আপনার জানার ও বিনোদনের ঠিকানা

জঙ্গি সংশ্লিষ্টতায় স্ত্রীসহ চিকিৎসকের চাঞ্চল্যের সৃষ্টি, বিব্রত পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি:;মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ইমাম মাহামুদের কাফেলা’ এর ১০ সদস্য আটকের ঘটনায় সিরাজগঞ্জের বাসিন্দা চিকিৎসক সোহেল তানজিম রানার আটক স্ত্রী ও তার সংশ্লিষ্টতায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১২ আগস্ট) তাদের আটক করা হয়।

এ ঘটনায় তার পরিবার ও কর্মক্ষেত্র চৌহালী উপজেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত। তার বাবা সিরাজগঞ্জ সদরের পোড়াবাড়ি গ্রামের সাবেক মেম্বর হেলাল উদ্দিন একমাত্র ছেলের অপরাধের শাস্তি চেয়েছেন, তাদের অমতে নাটোরে বিয়ে করা ধর্মীয় গোড়ামীপনা শ্বশুর বাড়ির ইন্ধনেই এই পথে ধাবিত হতে পারে বলে আশঙ্কা করেছে। এদিকে তাকে এলাকার মানুষ নিরীহ ও শান্ত স্বভাবের বলে দাবি করেছে।

ডা. সোহেল তানজিম রানা তার ৩ ভাই বোনের মধ্যে সবার বড়। ছোট বেলা থেকেই মেধাবী ও শান্ত স্বভাবের হওয়ায় সবার আদরে বড় হয়েছেন তিনি। গ্রামের স্কুল ও হাইস্কুলে লেখাপড়া শেষ করে জেলার অন্যতম মেধাবী বিদ্যাপিঠ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে পাশ করে ২০১৫ সালে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে এমবিবিএস পাশ করে গত ২০২২ সালের ৪ নভেম্বর সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চাকরিতে যোগদান করেন।

এরপর গত ১২ মে তিনি পরিবারের অমতে নাটোর সদরের চাঁদপুর বাজারে ধর্মান্ধ সাইদুল ইসলাম প্রামাণিক (দুলাল) এর মেয়ে মাইশা ইসলাম হাফসাকে বিয়ে করেন। পরে কর্মস্থল সিরাজগঞ্জের এনায়েতপুরে বাসা ভাড়া করে থাকতেন।

হঠাৎ গত ২৫ জুলাই তারা নিখোঁজ হলে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পিতা হেলাল উদ্দিন থানায় ৩১ জুলাই জিডি করেন। এরপর শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়ার টাট্রিউলি গ্রামের পাহাড়ে জঙ্গি সংগঠন ‘ইমাম মাহামুদের কাফেলা’ এর প্রশিক্ষণের আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে বিষ্ফোরক দ্রব্যসহ ১০ জনকে আটক করে পুলিশ। বাকি সহযোগীরা পালিয়ে যায়। এর মধ্যে চিকিৎসক ডা. তানজিম সোহেল রানার স্ত্রী মাইশা ইসলাম হাফসাও ছিল। তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তাদের পোড়াবাড়ির বাড়িতে চলছে শুনসান নীরবতা। পিতা হেলাল উদ্দিন ছেলের জঙ্গি সংশ্লিষ্টতা গুরুত্বর দেশবিরোধী অপরাধ হিসেবেই দেখছেন। তবে এ কাজে জড়ানোর জন্য ধর্মান্ধ শ্বশুর বাড়ির ইন্ধনকে দায়ী করছেন তিনি’।

হেলাল উদ্দিন জানান, গত ২৫ মার্চ ছেলে ডা. সোহেল তানজিম রানার সঙ্গে নাটোরের চাঁদপুর বাজার গ্রামের মাইশা ইসলাম আফসার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে উঠার সুবাদে শ্বশুর সাইদুল ইসলাম প্রামাণিক (দুলাল) আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আপ্যায়নের পর তিনি বলেন, আপনারা আমার বাড়িতে যাবেন। তবে কথা আছে। আমার মেয়েকে দেখাবো না। সে পর্দা করে। শুধু কি তাই বাড়িতেও নেওয়া যাবে না। আপ্যায়ন করা হবে বাড়ির বাইরে। কেউ আয়েশ করতে চাইলে মসজিদের ভিতরে বিছানা দেওয়া হবে।,

এমন কথা শুনে হতবাক হয়ে হেলাল উদ্দিন বলেন, আপনারা কি মুসলিম না বিধর্মী? এমন বিয়ে আয়োজনের কথা কখনো শুনিনি। এমন বিয়েতে আমার মত নেই। কোনোভাবেই যেন আমার ছেলের সঙ্গে আপনার মেয়েকে যেন বিয়ে না দেওয়া হয়। তারপরও কৌশলে আমাদের অমতে ডেকে নিয়ে বিয়ে দেয় দুলাল। এরপর থেকে আমার ছেলে ও তারা কোনো যোগাযোগ করেনি।

এতে মনে হয়েছে ধর্মান্ধ শ্বশুর ও তার মেয়ের প্ররোচণায় আমার ছেলেকে জঙ্গি সংশ্লিষ্টতা আনা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। স্থানীয়রাও এ বিষয়ে একমত পোষণ করলেন। এছাড়া হেলাল উদ্দিন, তার ছেলের এমন দেশবিরোধী কাণ্ডের শাস্তি দাবি করে বলেন, এমন পরিস্থিতি কোনো পরিবার যাতে না পড়ে সে জন্য সবার দৃষ্টি রাখার আহবানও জানান ডা. সোহেলের বাবা।,

এ ব্যাপারে মাইশা ইসলাম হাফসার বড় ভাই ওমর ফারুক জানান, আমরা ইসলামের অনুসারী বাড়ির সবাই পর্দা করে। তাই বিয়ে আয়োজন ঐভাবে প্রস্তাব দিয়েছিলাম। তবে আমরা কোনোভাবেই জঙ্গি সংশ্লিষ্টায় জড়িত না। আমরাও বুঝে উঠতে পারছি না, কীভাবে তারা ঐ সংগঠনের সঙ্গে যুক্ত হলো।

বিষয়টি নিয়ে ডা. সোহেল তানজিম রানার কর্মস্থল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ হতবাক ও মর্মাহত। একজন চিকিৎসক কীভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে? বললেন হাসপাতালের জনপ্রশাসন বিভাগের ডিপুটি ম্যানেজার কৌশিক আহমেদ। তিনি জানান, গত ৯ মাস আগে আমাদের হাসপাতালের আইসিইউতে যোগদান করে তার কর্মজীবন পরিচালিত হচ্ছিল। হঠাৎ করে তিনি কাজে যোগদান না করলে তার বাবাকে অবহিত করি। পরে তার স্ত্রীরও হদিস না মেলায় বাবা হেলাল উদ্দিনকে ডেকে নিয়ে আমাদের মাধ্যমে থানায় জিডি করা হয়। পরে জানতে পারি তার স্ত্রী জঙ্গি সংশ্লিষ্টতায় আটক হয়েছেন। তিনিও পলাতক রয়েছেন। বিষয়টি শুনে আমরা চরমভাবে বিব্রত ও মর্মামত হয়েছি’।

এদিকে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, জিডি হবার পর থেকে আমরা চিকিৎসক পরিবারের সন্ধান পেতে নানা তৎপরতা চালাচ্ছি। এরমধ্যে একজন শুনেছি মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা হতে আটক হয়েছে। বাকি ডা. সোহেলকে উদ্ধারেও পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝিকরগাছায় মহাসড়কের দু’পাশ দখল মুক্ত করতে হাইওয়ে পুলিশের আলটিমেটাম

জেমস আব্দুর রহিম রানা: যশোরের ঝিকরগাছা বাজারের উপর দিয়ে বহমান যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশে অবৈধ্য ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের কবল থেকে দখল মুক্ত

ধন্য প্রেম! স্ত্রীর হয়ে পরীক্ষায় বসল স্বামী, অতঃপর’….

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পাঞ্জাবে ছদ্মবেশে প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার প্রেমিক। খবরের শিরোনাম হয় ঘটনাটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই কাণ্ড

গ্যাস মিটার ভাড়া ২০০ টাকা, গ্রাহককে দিতে হবে টানা ১০ বছর’

নিজস্ব প্রতিবেদক: সব গ্যাস বিতরণ কোম্পানির প্রি পেইড মিটার ভাড়া সমান করে দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই সব কোম্পানির গ্রাহককে মিটার ভাড়া বাবদ ২০০ টাকা

কেএনএফ নিয়ে যত আলোচনা

নিজস্ব প্রতিবেদক: আবারও আলোচনায় ওঠে এসেছে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) পার্বত্য চট্টগ্রামে আবার তাণ্ডব চালিয়ে আলোচনায় আসে সশস্ত্র গোষ্ঠীটি। নিজেদের অবস্থান জানান দিতে

‘স্থায়ী জামিন পেলেন ড. ইউনূস’

নিজস্ব প্রতিবেদক: মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন পেয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এর আগে সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে

ভ্যাম্পায়ারের মতো জনগণের রক্ত শুষে নিচ্ছে সরকার: রিজভী

ভ্যাম্পায়ারের মতো বর্তমান সরকার জনগণের রক্ত শুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে