উল্লাপাড়ায় ভণ্ড কবিরাজের ফাঁদে নিঃস্ব হাজার হাজার মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাটিতে ঘর আঁকিয়ে ঘরের ভিতরে জায়নামাজ বিছিয়ে কাচের গ্লাসে আতর পানি রেখে এবং সেই পানির উপরে মৃত ব্যক্তির হার-মাথা রেখে ধুপ শালা ও মোমবাতি জ্বালিয়ে আসন দিয়ে জিন হাজির করে এবং সেই জিনের মাধ্যমে মরণব্যাধি ক্যান্সার, দাম্পত্য কলহ, ছেলে-মেয়েদের গোপন রোগ, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, চাকরি না পাওয়া, জমিজমার ঝামেলা, পছন্দের নারীকে বশ করার, বাণ মারা ও প্যারালাইসিসসহ নানা ধরনের রোগ ভালো করে দেওয়ার কথা বলে রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ভন্ড কবিরাজ ফয়সাল। তার কাছে থাকা জ্বিন তাকে সহযোগিতা করে বলে তিনি রোগীদেরকে বোঝান। এসব ক্ষেত্রে তিনি প্রতারণার অংশ হিসাবে প্রতি রবি ও মঙ্গলবার সকাল ১০’টা থেকে বিকেল ৪’টা পর্যন্ত নিজ বাড়িতে আসন বসান। এসময় বিভিন্ন সমস্যা নিয়ে যারা আসেন তাদের বলেন, বাড়িতে তাবিজ কারো বাড়িতে শামুক পুঁতে রাখা আছে এবং এ কারণেই বিভিন্ন সমস্যায় ভূগছেন বলে জানান তিনি। একই সঙ্গে জ্বিনের সাহায্যে

এসব তাবিজ বা গাছ তুলে এনে সমস্যার সমাধান করে দেয়ার আশ্বাস দেন। এজন্য ভন্ড কবিরাজ প্রথমে ৩’শ টাকা ফি নেন। এরপর বাড়ি বন্ধ করার জন্য ইচ্ছে মতো টাকা নেওয়া সহ তাবিজ দেয়ার জন্য হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।’

ভন্ড কবিরাজ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চক চবিলা গ্রামর মত, শাজাহান আলীর ছেলে ফয়সাল আহমেদ (২০) তিনি কুষ্টিয়া পলিটেকনিকের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র। এই ভন্ড কবিরাজে ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন গ্রামের সহজ সরল হাজারো মানুষ, এমন অভিযোগ এলাকাবাসীর। এ ঘটনায় প্রতারণার স্বীকার লোকজনসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিকিৎসা নিতে আসা ইভা খাতুন বলেন, আমার শাশুড়ি আমাকে দেখতে পারেনা তাই এসেছি, জাফরান কালিপারা দিয়েছে মিষ্টির সাথে মিশিয়ে শাশুড়িকে খাওয়াতে হবে।

চিকিৎসা নিয়ে প্রতারণার শিকার নাজমা খাতুন বলে, ৫ হাজার টাকার বিনিময়ে আমাকে একটি তাবিজ দেন, কিন্তু কিছুই হয়নি। নাম প্রকাশ না করা স্বার্থে একজন বলে আমার বাড়িতে প্রতিপক্ষের পুঁতে রাখা তাবিজ তুলে দেয়া এবং আমার

শরীর বন্ধ করার ও তাবিজ বাবদ বেশ কিছু টাকা নেন।

কিন্তু কোন রকম কাজ না হওয়ায় আমি তাবিজ খুলে দেখি তার ভিতরে কিছুই নেই, শুধু মোম দিয়ে আটকানো। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত জানান, এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেরানীগঞ্জে ১২ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার 

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় হোসনে আরা নামে ১২ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ৮টার দিকে ঘাটারচর

অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক: ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’। সোমবার

জানমাল রক্ষায় অপরাধীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি: জেলাব্যাপী পুলিশি অভিযান জোরদার

জেমস আব্দুর রহিম রানা: সম্প্রতি যশোরাঞ্চলে অব্যাহত হত্যাকান্ড, অস্ত্রের মহড়া দিয়ে হত্যাচেষ্টা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী তৎপরতার ঘটনায় জেলাব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। অতিরিক্ত

কাতার সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভোর ৫টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি হামাদ আন্তর্জাতিক

নামাজের সময়সূচি: ২২ জুন ২০২৩

আজ বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ইংরেজি, ০৮ আষাঢ় ১৪৩০ বাংলা, ০৩ জিলহজ ১৪৪৪ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের

তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

লুৎফর রহমান তাড়াশ: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা