নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খিদির বট তলায় অবস্থিত শ্রী শ্রী বারোয়ারি দূর্গা মন্দিরে আনসার সদস্যরা দায়িত্ব পালনকালে মঙ্গলবার ৮ই অক্টোবর আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় একজন মহিলা ইট পাটকেল হাতে নিয়ে মূর্তির দিকে ছুটতে থাকে। উক্ত সময় আনসার সদস্যগণ ঘটনাটি দেখতে পেয়ে সেই ভারসাম্যহীন মহিলাকে হাতেনাতে আটক করে ।
এদিকে জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জ উক্ত মন্ডপ পরিদর্শন করেন এবং সেই দুষ্কৃতিকারী মহিলাকে পুলিশের কাছে সোপর্দ করেন।ভারসাম্যহীন মহিলা আটকের বিষয়ে তথ্য নিশ্চিত করেন উপজেলা আনসার ও বিডিপির প্রশিক্ষক জাহিদুর রহমান জাহিদ।
উল্লেখ্য,স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তিনি অন্য এলাকা থেকে এসেছে। এলাকাবাসী তাকে কখনও ইতোপূর্বে দেখেনি। তিনি একজন মানসিক ভারসাম্যহীন মহিলা হতে পারে। এ ব্যাপারে পুলিশ ও আনসার বাহিনী অধিকতর খোজখবর নিচ্ছে। এ বিষয়ে সিরাজগঞ্জ
জেলার কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন,
আনসার সদস্যরা নিরাপত্তার বিধানের জন্য সার্বক্ষণিক সদা সর্বদা প্রস্তুত রয়েছে।আর শারদীয়া দুর্গোৎসব যেন নির্বিঘ্নে করতে পারে সে ব্যাপারে জেলা আনসার বাহিনী সজাগ রয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.