আপনার জানার ও বিনোদনের ঠিকানা

ধারের টাকা তুলতে হালখাতার আয়োজন শিক্ষকের’

ঠিকানা টিভি.প্রেস: বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে হালখাতা। ব্যবসার বাকি টাকা তুলতে হালখাতা আয়োজনের প্রথা বহু পুরোনো। তবে এবার ধার দিয়ে সময়মতো টাকা তুলতে না পেরে ব্যতিক্রমী হালখাতার আয়োজন করেছেন শিক্ষক মো. আব্দুল আউয়াল। পরিচিতজন ও বন্ধুদের বিনা শর্তে ধার দেয়া টাকা তুলতে নিজেই পৌঁছে দিয়েছেন হালখাতার কার্ড।।

শুক্রবার (১২ জানুয়ারি’) বিকেলে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারির ঝাড়ে একটি দোকানে এ হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেন ঐ শিক্ষক।

জানা যায়, শিক্ষক আব্দুল আউয়াল হালখাতা উপলক্ষে রঙিন কাগজ দিয়ে সাজান দোকানটি। সেই সঙ্গে ক্যাশ বাক্সের সামনে সাঁটান শুভ হালখাতার ব্যানার। আর পাশেই সাজিয়ে রাখেন চেয়ার-টেবিল। যেখানে ধারের টাকা পরিশোধে আসা ব্যক্তিদের জন্য ছিল বিরিয়ানির প্যাকেট। কেউ খেয়ে গেছেন, আবার কেউ নিয়ে গেছেন। তবে টাকা পরিশোধের পর হালখাতার বই থেকে কাটা হয় পরিশোধকারীদের নাম। ব্যতিক্রমী এ হালখাতার অনুষ্ঠান দেখতে ভিড় করে উৎসুক জনতা।

হালখাতায় টাকা পরিশোধকারী মো. সোলাইমান ইসলাম বলেন, কিছুদিন আগে শিক্ষক আউয়ালের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নিয়েছিলাম। সময়মতো পরিশোধ করতে না পারায় সে আমার বাড়িতে হালখাতার চিঠি দেয়। প্রথমে আমি অবাক হয়েছিলাম। হালখাতার তারিখ অনুযায়ী আজ এখানে হালখাতা করলাম। বিরিয়ানি খেয়ে ধারের টাকা পরিশোধ করেছি।’

একই প্রতিষ্ঠানের শিক্ষক আনোয়ারুল হক জানান, আউয়াল মাস্টারের মন অনেক বড়। তিনি বন্ধু বান্ধবদের টাকা ধার দিয়ে আনন্দ পান। সেই টাকা তোলার জন্য আজ হালখাতার আয়োজন করেছেন। বিষয়টি নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেয়া দরকার। কারণ, ধার নিয়ে মানুষ এখন দিতে চায় না। সেটা তোলার জন্য এই ব্যতিক্রমী আয়োজন করায় আব্দুল আউয়ালকে ধন্যবাদ জানাই।

সার্বিক বিষয়ে শিক্ষক মো. আব্দুল আউয়াল জানান, দীর্ঘদিন ধরে ধারের টাকা না পেয়ে গত সপ্তাহে ৩৯ জন বন্ধু-বান্ধবদের কাছে হালখাতার চিঠি পৌঁছে দেন তিনি। অনেকেই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করেছেন। গতকাল (শুক্রবার’) ১৯ জন হালখাতায় শামিল হয়ে টাকা পরিশোধ করেছেন। অনেকে আবার ঢাকায় থাকায় আসতে পারেননি।

তিনি জানান, একদিনের হালখাতার অনুষ্ঠানে সাড়ে তিন লাখের মধ্যে ১ লাখ টাকা তুলতে পেরেছি। আশা করছি, বাকি টাকাও দ্রুত পাবো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তালাবদ্ধ বাবরি মসজিদ থেকে রামমন্দির যে রহস্য, রাজনীতি আর বিতর্কে মোড়া

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতে উত্তরপ্রদেশের অযোধ্যায় আগামী সোমবার (২২ জানুয়ারি) নবনির্মিত সুবিশাল রামমন্দিরে মহাসমারোহে যে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে যাচ্ছে, স্বাধীন ভারতের ইতিহাসে সেরকম জাঁকজমকপূর্ণ

রাজশাহীতে তীব্র রোদ-গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ২৩ এপ্রিল ২০২৪ তীব্র রোদ-গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। যার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে।

ফের বিতর্কিত সুপ্রিম কোর্ট বার নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক: টানা তৃতীয়বারের মতো বিতর্কিত ও কলঙ্কজনক ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট নিয়ে। ২০২৩ সালে সরকার সমর্থকদের একতরফা ভোট এবং ২০২২ সালে

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে নবজাতক ও শিশুরা

জেমস আব্দুর রহিম রানা: ভারতের সীমান্ত ঘেষা জেলা যশোরে গত এক সপ্তাহ ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নবজাতক ও শিশুরা ঠান্ডাজনিত নানা ধরনের রোগে আক্রান্ত

‘লিটারে ১০ টাকা কমলো সয়াবিন তেলের দাম’

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের বাজারে নতুন করে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে নতুন দাম

‘রাশিয়ার তেল ভারত ঘুরে যাচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রে’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নাখোদকা বন্দরের কাছে জ্বালানি তেলবাহী ট্যাংকার এগিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল কেনা রেকর্ড পরিমাণ