আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘তারা কেন কখনও মন্ত্রী হন না’

নিজস্ব প্রতিবেদক: টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। চতুর্থ মেয়াদে সরকার গঠন করার পর দুই দফায় ৪৪ জনকে মন্ত্রী করা হয়েছে। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। মোট পাঁচ মেয়াদে আওয়ামী লীগের গঠিত মন্ত্রিসভার দিকে তাকালে দেখা যায় যে, একাধিকবার মন্ত্রী হওয়া ব্যক্তির সংখ্যা খুবই কম। বরং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জেলার এবং প্রান্তিক পর্যায়ে নেতাদেরকে মন্ত্রিত্বের স্বাদ দিচ্ছেন এবং একাধিক ব্যক্তিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে তিনি একটি বৈচিত্র্য আনতে চাচ্ছেন। বিশেষ করে তৃণমূল এবং কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব ঘোচাতে মন্ত্রিসভা একটি বড় চমক হিসাবে কাজ করছে।

এবারের যে মন্ত্রিসভা তার থেকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে, একজন জেলার নেতা জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জ্যেষ্ঠ তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় পর্যায়ের নেতাকে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আবার প্রেসিডিয়াম সদস্যকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কিংবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিয়েছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে তিনি নানা সময়ে চমক সৃষ্টি করেছেন। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ব্যক্তিকে মন্ত্রী করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বকে বিকশিত করারও একটি উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু এই সমস্ত উদ্যোগের পরও পাঁচ মেয়াদে আওয়ামী লীগের কোনো মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেননি এমন আলোচিত নেতার সংখ্যাও কম নয়।

যারা দলের ভিতর জনপ্রিয়, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছেন এবং তাদের যোগ্যতা নিয়ে কারও মধ্যে কোন সন্দেহ নেই কিন্তু তারপরও শেখ হাসিনার কোনো মন্ত্রিসভায় তারা কখনোই জায়গা পাননি। একাধিকবার এমপি হওয়ার পরও মন্ত্রিসভায় তারা জায়গা পাননি কেন-এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে এখন প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের এরকম বেশ কয়েকজন জনপ্রিয় নেতা আছেন যারা কোন দিনই মন্ত্রিত্বের স্বাদ পাননি। অথচ পঁচাত্তরের পরে আওয়ামী লীগ ২০ বছর ক্ষমতায় আছে এবং ক্ষমতার ২১ তম বছর শুরু করেছে।

আওয়ামী লীগের যে সমস্ত নেতারা কোনদিনই মন্ত্রী হতে পারেননি, তাদের মধ্যে রয়েছেন;

মাহবুবউল আলম হানিফ: মাহবুবউল আলম হানিফ ২০০৮ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং নির্বাচন না করার জন্য তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছিলেন। এরপর ২০১৪, ১৮ এবং সর্বশেষ ২০২৪ এ তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু কখনোই তিনি মন্ত্রী হতে পারেননি।

বাহাউদ্দিন নাছিম: বাহাউদ্দিন নাছিম ২০০৮, ২০১৪ এবং ২০২৪ অর্থাৎ মোট তিনবার সংসদ সদস্য হয়েছেন। এবার অবশ্য তিনি ঢাকা থেকে সংসদ সদস্য হচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের অত্যন্ত জনপ্রিয় স্পষ্টবাদী, কর্মী বান্ধব এই নেতা কোনদিন মন্ত্রী হতে পারেনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিবের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

শামীম ওসমান: শামীম ওসমানও আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। বিশেষ করে আওয়ামী লীগের ভিতর যারা সত্যিকারের আওয়ামী লীগ, ভেজালমুক্ত আওয়ামী লীগ হিসাবে পরিচিত তাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শামীম ওসমানকে। তিনি অত্যন্ত স্পষ্টবাদী এবং দলের স্বার্থে কোন কথা বলতে কার্পণ্য করেন না। কিন্তু সেই শামীম ওসমান কোনদিনই মন্ত্রী হতে পারেননি।’

কাজী নাবিল আহমেদ: প্রয়াত কাজী শাহেদ আহমেদ ছিলেন দু:সময়ে আওয়ামী লীগের সাথী। যে সময় কেউ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারতো না তখন কাজী শাহেদ আহমেদ খবরের কাগজ এবং আজকের কাগজের মাধ্যমে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্মরণে তিনি প্রথম ম্যুরাল স্থাপনকারীও বটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা যদি আলোচনা করতে হয় তাহলে কাজী শাহেদ আহমেদের নাম অবশ্যই আসবে। তিনি সংসদ সদস্য হতে না পারলেও ২০০৮ থেকে ধারাবাহিক ভাবে তার আসনে এমপি হচ্ছে তার জ্যেষ্ঠ পুত্র কাজী নাবিল আহমেদ। কাজী নাবিল আহমেদ একজন ব্যবসায়ী, তিনি বিচক্ষণ ব্যক্তি এবং তার একটি সুনাম রয়েছে। কিন্তু চারবার এমপি হওয়ার পরও কাজী নাবিল আহমেদ এখন পর্যন্ত মন্ত্রিসভায় জায়গা পাননি।

আওয়ামী লীগের অনেকেই প্রশ্ন করেন যে, মন্ত্রী হবার যোগ্যতা আসলে কি’?

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা 

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৬ মহান মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা ও দো’য়া মাহফিল

ভুল চিকিৎসায় মৃত্যু: মা-নবজাতকের ময়নাতদন্ত সম্পন্ন

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রাণ হারানো মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক

সংস্কারের বছর না যেতেই ছনুয়া-শেখেরখীল ফাঁড়িরমূখ সংযোগ বেইলি সেতু মরণ ফাঁদে

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সংস্কারের বছর না যেতেই বাঁশখালী উপজেলার ইকোনোমিক জোন খ্যাত ছনুয়া-শেখেরখীল ফাঁড়িরমূখ সংযোগ বেইলী সেতুটি আবারো মরণফাঁদে। সেতুটি দক্ষিণ বাঁশখালীর

পানির জন্য হাহাকার: যশোরে ২৪ হাজার নলকূপ অকেজো

জেমস আব্দুর রহিম রানা: যশোরের পানির জন্য হোক হাহাকার তৈরি হয়েছে। এক লিটার সুপেয় পানি সংগ্রহ করতে যেতে হচ্ছে এক কিলোমিটার দূরে। তবু মিলছে না

বজ্রপাতে ৫ জেলায় এক শিক্ষার্থীসহ প্রাণ গেল ১১ জনের

নিজস্ব প্রতিবেদক; বজ্রপাতে কুমিল্লা, রাঙ্গামাটি, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজারে এক স্কুল শিক্ষার্থীসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার চান্দিনা, সদর দক্ষিণ, দেবীদ্বার ও

বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা’’

নিজস্ব প্রতিবেদক: আমরা শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে আজকের শিশু-কিশোররা। বিশ্বের সঙ্গে তাল