গাজায় স্থল অভিযানের সময় হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে স্থল অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ওই সেনা নিহত হয়।

 

এছাড়া গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাদের ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়ারও দাবি করেছে হামাস। সোমবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর গাজা উপত্যকায় অভিযানের সময় হামাসের নিক্ষেপ করা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের একজন সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

রোববারের এই ঘটনায় আহত হয়েছে ইসরায়েলের আরও তিন সেনাসদস্য। অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস তার টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে, গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, একজন মাঝারিভাবে আহত হয়েছে এবং অন্য দুজন হালকা আহত হয়েছে। সামরিক বাহিনী বলেছে, রোববারের এই অভিযানের উদ্দেশ্য ছিল গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দিদের অবস্থান শনাক্ত করা এবং ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা’।

আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী গাজা সীমান্তজুড়ে অভিযান চালাচ্ছে। তারা বলছে, এই এলাকাটি হুমকিমুক্ত করা এবং হামাসের হাতে থাকা বন্দিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই এই অভিযানের লক্ষ্য।

গাজায় খান ইউনিস থেকে আল জাজিরার তারেক আবু আজউম জানিয়েছেন, এসব অভিযান হামাসকে ইসরায়েলের দীর্ঘ সময়ের স্থল আক্রমণের জন্য প্রস্তুত হতে বাধ্য করছে। তিনি বলছেন, ‘গাজা উপত্যকায় ঢোকার এই ধরনের ইসরায়েলি প্রচেষ্টা (ফিলিস্তিনি যোদ্ধারা) মোকাবিলা করছেন। এসব যোদ্ধারা অবরুদ্ধ ভূখণ্ডের অভ্যন্তরে যেকোনও সম্ভাব্য আসন্ন স্থল আক্রমণ মোকাবিলা করার জন্য যথেষ্ট প্রস্তুত হওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেছেন, গাজা ভূখণ্ডের বাস্তবিক পরিস্থিতি ‘সত্যিই নাটকীয়’ এবং অবরুদ্ধ এই উপত্যকার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি ‘অননুমেয়’।

অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার মোহাম্মদ জামজুম বলেছেন, গাজায় প্রবেশের সময় হামাসের হামলায় সৈন্যের নিহত হওয়ার এই ঘটনাটি এমন কিছু যা ইসরায়েলি সেনাবাহিনী ‘খুব গুরুত্ব সহকারে’ নিবে।

এদিকে গাজা উপত্যকার ভেতর প্রবেশ করা ইসরায়েলি সৈন্যদের উপর আকস্মিক হামলা চালানোর দাবি করেছে হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা ইসরায়েলিদের দুটি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পালিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে হামাস বলেছে, ‘ইহুদিবাদী বাহিনীর সেনারা গাজার খান ইউনিসে আল-কাসাম ব্রিগেডসের অতর্কিত হামলার মুখে পড়ে। এরপর সেখান থেকে সামরিক যান রেখে পায়ে হেঁটে সীমান্ত বেড়ার পূর্ব দিকে পালিয়ে যায় তারা।’

টিএম

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘নতুন ঘর দিয়ে আমার দিলের কষ্ট ফুরিয়ে দিলো শাহ আলম সরকার’

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামে আজিদা বেগম পেলেন নতুন ঘর। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) তার কাছে ঘরটি হস্তান্তর করা হয়। আজিদা

কোন উপজেলায় কবে ভোট জানাল ইসি’

নিজস্ব প্রতিবেদক: দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বুধবার (১৪ ফেব্রুয়ারি’) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা

‘ঢাবির হলে অস্ত্র ও মাদক মজুত বেড়েছে, ৫ বছরে বহিষ্কার’ ৫২

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অস্ত্র ও মাদক রাখার প্রবণতা বেড়েছে। এছাড়া ছিনতাই ও যৌন হয়রানির ঘটনাও বেড়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত

বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত

অনলাইন ডেস্ক: সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায়

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত’

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে ওই ঘটনা ঘটে।

কাজিপুরে টিনের চালা কেটে চুরির রহস্য উদঘাটন- মালামাল সহ গ্রেপ্তার চার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ টিনের চাল কেটে দোকানে চুরির রহস্য উদঘাটন করেছে। এই ঘটনায় চার চোরসহ চুরি যাওয়া ৩১ পিস মোবাইল ফোন