সরকারের প্রথম ছয় মাসে অনুজ্জ্বল মন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো দায়িত্ব গ্রহণ করে ছয় মাস সময় অতিবাহিত করল। এই ছয় মাস সময় ছিল নির্বিঘ্ন। নতুন মন্ত্রিসভার সদস্যদের সবাই যে ভালো কাজ করতে পেরেছেন এমনটা নয়। এই ছয় মাসে অনেক মন্ত্রী ছিলেন সপ্রতিভ এবং তারা নতুন কিছু করতে চেয়েছেন। আবার অনেকে ছিলেন একেবারেই ম্রিয়মাণ অনুজ্জ্বল।’

যে সমস্ত মন্ত্রীদেরকে গত ছয় মাসে সক্রিয় দেখা যায়নি তাদের মধ্যে রয়েছেন-

১. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন টানা দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু দ্বিতীয়বারের মতো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে তিনি নিজেকে উজ্জ্বলভাবে উপস্থাপন করতে পারেননি। বরং স্থানীয় রাজনীতির ক্ষেত্রে নানারকম বিতর্কে জড়িয়ে তিনি নিজেই একটি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলেন। শিল্প মন্ত্রণালয়কে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসাবে টেনে তোলার ক্ষেত্রে তার ভূমিকা এখন পর্যন্ত দৃশ্যমান নয়।

২. ড. মো. আব্দুস শহীদ

কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে অভিজ্ঞ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে নতুন ধারার সূচনা করবেন এমনটাই প্রত্যাশিত ছিল। বিশেষ করে এই মন্ত্রণালয়টি আওয়ামী লীগের হৃদপিণ্ড হিসাবে বিবেচিত হয়। অতীতে বেগম মতিয়া চৌধুরী এবং ড. আব্দুর রাজ্জাক এই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে কৃষি খাতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তার একটি প্রধান উৎস হলো কৃষির উপর গুরুত্ব আরোপ করা এবং কৃষি খাতকে এগিয়ে নিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। তবে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে আব্দুস শহীদকে আড়ষ্ট-ইতস্তত লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের আগের কৃষি মন্ত্রীদের মতো মন্ত্রণালয়ের উপর তার পুরোপুরি দখলও লক্ষণীয় নয়। বিভিন্ন ক্ষেত্রে তিনি এখন পর্যন্ত খোলস ছেড়ে বেরোতে পারেননি।

৩. আব্দুস সালাম

আব্দুস সালামকে এবার দায়িত্ব দেওয়া হয়েছিলো পরিকল্পনা মন্ত্রী হিসেবে। কিন্তু দায়িত্ব নিয়ে অসুস্থতাজনিত কারণে তিনি সপ্রতিভভাবে নিজেকে উপস্থাপন করতে পারেননি। সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে তাকে যেভাবে সক্রিয় দেখার কথা ছিল তেমনটি সক্রিয় তিনি হতে পারেননি। তবে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অত্যন্ত তৎপর। আর এ কারণেই শেষ পর্যন্ত পরিকল্পনা মন্ত্রণালয় এখন পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছে।

৪. আ ক ম মোজাম্মেল হোসেন

আ ক ম মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী। প্রধানমন্ত্রীর পরেই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে তার অবস্থান রয়েছে। কিন্তু টানা দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হয়ে আ ক ম মোজাম্মেলকে তেমন কোনও সক্রিয় তৎপরতার মধ্যে দেখা যাচ্ছে না। বরং নিজেকে গতবারের চেয়ে তিনি বেশ খানিকটা গুটিয়ে নিয়েছেন।’

৫. ইয়াফেস ওসমান

ইয়াফেস ওসমান টানা তৃতীয়বারের মতো মন্ত্রী হয়েছেন। দীর্ঘ মেয়াদে মন্ত্রী থাকার এক নতুন রেকর্ড করেছেন। কিন্তু অন্য দুবার যেমন তিনি নিষ্প্রভ, নিষ্ক্রিয়, পর্দার আড়ালে ছিলেন; এবারও তিনি সেই একই পন্থা অবলম্বন করছেন। তাকে খুব একটা দেখা যাচ্ছে না। শুধু রাজনৈতিক বিষয় নয়, এমনকী মন্ত্রণালয়ের বিষয়েও তিনি পর্দার আড়ালেই থাকছেন।

৬. নাজমুল হাসান

নাজমুল হাসান প্রথমবারের মতো এবার যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অনেকে প্রত্যাশা করেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের একটি নতুন যুগের সূচনা করবেন। তবে বাস্তবে এমনটি হচ্ছে না। বরং বাংলাদেশের ক্রিকেটের উপর্যুপরি ব্যর্থতাসহ নানারকম ঝুট ঝামেলার কারণে নাজমুল হাসান অনুজ্জ্বল মন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন নিজেকে।

৭. ডা. দীপু মনি

ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে একেবারে আড়ষ্ট এবং গুটিয়ে থাকা মন্ত্রী হিসাবে দেখা যাচ্ছে। এই মন্ত্রণালয়টি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্রণালয়ে অনেক কাজ করার আছে। কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর এখন পর্যন্ত তাকে তার মন্ত্রণালয়কেন্দ্রিক উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগ সরকারের পতনের মূল কারণ উঠে এল জাতিসংঘের প্রতিবেদনে

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর) বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলির কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং

ছাগল চুরি করে গ্রাম পুলিশকে হত্যা, মূল আসামী গ্রেফতার 

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র পাহাড়ায় থাকা গ্রাম পুলিশ হত্যার মূল আসামী মুক্তার হোসেন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি)

আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সনাতনী নেতৃবৃন্দের সাথে চাম্বল ইউনিয়ন জামায়াতের মতবিনিময়

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন শাখার উদ্যোগে চাম্বল ইউনিয়ন সনাতনী সমাজের সাথে মতবিনিময় সভা শুক্রবার

চুল পাকে যেসকম বয়সে ব কারণে

অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসকরা বলেন শরীরে মেলানিনের অভাব ঘটলে চুল রঙ হারাতে শুরু করে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে অল্প

ঢাকা মেডিকেল থেকে সাদপন্থি একজনকে তুলে নেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে এক সাদপন্থী যুবককে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মাওলানা জুবায়েরপন্থীর কর্মীদের বিরুদ্ধে। মহিদুল হাসান নামের ওই

মরুকে দেখলেই পাগল হয় নারীরা, ২১টি বিয়ে করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন মরু মিয়া

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর এক যুবক ১০ বছরে ২১টি বিয়ে করেছেন। তার নাম মরু মিয়া। সে মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা। ২১টি বিয়ে করে এলাকায় রীতিমতো