
নিজস্ব প্রতিবেদক: ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাকে দেশে সর্বোচ্চ সন্ত্রাসী, অপরাধী এবং সেরা চোর মনে করেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত নয়টায় ডয়চে ভেলে এর খালেদ মুহিউদ্দীন জানতে চায় অনলাইন শো-তে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা’) বলেন যে, আমি সুদ খোর, আমি ঘুষ খোর। এমন সব শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে, আমাকে সম্পর্কে তার ধারণা খুবই খারাপ।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ব্যাপারটি আমার পক্ষ থেকে হয়নি। এই সম্পর্ক স্বাভাবিক ভাবে থেকে যাওয়ার কথা ছিল। কিন্তু কি কারণ এই সম্পর্ক নষ্ট হল বুঝতে পারলাম না। দীর্ঘ ধরে তার আচরণ এবং শব্দ পরিবর্তন হতে লাগল এবং এমন পরিবর্তন যে উনি আমাকে চোর-বদমাশ ছাড়া আর কিছু মনে করেন না বলে আমার মনে হয় না।’