সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

মো: মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ ডলার তালুকদার (৩৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। আজ শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন. এম আবুল হাশেম সবুজ।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর ৪ টার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধামাইনগর ইউনিয়নের সরাইল এলাকায় একটি অভিযান চালিয়ে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি ডলার তালুকদারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত গণধর্ষণ মামলার আসামি সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছা গ্রামের মৃত নায়েব আলী’র ছেলে মোঃ ডলার তালুকদার (৩৮)।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন.এম আবুল হাশেম সবুজ এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ অক্টোবর সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় ভিকটিম মোছাঃ ফাতেমা খাতুন তার ফার্মের মালিকের শশুর বাড়ীতে ডিম পৌঁছে দেয়ার জন্য অটোরিকশাযোগে সিরাজগঞ্জ নিউ মার্কেটের নিকট আসলে ভিকটিম অপরিচিত এক লোকের ভ্যান রিজার্ভ করে রওনা করে। একই দিনে সন্ধ্যা অনুমান ৭ ঘটিকাে সময় ভিকটিম সিরাজগঞ্জ থানাধীন বহুলী ইউনিয়নের ডুমুরইছা হাটখোলা বাজার পাওয়ার আগেই দুর্বৃত্তরা ভ্যানটি ধামিয়ে জোরপূর্বক ভ্যানের উপর উঠে। দুর্বৃত্তরা কিছু দূরে গিয়ে ভ্যানটি থামিয়ে ভিকটিমকে জোরপূর্বক ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতরে নিয়ে যায় এবং একত্রিত হয়ে ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে।

পরে দুর্বৃত্তরা ভিকটিমের কাছে থাকা ১ টি টাচ মোবাইল ফোন এবং তার স্বর্ণের কানের দুল খুলে নিয়ে ভিকটিমকে অপরিচিত সিএনজিতে উঠিয়ে দিলে সিএনজি চালক তাকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এনে নামিয়ে দেয়। তখন ভিকটিম সেখান থেকে একটি রিক্সা যোগে তার মালিকের মুরগীর ফার্মে যায় এবং মালিককে ঘটনার কথা বিস্তারিত জানায়। গণধর্ষণের ফলে ভিকটিম গুরুতর আহত হলে গত ২ অক্টোবর তারিখে ফার্মের মালিক তাকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিম সুস্থ হলে নিজেই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ- ০৫ অক্টোবর ২০২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং/০৩) এর ৯(৩) তৎসহ ৩৭৯ দন্ডবিধি ১৮৬০।

এর-ই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম, এর দিকনির্দেশনায় ১০ অক্টোবর ভোর ৪ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ধামাইনগর ইউনিয়নের সরাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আলোচিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি ডলার তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ১ টি মোবাইল জব্দ করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামি ডলার তালুকদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাইম ম্যাগাজিনের শীর্ষে ট্রাম্প-ইলন মাস্ক, ড. ইউনূসের অবস্থান কোথায়?

ঠিকানা টিভি ডট প্রেস: বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন। এ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রভাবশালী

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদানের বিষয়ে যা বলছেন আজহারী

ঠিকানা টিভি ডট প্রেস: আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী

ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকালে

দিল্লির গোপন ডেরায় হাসিনার সঙ্গে সাক্ষাৎ মেয়ে পুতুলের, মুজিবকন্যার পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: আপাতত দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে নিয়ে উড়ে আসা বাংলাদেশ সেনার বিমানটি ফিরে গিয়েছে ঢাকায়। নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজধানীর

ঝুপড়ি ঘরে ৯ সদস্যের বসবাস, বিয়ে হচ্ছে না মেয়েদের

ঠিকানা টিভি ডট প্রেস: অর্থের অভাবে প্রায় চার বছর ধরে নিজের চিকিৎসা করাতে পারছেন না। ৬ মেয়ে, ১ ছেলে ও স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ ও ঝুপড়ি

৫ দফা দাবিতে সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ৫ দফা দাবিতে সিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার আজগড়া এলাকায় অবস্থিত ইনস্টিটিউটের একাডেমিক ভবনের সামনে