
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মনজেল আলী (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৬ অক্টোবর)। বেলা ১১টার দিকে শাহজাদপুর থানার বাতিয়া পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনজেল আলী শাহজাদপুর থানার বাতিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. জিন্নাত হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মনজেল তার স্ত্রী মোছা. কল্পনা ও এক সন্তানসহ ঢাকায় থাকতেন। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। মনজেল কোনো কাজ না করায় দুইদিন আগে তারা নিজ বাড়িতে আসেন। রোববার সকালে স্ত্রী ডিভোর্স দিয়েছেন জানতে পেরে স্ত্রী-সন্তানের ওপর অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনজেল।
শাহজাদপুর থানার এসআই মো. হারেজ বলেন, স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ার একপর্যায়ে স্ত্রীর ডিভোর্স দেওয়ার সংবাদ শুনে স্বামী মনজেল গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। বর্তমানে মৃতের সুরতহাল করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
০৬/১০/২০২৪