১১টার দিকে তার বাড়িতে ফোন দিয়ে ৫ লাখ টাকা আনতে বলা হয় অন্যথায় তার লাশ পাওয়া যাবে বলে হুমকি দেয়া হয়।

এরপর রাত ৩টার দিকে খবর পাওয়া যায় মুল্লুক চাঁদের চালের আড়তের গোডাউনের ভিতরে অজ্ঞাত একটি লাশ পাওয়া গেছে।

এখবর প্রচারের পরই লাপাত্তা হয়ে যান যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও শহরের কাপুড়িয়া পট্টি রোডের চৌধুরী গোল্ড জুয়েলার্সের মালিক সঞ্জয় চৌধুরী।

খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়োজিতকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। সে পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু হত্যা কে বা কারা করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এছাড়া মুল্লুক চাঁদ যশোরের বাইরে রয়েছে বলে জানিয়েছেন। এ ঘটনার নেপথ্যের কাহিনী খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বায়োজিদ নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আড়তের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ বেলকুচিতে মেয়াদোত্তীর্ণ স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, আটক’ ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: শবে বরাতে সারারাত ইবাদত করে পরদিন নফল রোজা রেখে ইফতারের সময় সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পান করে জিম খাতুন (৩) বছর বয়সী এক

সিরাজগঞ্জে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার” সিরাজগঞ্জঃ এবছর হজপালন করার জন্য হজযাত্রীরা সুষ্ঠু,সুন্দর ও শৃঙ্খলাভাবে দেশটিতে গিয়ে হজ পালন করে আবার নিজ দেশে সঠিক সময়ে ফিরে আসতে

‘বিএনপিতে যৌথ নেতৃত্বের প্রস্তাব’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃত্ব পরিবর্তন নিয়ে দলের অভ্যন্তরে চলছে নানা রকম মেরুকরণ। তৃণমূল থেকে দাবি উঠেছে, শীর্ষ নেতৃত্বের পরিবর্তনের জন্য। আন্তর্জাতিক মহল চাইছে যারা বাংলাদেশে

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বোরো ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫

এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টা’

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন কারিকুলামে মূল্যায়নের খসড়া প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। জুন

‘বিমানের ফ্লাইটে মিললো সাড়ে ৪ কেজি সোনা, নেই দাবিদার’

ঠিকানা টিভি ডট প্রেস: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যাক্ত অবস্থায় চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই