কেন্দ্রীয় নেতাদের মধ্যে নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারেন’

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায় রয়েছে। টানা ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রাজনৈতিক কৌশল গ্রহণ করেছিলেন সরকার গঠনে। তিনি সরকার এবং দলকে আলাদা করার চেষ্টা করেছিলেন। যারা সরকারের মন্ত্রী হচ্ছেন তাদেরকে দলের দায়িত্বে রাখা হচ্ছে না কিছু ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া। অন্যান্যরা যারা দলের দায়িত্ব পালন করছেন, তাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই কৌশল নিয়ে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের মতামত পাওয়া গেছে।

অনেকেই মনে করছেন যে, এটির ফলে সংগঠন শক্তিশালী হচ্ছে, গুরুত্বপূর্ণ নেতারা সংগঠনের জন্য সময় দিতে পারছেন। আবার মন্ত্রিসভার সদস্যদের কোন সাংগঠনিক দায়িত্ব না থাকায় তারা সরকারের সময় দিতে পারছেন। দলের কাছে সরকারের জবাবদিহিতা তৈরি হচ্ছে। কিন্তু ক্রমে দেখা যাচ্ছে, বাংলাদেশের মতো দেশের বাস্তবতা হল যে, একজন রাজনৈতিক নেতা যত বড়ই নেতা হোন না কেন, তার দল যদি ক্ষমতায় থাকে এবং তিনি যদি সেই দলের সরকারে না থাকেন তাহলে জনগণের কাছে এমনকী কর্মীদের কাছেও তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। তিনি নেতাকর্মীদের কাছে অতটা আবেদন রাখতে পারেন না।

ইদানীং নেতাকর্মীরা মন্ত্রী বিহীন নেতাদেরকে খুব একটা পাত্তাও দেন না। এরকম বাস্তবতায় এবার এবার মন্ত্রিসভায় দলের অনেক হেভিওয়েট নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতবারের চেয়ে এবার মন্ত্রিসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সংখ্যাও বেশি। দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি, মোহাম্মদ আলী আশরাফ, র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর মতো হেভিওয়েট নেতারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। ‘

২০০৯ সাল থেকে মন্ত্রিসভার অবয়র দেখলে দেখা দেখা যাবে যে, এবারেই সবচেয়ে বেশিসংখ্যক কেন্দ্রীয় নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। ৩৭ সদস্যের এই মন্ত্রিসভা খুব শীঘ্রই সম্প্রসারিত হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র জানিয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর পরপরই যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই এবং সকলের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে, সেজন্য তাদের শপথ প্রক্রিয়া শুরু হবে এবং চলতি মাসেই সম্প্রসারিত মন্ত্রিসভায় নতুন মুখের আগমন ঘটবে বলে অনেকে ধারণা করছেন।

সম্প্রসারিত মন্ত্রিসভায় কাদের প্রাধান্য থাকবে, মন্ত্রিসভায় কি কেন্দ্রীয় নেতারা থাকবেন-এমন আলোচনা এখন আওয়ামী লীগের মধ্যে বেশ জোরেশোরেই হচ্ছে। আর এই আলোচনায় যাদের নাম সবচেয়ে বেশি করে আসছে তাদের মধ্যে অধিকাংশই জনপ্রিয় নেতা।

আওয়ামী লীগের কর্মীরা বলছেন যে, কর্মীদের জন্য কাজ করতে গেলে বা কর্মীদের আস্থা অর্জন করতে গেলে ক্ষমতা থাকতে হবে। শুধু রাজনৈতিক নেতাদের কোন ক্ষমতা নেই। কোন রাজনৈতিক নেতা মন্ত্রিসভায় থাকলে তিনি কর্মীদের জন্য যেমন কিছু কাজ করতে পারেন, তেমনি কর্মীরাও তার বেশি কথা শোনে। এ কারণেই মন্ত্রিসভায় আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের অন্তর্ভুক্ত দাবিটা আওয়ামী লীগের ভেতর জোরালো হচ্ছে’।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের পছন্দের তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের আরেকজন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়াও কর্মীরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকেও মন্ত্রিসভার সদস্য হিসেবে দেখতে চান। আওয়ামী লীগের কোন কোন মহল থেকে দলের কেন্দ্রীয় নেতা তারানা হালিমের অন্তর্ভুক্ত হওয়া উচিত এমন দাবি উঠেছে।

আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন এমন গুঞ্জন রয়েছে। এছাড়াও আরও কয়েকজন নেতার নাম আলোচনায় আছে যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। তবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন বা কারা কোন দায়িত্ব পাবেন এই বিষয়টি একক ভাবে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অন্তরঙ্গ মুহূর্তে বৈদ্যুতিক শক দিয়ে স্বামীকে খুন

আন্তর্জাতিক ডেস্ক: অন্তরঙ্গ মুহূর্তে স্বামীকে ইলেকট্রিক শক দিয়ে খুন করেছেন স্ত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, নদীয়ার করিমপুরের রামনগর এলাকায় স্বামীর জমানো ২৫ লাখ

উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, সন্ধ্যায় শপথ

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এতে পাঁচ থেকে সাতজন যুক্ত হতে পারেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় তারা শপথ নেবেন বলে সময় সংবাদকে

রায়গঞ্জে গর্ভবতী মায়ের নিয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গর্ভবতী মায়েরদের নিয়ে প্রাতিষ্ঠানিক ভাবে ডেলিভারিতে উদ্বুদ্ধকরণ বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজন বুধবার বিকেলে

কোটায় উর্ত্তীণ ১৯৩ জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজে স্বাস্থ্য বিভাগের তদন্ত দল

সিরাজগঞ্জ প্রতিনিধি: গুলি করে শিক্ষার্থীকে আহত করার ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত দল তদন্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। মঙ্গলবার (৫ মার্চ’)

শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না: সুলিভান

অনলাইন ডেস্ক: গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্যান্য ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে জানিয়েছেন মার্কিন জাতীয়