৮ জেলায় বন্যার পূর্বাভাস

ঠিকানা টিভি ডট প্রেস: ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিনে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীসহ দেশের ৮ জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর’) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়ার পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও গোমতী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। অন্যদিকে হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া সংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার কারণে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল স্থিতিশীল রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য বলছে, দক্ষিণপূর্ব বাংলাদেশ সংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২ দিন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। তবে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ দিন পর্যন্ত এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন পানি সমতল হ্রাস পেতে পারে ও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। পাশাপাশি রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন পর্যন্ত এসব নদীর পানি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘রাশিয়ার তেল ভারত ঘুরে যাচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া যুক্তরাষ্ট্রে’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নাখোদকা বন্দরের কাছে জ্বালানি তেলবাহী ট্যাংকার এগিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল কেনা রেকর্ড পরিমাণ

ড.ইউনূসকে প্রধান উপদেষ্টা করায় সেনাপ্রধানের ‘আপত্তি’ ছিল: ভিডিও বার্তায় আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নিয়োগ নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ‘ভেটো’ (আপত্তি) ছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ওমানে ভারী বর্ষণে নিহত’ ১৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভারী বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অন্তত ৯ জন স্কুলছাত্রী। এছাড়া ভারী বৃষ্টিপাত ও এর জেরে সৃষ্ট

মোহাম্মদপুরে মার্কেট কমিটি নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধ দুই ভাই

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মোহাম্মদপুরে একটি মার্কেটের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে গুলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ দুই ভাই হলেন আবুল হোসেন ও মাহবুব

৭ ব্যাংকে সালমানের ঋণ ৩৬ হাজার কোটি, কোন ব্যাংকে কত

নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতে এক অভিশপ্ত নাম সালমান এফ রহমান। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। এ পরিস্থিতিতে