সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ডলার তালুকদার (৩৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। আজ শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন. এম আবুল হাশেম সবুজ।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর ৪ টার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধামাইনগর ইউনিয়নের সরাইল এলাকায় একটি অভিযান চালিয়ে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি ডলার তালুকদারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত গণধর্ষণ মামলার আসামি সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছা গ্রামের মৃত নায়েব আলী’র ছেলে মোঃ ডলার তালুকদার (৩৮)।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন.এম আবুল হাশেম সবুজ এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ অক্টোবর সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় ভিকটিম মোছাঃ ফাতেমা খাতুন তার ফার্মের মালিকের শশুর বাড়ীতে ডিম পৌঁছে দেয়ার জন্য অটোরিকশাযোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের নিকট আসলে ভিকটিম অপরিচিত এক লোকের ভ্যান রিজার্ভ করে রওনা করে। একই দিনে সন্ধ্যা অনুমান ৭ ঘটিকাে সময় ভিকটিম সিরাজগঞ্জ থানাধীন বহুলী ইউনিয়নের ডুমুরইছা হাটখোলা বাজার পাওয়ার আগেই দুর্বৃত্তরা ভ্যানটি ধামিয়ে জোরপূর্বক ভ্যানের উপর উঠে। দুর্বৃত্তরা কিছু দূরে গিয়ে ভ্যানটি থামিয়ে ভিকটিমকে জোরপূর্বক ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতরে নিয়ে যায় এবং একত্রিত হয়ে ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে।

পরে দুর্বৃত্তরা ভিকটিমের কাছে থাকা ১ টি টাচ মোবাইল ফোন এবং তার স্বর্ণের কানের দুল খুলে নিয়ে ভিকটিমকে অপরিচিত সিএনজিতে উঠিয়ে দিলে সিএনজি চালক তাকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এনে নামিয়ে দেয়। তখন ভিকটিম সেখান থেকে একটি রিক্সা যোগে তার মালিকের মুরগীর ফার্মে যায় এবং মালিককে ঘটনার কথা বিস্তারিত জানায়। গণধর্ষণের ফলে ভিকটিম গুরুতর আহত হলে গত ২ অক্টোবর তারিখে ফার্মের মালিক তাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিম সুস্থ হলে নিজেই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ- ০৫ অক্টোবর ২০২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং/০৩) এর ৯(৩) তৎসহ ৩৭৯ দন্ডবিধি ১৮৬০।

এর-ই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম, এর দিকনির্দেশনায় ১০ অক্টোবর ভোর ৪ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ধামাইনগর ইউনিয়নের সরাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি ডলার তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ১ টি মোবাইল জব্দ করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামি ডলার তালুকদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সূর্যকে হারিয়ে দেয় হাইড্রোজেন বোমা

ঠিকানা টিভি ডট প্রেস: এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এই হাইড্রোজেন বোমাকে ডাকা হয় তেসার বোম্বা (Tsar Bomba) নামে। যদিও

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশি জন্মসনদ’

নিজস্ব প্রতিবেদক: দেশের জন্ম ও মৃত্যুসনদ সার্ভারে পাওয়া গেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশি জন্মসনদ! সেখানে দেখা যাচ্ছে, আবেদনকারীর নাম ‘জাস্টিন ট্রুডো’। তিনি আবেদন করেছেন

মোদীর চালেই বাজিমাত ইউনূসের, বাঁধ দিচ্ছে বাংলাদেশ, এবার ভাসবে ভারত!

ডেস্ক রিপোর্ট: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপে যখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে নড়াচড়া শুরু হয়েছে, তখন বাংলাদেশও একের পর এক আত্মবিশ্বাসী সিদ্ধান্তের মাধ্যমে

বাজেট নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা 

নিজস্ব প্রতিবেদক: এবারের প্রস্তাবিত বাজেট পাশ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা থাকলেও এনিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো চিন্তাভাবনা নেই। তারা বলছেন, ‘অর্থনীতির এত হিসাবনিকাশ বুঝি না, নিত্যপণ্যের

বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ 

শিব্বির আহমদ রানা বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি, আউলিয়ায়ে কেরামের মাজার ভাঙচুর ও জশনে জুলুসে হামলার প্রতিবাদে আহলে সুন্নাত

ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে অভূতপূর্ব