কাজিপুরে শিক্ষিকার মৃত্যুকে ঘিরে উত্তেজনা-লাশ নিয়ে স্বজনদের মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে এক সহকারি শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের লাশ নিয়ে স্বজনরা সোমবার দুপুরে ওই শিক্ষিকার শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার গাড়াবেড় চকপাড়া গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ে মিছিল করেছে।

নিহতের ভাই খলিলুর রহমান জানান, ২০০১ সালে নিহত শিক্ষিকা রোকেয়া খাতুন গাড়াবেড়-চকপাড়া -গোদাগাড়ি (জিসিজি) উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শাখায় সহকারি শিক্ষক সমাজবিজ্ঞান হিসেবে যোগদান করেন। তখন থেকে তিনি এমপিওভূক্তি আশায়

বিনা বেতনে চাকরি করে আসছিলেন। খলিল আরও জানান, নিয়োগকালিন সময়ে ওই প্রতিষ্ঠানের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু ও প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বিভিন্ন সময়ে প্রায় ১২ লাখ টাকা নিয়েছেন। সম্প্রতি এমপিও করে দেবার নামে আরও তিনলাখ পঁচানব্বই হাজার টাকা নেন। কিন্তু কাগজপত্র সঠিকভাবে না পাঠানোয় ওই শিক্ষিকার এমপিওভূক্তিক আবেদন বাতিল হয়। এরপর আবারো আবেদন করার জন্য গত শনিবার ওই শিক্ষিকার নিকট একলাখ টাকা দাবী করা হয়। সেটি দিতে না পারায় মানসিক বিষাদ থেকে ওইদিনই রাতে জ্ঞান হারিয়ে ফেলেন ওই শিক্ষিকা। পরে তাকে অজ্ঞান অবস্থায় ঢাকা নিলে সোমবার ভোরে তিনি মারা যান।’

নিহত শিক্ষিকা রোকেয়ার স্বামী আব্দুল করিম জানান, আমার স্ত্রী টাকা না দিতে পারার মানসিক চাপ থেকে মারা গেছেন। এজন্যে আমরা লাশ নিয়ে স্কুলে এসেছি। এসময় উত্তেজিত জনতা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির উপযুক্ত শাস্তি দাবী করে বিদ্যালয় মাঠে মিছিল করে। এসময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ঘুষ হিসেবে নেয়া সব টাকা ফেরত চান তারা।

এদিকে খবর পেয়ে কাজিপর থানার তদন্ত ওসি ও পুলিশ ফোর্স নিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ওই বিদ্যালয়ে যান। এসময় বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষক ও সভাপতি বসা ছিলেন। ইউএনও উত্তেজিত জনতাকে শান্ত করতে সঠিক তদন্ত করে বিচারের আশ্বাস দিলে নিহতের লাশ নিয়ে স্বজনেরা বিদ্যালয় মাঠ ত্যাগ করে।

এরপর ইউএনও’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি সম্প্রতি তিন লাখ পঁচানব্বই হাজার টাকা নেবার কথা স্বীকার করেন। পরে ইউএনও’র নির্দেশে ওই টাকা তিনদিনের মধ্যে ফিরে দেবার প্রতিশ্রুতি দেন ওই দুইজন।

ইউএনও বলেন, ঘটনাটি বেদনাদায়ক। অনেকদিন বিনা বেতনে ওই শিক্ষিকা চাকুরি করেছেন। এখন বিধি মোতাবেক এমপিভূক্তি হবার বিষয়ে অর্থ লেনদেন কিংবা কাগজ রিজেক্ট হওয়া আরও দুঃখজনক। সঠিক তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবার জন্যে আমি সুপারিশ করবো।

এদিকে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু জানান, নিয়ম মেনেই ওই শিক্ষিকার বেতন পেতে আবেদন করা হয়েছিলো। ফিরে আসায় আবারো পাঠানোর প্রক্রিয়া চলছিলো। এরইমধ্যে তার মৃত্যু বেদনাদায়ক। তবে এমপিওর জন্যে খরচা হিসেবে কিছু অর্থ তার নিকট থেকে প্রধান শিক্ষক নিয়েছেন সেটা তারই কাজের জন্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, একটি কাগজ পাঠাতে সমস্যা হওয়ায় এবার ওই শিক্ষিকার এমপিও হয়নি। বিভিন্ন সময়ে অর্থ নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এতিম হয়ে ঘুরছেন ১৪ দলের শরিকরা’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পর আওয়ামী লীগ ১৪ দলের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। ১৪ দলের নেতাদেরকে পাত্তা দিচ্ছেন না, ১৪ দলের প্রতি আওয়ামী লীগের বিন্দুমাত্র আগ্রহ

‘আবারও বাংলাদেশে আশ্রয় নিলেন ২৯ বিজিপি সদস্য’

ঠিকানা টিভি ডট প্রেস: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষ ঘিরে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন দেশটির সীমান্তরক্ষী

জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী

দেশেরে যেসব অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের দুই জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো, বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার

নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল

অনলাইন ডেস্ক: নারী সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ

এমপক্স কী? এটা কীভাবে ছড়ায়? এ রোগের লক্ষণগুলো কী?

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত