৭ জানুয়ারি নির্বাচন নিয়ে ইইউ’র চূড়ান্ত প্রতিবেদন’

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশন। এতে বেশকিছু বিষয়ে বাংলাদেশের প্রশংসা করা হলেও, মানবাধিকার ও বিরোধী দলগুলোর প্রতি সরকারি দলের দমন-পীড়নের মতো কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশে ২০২৪ সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি। ৩৪ পাতার রিপোর্টে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের মতামতের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তনে সুপারিশও করেছে দলটি। শুক্রবার (০৮ মার্চ’) এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে তারা বলেছে, বাংলাদেশের নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ ছিল না। এ সময় একদিকে যেমন নাগরিক ও রাজনৈতিক অধিকার ছিল না, অন্যদিকে আন্দোলন করার অবাধ সুযোগও সীমিত করা হয়েছে। গণগ্রেপ্তারের কারনে বিরোধি দল ব্যস্ত ছিল আদালত পাড়ায়। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সঙ্গে যুক্ত ‘স্বতন্ত্র প্রার্থীদের’ মধ্যে প্রতিযোগিতার কারণে ভোটারদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ ছিল না।’

ইইউ কারিগরি দল বলছে, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে ব্যর্থ হয়েছে ইসি। যদিও তাদের যথেষ্ট সক্ষমতা ছিল। তবে নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষকও ছিলেন না। কয়েকটি কেন্দ্রে ব্যালট ব্যাক্স চুরির অভিযোগ ছাড়াও মিলেছে বিচ্ছিন্ন সহিংসতার খবর।

নির্বাচনের আগে ২০২৩ সালের জুলাই মাসে ইইউ প্রাক নির্বাচনি মিশন বাংলাদেশ সফরে এসে সার্বিক পরিবেশ নিয়ে প্রায় শতাধিক বৈঠক করে। তবে নির্বাচনের কয়েকদিন আগেই ইইউ জানায় তারা নির্বাচনে পর্যবেক্ষণ করতে আসছে না, কারণ পর্যবেক্ষণের যথাযথ পরিবেশ নেই, সঙ্গে আছে টাকার অভাবও।

শেষ পর্যন্ত ঢাকায় এসেছিলেন চার সদস্যের ইইউ কারিগরি দল। নির্বাচনের আগে থেকে নির্বাচনের পর পর্যন্ত, তারা প্রায় দুই মাসের মতো ছিলেন বাংলাদেশে। নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণের প্রতিবেদন জমা দিলো ২৭ দেশের এই জোট। প্রকাশিত প্রতিবেদনে ইইউ কারিগরি মিশন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচনের জন্য মোট ২১টি পরামর্শ দিয়েছে। যেখানে আছে নির্বাচন কমিশনারদের নিয়োগ আরো স্বচ্ছ ও স্বাধীন করার বিষয়ও।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইজতেমার মাঠ দখল নিয়ে জুবায়ের ও সাদপন্থিদের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহ‌মেদ ও মাওলানা সাদ কান্দল‌ভি অনুসা‌রি‌দের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলে বদলির আদেশ হলেও কর্মস্থলে পরিবেশ কর্মকর্তা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হককে অন্যত্র বদলি করা হলেও এখনও তিনি কর্মস্থলে রয়েছেন। পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল

ভূঞাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে রবিবার (২৯ সেপ্টেম্বর) ভূঞাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ

সিরাজগঞ্জে আইন সহায়তা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত! 

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার”সিরাজগঞ্জঃ স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় আইন সহয়াতা দিবস পালিত হয়েছে। রবিবার (২৮

আরাফাত-পলক পূর্ণমন্ত্রী হচ্ছেন: যে কোন সময় মন্ত্রিসভার রদবদল

নিজস্ব প্রতিবেদক: গত ১১ জানুয়ারি গঠিত আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে মন্ত্রিসভায় আবার রদবদল হতে যাচ্ছে। যদি শেষ পর্যন্ত রদবদল হয় তাহলে তা হবে তৃতীয়বারের

হত্যা মামলার আসামি অভিনেতা সিদ্দিক জনতার হাতে আটক 

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যা মামলার তালিকাভুক্ত আসামি জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ