আপনার জানার ও বিনোদনের ঠিকানা

যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলা:আহত ৫

যুক্তরাষ্ট্রের একটি মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। হামলাকারী নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের জর্জ টাউনের কাছে ক্যাম্পগ্রাউন্ডসে ইলেক্ট্রনিক ডান্স মিউজিক ফেস্টিভালে হামলা চালানো হয়। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শনিবার রাত ৮টা ২৫ মিনিটে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশকে খবর দেওয়া হয়।
শেরিফ অফিসের কার্যালয়ের মুখপাত্র কেইলি ফোরম্যান জানিয়েছেন, হামলার পরপরই সেখান থেকে পালিয়ে যান বন্দুকধারী। তবে কিছু সময় পরেই তার খোঁজ পান পুলিশ সদস্যরা। তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

জর্জ টাউনে দুদিনের মিউজিক ফেস্টিভালের আয়োজন করা হয়। তবে গোলাগুলির ঘটনার পরেও মিউজিক ফেস্টিভাল চলছিল। এক বিবৃতিতে ক্যাম্পগ্রাউন্ডসের কিছু অংশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার সকালে ওই মিউজিক ফেস্টিভাল বাতিল ঘোষণা করা হয়। এক বিবৃতিতে জানানো হয়, গত রাতে (শনিবার রাতে) হামলার ঘটনার কারণে দুই দিনের মিউজিক ফেস্টিভাল বাতিল করা হয়েছে।

এক সপ্তাহ আগেই অপর একটি হামলার ঘটনায় দেশটিতে কমপক্ষে তিনজন নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরও তিনজন। গত রোববার মেরিল্যান্ডের অ্যানাপোলিসে একটি বাসভবনে বন্দুক হামলা চালানো হয়।

অ্যানাপোলিস এলাকা ক্যাপিটল হিল থেকে ৩০ মাইল দূরে অবস্থিত। অ্যানাপোলিসের পুলিশ প্রধান এড জ্যাকসন জানিয়েছেন, এই ঘটনার পর সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এই ঘটনার একদিন আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়। মিশন ডিস্ট্রিক্টের আশেপাশে স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়। সে সময় পুলিশ জানায়, সম্ভবত এই হামলা পরিকল্পিত এবং বিচ্ছিন্ন একটি ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকের মৃত্যু

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামের এক মহিলা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১ টার সময় বেলকুচি

হাজারো তরুনের অনুপ্রেরণার মোল্লা নাজিম উদ্দিন।

 মোল্লা নাজিম বাংলাদেশের সু পরিচিত আলেমদের মাঝে জনপ্রিয় একটি নাম। কুমিল্লার এই বক্তা এলাকার গণ্ডী পেরিয়ে এখন গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বেই যেখানে বাংলা

সব হাসপাতালে ডেঙ্গু কর্নার, মেডিকেল কলেজে ডেডিকেটেড ওয়ার্ড চালু

সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেগুলোতে পৃথক ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ডেঙ্গু ডেডিকেটেড

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস শুরু, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি ১৬ জুলাই (রবিবার) ঈদ এবং গ্রীষ্মাবকাশ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল

সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও ভোটের পরিবেশ সুন্দর রাখতে র‌্যাব-১২ বিশেষ ভূমিকায়

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ আজ

সচিবের নেতৃত্বে বৈঠক চামড়া সংগ্রহ, সংরক্ষণের ৯ দফা নির্দেশনা আগামী বৃহস্পতিবার (২৯ জুন) অনুষ্ঠিত হবে মুসলিম উম্মাহ দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে