সময় টিভির সাংবাদিক পরিচয় দিতেন নাজমুল

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সময় টেলিভিশনের লোগো ব্যবহার করে ভূয়া পরিচয়পত্র বানিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার দায়ে মো. নাজমুল হাসান মিন্টু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে পৌর শহরের খলিফাপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমুল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের মোহাম্মদ আলী ভূঁইয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় সংবাদ সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, নাজমুল হাসান মিন্টু পঞ্চম শ্রেণিতে উঠে আর পড়ালেখা করেনি। সে সময় টেলিভিশনের লোগো ব্যবহার করে রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমানের নামে ভূয়া পরিচয়পত্র বানিয়ে এ পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, প্রতারণা ও চাকরি দেয়ার কথা বলে গ্রামের নারীদের কাছে থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের কয়েকজন নারীকে ভালো বেতনে পত্রিকা অফিসে চাকরি দেয়ার প্রলোভণ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর বেবী বেগম নামে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গত ৯ ফেব্রুয়ারি সে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে বিহমিল্লাহ্ খাবার হোটেলে গিয়ে সময় টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৩৫ প্যাকেট বিরিয়ানী হাতিয়ে নেয়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক ইউনুস।

এর আগে গত ১০ জানুয়ারি সে নিজেকে সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান পরিচয় দিয়ে এক মাসের জন্য চার হাজার টাকা চুক্তিতে রাজবাড়ী শহরের খলিফাপট্টিতে হোটেল সমবায় আবাসিকে একটি রুম ভাড়া নেয়। হোটেলের ম্যানেজার রুমে ভাড়া চাইলে সে ঘুড়াতে থাকে। এভাবে ১৫ দিন সে ওই হোটেলে অবস্থান করে। ২৬ জানুয়ারি সকালে সে হোটেল থেকে বের হওয়ার সময় ম্যানেজার জগদীশ চন্দ্র দাস তার কাছে ভাড়ার টাকা চাইলে সে ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে সে ওই হোটেলে অবৈধ এবং ইসলাম বিরোধী কার্যকলাপ চলে বলে হুমকি দিয়ে ম্যানেজারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে সে পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করে আবাসিক হোটেলের ব্যবসায়ী মানসম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এরপর গত ১১ মার্চ দুপুরে সে আবারও ওই হোটেলে গিয়ে ম্যানেজারের কাছে তার আগের দাবিকৃত ৫০ হাজার টাকা চায়। ম্যানেজার টাকা দিতে অস্বীকার করলে সে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দাবীকৃত চাঁদার টাকা না দিলে ওই হোটেলের বিরুদ্ধে মিথ্যা নিউজ করে হোটেলের মানসম্মান ক্ষুন্ন করিবে বলে হুমকি দিয়ে চলে যায়।

এরপর হোটেলের ম্যানেজার নাজমুলের দেয়া ভিজিটিং কার্ড নিয়ে রাজবাড়ী প্রেসক্লাবে খোঁজ নিয়ে জানতে পারে, সে রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য নয় এবং সে সময় টেলিভিশনের সাংবাদিকও নয়। পরে ম্যানেজার বাদী হয়ে ১৩ মার্চ তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে ওইদিন রাতেই তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সময় টেলিভিশনের ভুয়া পরিচয় পত্র ও ভিজিটিং কার্ডসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে।

সময় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান বলেন, আমার নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণা করার ঘটনা জানতে পেরে গত ১০ ফেব্রুয়ারি আমি রাজবাড়ী সদর থানায় জিডি করি। পরে ভুক্তভোগী হোটেল ম্যানেজার জগদীশ চন্দ্র প্রতারক নাজমুলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাসভবনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শনিবার (৩ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে

শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে কারও কথার দাম নেই’’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে। তৃণমূলের আওয়ামী লীগ কাউকে মানছে না। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিটি জেলায় উপজেলায় আওয়ামী লীগ দুই

বাংলাদেশে কি টিকটক নিষিদ্ধ করছে সরকার, যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিয়ে নানা দেশে উদ্বেগের শেষ নেই। বিশেষ করে কিশোর-তরুণদের ওপর এর বিরূপ প্রভাব পড়ছে বলে মনে

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে

দিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে ৪ শিশুসহ ১৮ জন নিহত

অনলাইন ডেস্ক: মহাকুম্ভমেলাগামী ট্রেনে ওঠার সময় ভারতের নয়াদিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের মধ্যে ১১ জন নারী

‘জাসদের ঐক্য চেষ্টা: বেরিয়ে যেতে পারে ১৪ দল থেকে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে ভরাডুবির পর জাসদ এখন তার তিনটি অংশের মধ্যে ঐক্যের চেষ্টা করছে। আ স ম আব্দুর রবের নেতৃত্বে জেএসডি, হাসানুল হক ইনুর জাসদ