আপনার জানার ও বিনোদনের ঠিকানা

সিরাজগঞ্জ বেলকুচিতে ট্রিপল মার্ডারের ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচিত সেই সৎ খালা এবং দুই সন্তানকে হত্যার ঘটনায় আইয়ুব আলী সাগর নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি’) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এই রায় দেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আইয়ুব আলী সাগর এই মামলায় জেল হাজতে আছেন। আজ রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর তাকে আবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

মামলা ও রায়ের সংক্ষিপ্ত নির্দেশ সূত্রে জানা যায় , ভিকটিম রওশনারা খাতুন (৩০) তার দুই ছেলে জিহাদ হোসেন (১০) ও মাহিনকে (৩) নিয়ে বেলকুচি থানাধীন মরুপুর গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। তার স্বামী সুলতান আলী তার খোঁজ খবর নিতেন না। রওশনারা তাঁত ফ্যাক্টরিতে সুতারকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার সৎ ভাগিনা আসামি আইয়ুব আলী ঋণগ্রস্ত থাকায় ঘটনার দুইদিন আগে রওশনারার বাড়িতে এসে রওশনারার ট্রাংক ও জিনিসপত্র দেখে তার ধারণা করেন ট্রাংকের মধ্যে অনেক টাকা আছে।’

সাগর সেই টাকা নেওয়ার পরিকল্পনা করে ২০২২ সালের সেপ্টেম্বরের ২৮ তারিখ রাতে রওশনারার বাড়িতে বেড়াতে আসে এবং রাতে খাওয়া দাওয়া করে রওশনারার ঘরে শুয়ে পড়ে। এরপর পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে উঠে ট্রাংকের তালা খুলে ট্রাংক থেকে টাকা বের করার চেষ্টা করলে রওশনারার ঘুম ভেঙ্গে যায়। তখন আইয়ুব আলী মসলা বাটার পাথরের শিল দিয়ে রওশনারার মাথায় আঘাত করলে রওশনারা অজ্ঞান হয়ে পড়লে সাগর তাকে গলা টিপে হত্যা করে। এ সময় রওশনারার ৩ বছরের ছেলে মাহিন জেগে উঠে কান্নাকাটি শুরু করলে আসামি তাকেও গলা টিপে হত্যা করে। এরপর রওশনারার আরেক ছেলে জিহাদের ঘুম ভেঙ্গে গেলে আসামি তাকেও গলা টিপে হত্যা করে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যান।’

ওই ঘটনার পর নিহত রওশনারার ভাই মো. নুরুজ্জামাল বাদি হয়ে অক্টোবরের ১ তারিখ বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি আইয়ুব আলী সাগর গ্রেফতারের পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আজ আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডাক্তারের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যু, বেসরকারি হাসপাতাল সিলগালা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে ডাক্তারের দায়িত্বে অবহেলায় সিজারের সময় মরিয়ম খাতুন নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বেসরকারি বিসমিল্লাহ আধুনিক হাসপাতালটি সিলগালা করা হয়েছে’।

‘‘ছিঃ ছিঃ’’ ধ্বনিতে বইমেলা থেকে এবার বিতাড়িত হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: মুশতাক-তিশা, সাবরিনার পর এবার হিরো আলমকে ‘ভুয়া ভুয়া’ ‘ছিঃছিঃ ছিঃছিঃ’ ধ্বনি দিয়ে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে পুলিশি সহায়তায় বের হয়ে যেতে বাধ্য

১ ঘন্টা ফেসবুক বন্ধ থাকায় জাকারবার্গের কত ক্ষতি হলো’

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সার্ভার সাময়িক ত্রুটির পর সচল হয়েছে। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম সচল হয়। কিন্তু

এবার পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ২৭ বস্তা টাকা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা দান হিসেবে পাওয়া গেছে। টাকার পাশাপাশি দানবাক্স থেকে পাওয়া গেছে বিপুল পরিমাণে

রোহিঙ্গা প্রত‌্যাবাসন ক‌বে এখনও চূড়ান্ত নয়

চল‌তি মা‌সে পাইলট প্রক‌ল্পের মাধ‌্যমে কিছু রো‌হিঙ্গা‌কে দি‌য়ে প্রত‌্যাবাসন শুরু করার কথা ছিল। সে জন‌্য মিয়ানমারের এক‌টি প্রতিনিধিদলের বাংলাদেশ সফ‌রের কথা। কিন্তু ঘূর্ণিঝড় মোখাসহ বিভিন্ন

‘আর্থিক খাতে অসুস্থ প্রতিযোগিতা, অনিশ্চয়তায় আমানতকারীরা’

ঠিকানা টিভি ডট প্রেস: ব্যাংক ও আর্থিক খাতে আমানত সংগ্রহে চলছে অসুস্থ প্রতিযোগিতা। কোনো কোনো দুর্বল ব্যাংক সর্বোচ্চ ১৩-১৪ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে। এ