আপনার জানার ও বিনোদনের ঠিকানা

এতিম হয়ে ঘুরছেন ১৪ দলের শরিকরা’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের পর আওয়ামী লীগ ১৪ দলের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। ১৪ দলের নেতাদেরকে পাত্তা দিচ্ছেন না, ১৪ দলের প্রতি আওয়ামী লীগের বিন্দুমাত্র আগ্রহ নেই বলেই প্রতীয়মান হচ্ছে। বরঞ্চ ১৪ দলের নেতাদেরকে এড়িয়ে চলছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। নির্বাচনের পর ১৪ দলের পরাজিত অনেক নেতাই আওয়ামী লীগ সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। দু তিন বার যোগাযোগের চেষ্টা করার পর হয়তো ফোনে কথা হয়েছে কিন্তু ১৪ দলের কোন আনুষ্ঠানিক বৈঠক এখনও হয়নি।’

আমির হোসেন আমু ১৪ দলের সমন্বয়ক। তিনি নির্বাচনের পর প্রথম দিকে দলের নেতাদেরকে টুকটাক সান্ত্বনা দিতেন। কিন্তু এখন তিনি ১৪ দলের নেতাদেরকে সান্ত্বনা বাণীও আর শোনাচ্ছেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচনের আগে ১৪ দলের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছিলেন। নির্বাচনের পরও ১৪ দলের দু একজন নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কিন্তু এখন ওবায়দুল কাদেরও ব্যস্ত। তিনি ১৪ দলকে সময় দিচ্ছেন না। আওয়ামী লীগ সভাপতি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক তিন গুরুত্বপূর্ণ নেতার কেউই এখন ১৪ দলকে গুরুত্বপূর্ণ মনে করছেন না। ১৪ দলকে নিয়ে বৈঠক করা বা তাদের মান অভিমান নিয়েই সহানুভূতি দেখানো ইত্যাদির ধারেকাছেও নেই আওয়ামী লীগ। ১৪ দলের নেতারা তাই এতিম হয়ে ঘুরছেন।’

১৪ দলের নেতারা প্রত্যাশা করেছিলেন যে, সংরক্ষিত আসনে তাদের একজনকে অন্তত মনোনয়ন দেওয়া হবে। কিন্তু আওয়ামী লীগ যে ৪৮ জনকে মনোনয়ন দিয়েছে তার মধ্যে শরিকদের কেউ নেই। ১৪ দলের নেতারা আশা করছিলেন মন্ত্রিসভায় অন্তত তাদের একজনকে ঠাঁই দেওয়া হবে। কিন্তু আওয়ামী লীগ তার মন্ত্রিসভায় ১৪ দলের কোন সদস্যকে রাখেনি। নির্বাচনে ১৪ দলের যে সমস্ত হেভিওয়েট নেতারা পরাজিত হয়েছিলেন তারাও প্রত্যাশা করেছিলেন এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ হয়তো কিছু করবে। অন্তত যারা ১৪ দলের প্রার্থীদের বিপক্ষে আমরা কাজ করেছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে কিন্তু আওয়ামী লীগ সে পথেও হাঁটছে না। বরং ১৪ দলের পরাজিত নেতা হাসানুল হক ইনু, ফজলে হোসেন বাদশা, আনোয়ার হোসেন মঞ্জু এখন নির্বাচনে কারচুপি হয়েছে এ কথা বলারও সাহস পাচ্ছে না। ১৪ দলের যারা নির্বাচন করেনি; যেমন-সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, এদের অবস্থা আরও খারাপ। এখন ১৪ দলের এই নেতারা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা তো দূরের কথা, সাধারণ ছোটখাটো নেতাদের সঙ্গেও কথা বলতে পারছেন না।

আওয়ামী লীগের যারা ১৪ দলের শরিকদেরকে এড়িয়ে চলছেন তাদের দুটি কারণ রয়েছে। একটি হল চক্ষুলজ্জা। আওয়ামী লীগের একজন সদস্য বলেছেন যে, ১৪ দলের নেতারা ফোন করেন কিন্তু ফোন ধরি না। তাদেরকে কি বলবো? কারণ ১৪ দলের ব্যাপারে এখনও পর্যন্ত দলের নীতি নির্ধারকদের থেকে কোন সবুজ সঙ্কেত পাননি। তাদের হতাশার কথা শুনে হতাশ হওয়া ছাড়া আর কিছু করার নেই। কারণ ১৪ দলের ব্যাপারে এখন পর্যন্ত আওয়ামী লীগের নীতি নির্ধারণী অবস্থান থেকে কোন সুনিদিষ্ট বার্তা আসেনি। আবার অনেকে বলছেন যে, আমরা যে অঙ্গীকারগুলো করেছিলাম সে অঙ্গীকারগুলো পূরণ হয়নি। কাজেই এক রকম লজ্জিত হয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করি না, তাদেরকে এড়িয়ে যাই।’

আওয়ামী লীগের একজন নেতা স্বীকার করেছেন যে, ১৪ দলের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে এখানে একটি চক্ষুলজ্জার বিষয় সামনে এসে দাঁড়িয়েছে। সে কারণে আওয়ামী লীগের যারা নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন তারা এখন ১৪ দলকে এড়িয়ে চলছেন। আর ১৪ দলের নেতারা এতিমের মতো দ্বারে দ্বারে ঘুরছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তীর্থ করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেলেন ২২ পুণ্যার্থী

আন্তর্জাতিক ডেস্ক: তীর্থ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ২২ পুণ্যার্থী প্রাণ হারিয়েছে। একটি ট্রাক্টারে করে তারা রওনা দিয়েছিল। কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে ওই ট্রাক্টরটি পুকুরে

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক অতিবৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় দক্ষিণ কোরিয়ায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ জুলাই) টানেলের নিচে আটকে পড়ে তাদের মৃত্যু হয়।

রেড, ইয়োলো, গ্রিন: ৫৪ ব্যাংকের মধ্যে যে ব্যাংক যে জোনে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ মোট ৯টি ব্যাংক রেড জোনে আছে। এতে ব্যাংকগুলোর ভঙ্গুর আর্থিক দশা সামনে এসেছে। আর ইয়েলো জোনে রয়েছে ২৯টি। অর্থাৎ সেগুলোর

বাঁশখালীতে মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সচেতনতামুলক সভা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলা প্রশাসক বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়ন মডেল মাঠে উপস্থিত থেকে বালিকা প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন, জঙ্গল জলদি আশ্রয়ন

ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা

কাবা শরীফের ইমাম উদ্বোধন করবেন টাঙ্গাইলের মসজিদ

 টাঙ্গাইলের গোপালপুরে যমুনার শাখা ঝিনাই নদীর তীরে ২০১ গম্বুজের মসজিদ নির্মিত হয়েছে। শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ কাজ ২০১৩