জোরারগঞ্জ থানা পাশে আশরাফুল উলুম তাহফিজুল কুরআন হাফেজি মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুল্লার কাণ্ড দেখুন!
গত সোমবার ২৮ তারিখ সন্ধার সময় বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জনাব নুরুল আলমের ছেলে আব্দুর রহমানকে দুই পা বেঁধে রেখে নির্যাতন করে।
ছেলেটিকে নির্যাতন করার পরে যখন সে অসুস্থ হয়ে পড়ে তার পরেও পরিবার কে কোন খবরাখবর পাঠায়নি। গতকাল নুরুল আলম তার ছেলেকে ঈদের ছুটিতে বাড়িতে আনতে গেলে ছেলের পায়ের এই অবস্থা দেখে শিক্ষক কে জিগ্যেস করলে সে বলে ছেলেরা দুষ্টোমিতে এমন অবস্থা হয়।
নুরুল আলম বাড়িতে ছেলে নিয়ে আসলে ছেলে বলে রাতে ফয়জুল্লাহ হুজুর আমার পায়ে রশি দিয়ে বেঁধে অন্য একজন ছাত্রকে বলে তাকে টেনে হিসড়ে বাহিরে নিয়ে যেতে।
হুজুর রশি টেনে মাটিতে ফেলে টানাটানি করলে পায়ের রক্ত দেখে হুজুর অন্য ছেলেদের কে বলে বাহিরে ফেলে দিতে। অন্য ছেলেরা তাকে রশি টেনে বাহিরে ফেলে দেয়।
ছেলের অভিযোগ শোনার পর হুজুর কে ফোন দিয়ে জানতে চাইলে সে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে শিকার করে।