
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খিদির বট তলায় অবস্থিত শ্রী শ্রী বারোয়ারি দূর্গা মন্দিরে আনসার সদস্যরা দায়িত্ব পালনকালে মঙ্গলবার ৮ই অক্টোবর আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় একজন মহিলা ইট পাটকেল হাতে নিয়ে মূর্তির দিকে ছুটতে থাকে। উক্ত সময় আনসার সদস্যগণ ঘটনাটি দেখতে পেয়ে সেই ভারসাম্যহীন মহিলাকে হাতেনাতে আটক করে ।
এদিকে জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জ উক্ত মন্ডপ পরিদর্শন করেন এবং সেই দুষ্কৃতিকারী মহিলাকে পুলিশের কাছে সোপর্দ করেন।ভারসাম্যহীন মহিলা আটকের বিষয়ে তথ্য নিশ্চিত করেন উপজেলা আনসার ও বিডিপির প্রশিক্ষক জাহিদুর রহমান জাহিদ।
উল্লেখ্য,স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিনি অন্য এলাকা থেকে এসেছে। এলাকাবাসী তাকে কখনও ইতোপূর্বে দেখেনি। তিনি একজন মানসিক ভারসাম্যহীন মহিলা হতে পারে। এ ব্যাপারে পুলিশ ও আনসার বাহিনী অধিকতর খোজখবর নিচ্ছে। এ বিষয়ে সিরাজগঞ্জ
জেলার কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন,
আনসার সদস্যরা নিরাপত্তার বিধানের জন্য সার্বক্ষণিক সদা সর্বদা প্রস্তুত রয়েছে।আর শারদীয়া দুর্গোৎসব যেন নির্বিঘ্নে করতে পারে সে ব্যাপারে জেলা আনসার বাহিনী সজাগ রয়েছে।’