আপনার জানার ও বিনোদনের ঠিকানা

সরকারের জন্য পাঁচ উদ্বেগের বিষয়’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করেছে। এই ক্ষমতা গ্রহণের একমাসের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর তারা অন্তত রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত রাখতে পেরেছে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে প্রথম একমাসেই আওয়ামী লীগ সরকারের সফলতা ঈর্ষনীয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচিত বিএনপি এবং অন্যান্য নির্বাচন বর্জনকারী দলগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। কাজেই রাজনৈতিক বা আন্তর্জাতিক ক্ষেত্রে আ্ওয়ামী লীগ চাপমুক্ত। তবে সরকারের জন্য কিছু কিছু বিষয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয় গুলোর সমাধান না করতে পারলে সরকার দ্রুত জনপ্রিয়তা হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সরকারও এই বিষয়টি নিয়ে চিন্তিত এবং সরকারের সামনে পাঁচটি উদ্বেগের বিষয়ে আছে বলে সরকারের একাধিক নীতি নির্ধারক স্বীকার করেছেন।

সরকারের জন্য যে বিষয়গুলো এখন সবচেয়ে বেশি উদ্বেগের তার মধ্যে রয়েছে;

১. দ্রব্যমূল্য: দ্রব্যমূল্য পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সামনের রমজানকে সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এই সময় যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সরকার একটা ভালো সমস্যায় পড়তে পারে বলে সরকারের মহল থেকেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।’

২. বিদ্যুৎ: বিদ্যুতের দ্বিমুখী সংকট। পয়লা মার্চ থেকে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ইত্যাদি বন্ধ করলে জনগণকে ভোগান্তি করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার দরকার ছিল না বলেই অনেকে মনে করছেন। আবার কেউ কেউ মনে করেন যে, বিদ্যুৎ খাতে যে মূল্য সমন্বয়ের কথা বলা হচ্ছে সেটি কতটা যৌক্তিক তাও প্রশ্নসাপেক্ষ। সামনের দিনগুলোতে বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ লোডশেডিংয়ের শঙ্কাও করছেন কোন কোন মহল। সবকিছু মিলিয়ে বিদ্যুৎ সরকারের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

৩. মিয়ানমার: মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল বাংলাদেশের জন্য ক্রমশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ এখন পর্যন্ত বিচক্ষণতা এবং দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু এই ভাবে সরকার কতদিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে, সেটি এখন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

৪. ক্ষমতাসীন দলের অন্তর্কলহ: টানা চতুর্থ বার ক্ষমতায় থাকা আওয়ামী লীগের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ চেইন অব কমান্ড ভেঙে পড়া, অন্তর্কলহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বেপরোয়া মনোভাব। নির্বাচনের পরপরই ছাত্রলীগ লাগামহীন হয়ে উঠে পড়েছে। বার বার দলীয় কোন্দল বন্ধের জন্য আওয়ামী লীগ সভাপতি তাগাদ দেওয়ার পরও দলীয় কোন্দল বন্ধ হয়নি। সামনে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই দলীয় কোন্দল আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে কেউ কেউ মনে করছে। দলীয় কোন্দল আওয়ামী লীগ সরকারের জন্য একটা বড় ধরনের দুর্ভোগের কারণ হতে পারে বলে অনেকেই মনে করছেন।

৫. দুর্নীতি: বর্তমান সরকারের জন্য দুর্নীতি হল একটি গুরুত্বপূর্ণ সমস্যা। দুর্নীতির বিরুদ্ধে সরকার শূন্য সহিষ্ণুতা নীতি ঘোষণা করেছে বটে। কিন্তু দুর্নীতির লাগাম টেনে ধরতে এখন পর্যন্ত পারছে না। বিশেষ করে অর্থপাচার, খেলাপি ঋণ, বিভিন্ন টেন্ডার বা কেনাকাটায় দুর্নীতি প্রবল আকার ধারণ করেছে। অর্থনীতি সংকট মোকাবিলা করার কোন উদ্যোগই শেষ পর্যন্ত সফল হবে না যদি দুর্নীতি বন্ধ করা না যায়।

আর এই পাঁচটি সংকটকেই সরকারকে অগ্রাধিকার হিসেবে নিতে হবে এবং এই বিষয় গুলো সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে নিখোঁজ হওয়ার পরদিন একটি বাড়ির উঠানে মাটির নিচে পুঁতে রাখা মাদ্রাসা শিক্ষক আব্দুল আউয়াল হক (৫৬) মরদেহ উদ্ধার করেছে

রাখাইনের রাথিডং শহর দখলে নিয়েছে আরাকান আর্মি’

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তা সরকারের কাছ থেকে রাখাইন রাজ্যের রাথিডং শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুই সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে গত

আর্জেন্টিনার জন্য চীনের বন্ধ দুয়ার খুলে দিলো যুক্তরাষ্ট্র

বাংলা পোর্টাল: হংকং একাদশের সাথে ইন্টার মায়ামির খেলায় লিওনেল মেসির মাঠে না নামা যেন কাল হয়ে দাঁড়ায় এই ফুটবল জাদুকরের কাছে। সেই সাথে মরার উপর

কবিয়াল অমেদ আলি ‍সরদার : সাকিম গঙ্গানন্দপুর – সাইদ হাফিজ

‘গইলির ধারের ঘাস গত্তি খায় না’ বাঙালির আত্মান্ধত্ব সম্পর্কিত এ-ধরণের প্রবচনের সত্যতা যাচাইয়ের জন্য বিশেষ গবেষণার প্রয়োজন পড়ে কি? চর্যাপদ থেকে শুরু করে আজ অব্দি

হামাসের হামলায় ২৫৮ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালানো শুরুর পর এখন পর্যন্ত ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

৭৬ বছরের রেকর্ড ভাঙল এবারের তীব্র তাপপ্রবাহ

ঠিকানা টিভি ডট প্রেস: অসহনীয় গরমে পুড়ছে দেশ। কখনও তীব্র আবার কখনোঅতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে। তীব্র গরমে হাঁসফাঁস