‘সংসদে কোণঠাসা আমলারা’

নিজস্ব প্রতিবেদক: এবার জাতীয় সংসদ নির্বাচনে আমলাদের চমক হবে এমনটি অনেকে মনে করেছিল। সরকারের সবক্ষেত্র দখলের পর আমলারা এবার জাতীয় সংসদও দখল করে নেবে এমনটি অনেকে ধারণা করেছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পর এবং নতুন মন্ত্রিসভা গঠিত হবার পর দেখা যাচ্ছে যে, সংসদে আমলারা অনেকটা কোণঠাসা। আমলাদের প্রভাব আগের চেয়ে আরও কমেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবার জাতীয় সংসদে বেশ কয়েকজন হেভিওয়েট আমলা নির্বাচিত হয়েছেন এবং তারা মন্ত্রী হবেন, সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হবেন এমনটি মনে করা হয়েছিল।

১৯৯১ সালের নির্বাচনে বিএনপির টিকিটে দুইজন সিনিয়র আমলা নির্বাচিত হয়েছিলেন। এদের মধ্যে একজন হলেন, কেরামত আলী অন্যজন এম.কে. আনোয়ার। দু’জনকেই বিএনপি গুরুত্বপূর্ণ মন্ত্রী বানিয়েছিলেন। এবার আওয়ামী লীগের টিকেটে বেশ কয়েকজন হেভিওয়েট আমলা মনোনয়ন পেয়েছিলেন এবং ধারণা করা হচ্ছিল তারা দলের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

কিন্তু আমলারা এখন শুধু সরকারেই গুরুত্বহীন না, সংসদেও কোণঠাসা অবস্থায় রয়েছেন। যে সমস্ত আমলারা এবার জাতীয় সংসদে আওয়ামী লীগের টিকিট পেয়ে নির্বাচিত হয়েছেন, তদের মধ্যে আছেন আবুল কালাম আজাদ, যিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামালপুরের আসন থেকে নাটকীয়ভাবে নির্বাচন করেন এবং জয়ী হন। অনেকে মনে করেছিল, তাকে মন্ত্রী বানানোর জন্যই জামালপুরের আসন থেকে নির্বাচন করিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু মন্ত্রিসভা গঠনের পর আবুল কালাম আজাদের জায়গা হয়নি সেখানে। বরং তাকে সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সংসদে তিনি তেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছেন না। বিশেষ করে ব্যরিস্টার সুমন কিংবা স্বতন্ত্ররা যেভাবে সংসদে আলো ছড়াচ্ছেন, সে তুলনায় আবুল কালাম আজাদ অনেকটাই ম্রিয়মান’।

এবার নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান মোঃ সাদিক। অনেকে মনে করেছিল, তাকেও মন্ত্রী করা হবে। কিন্তু শেষ পর্যন্ত তিনি মন্ত্রী হন নি। জাতীয় সংসদেও তাকে খুব একটা ভূমিকায় দেখা যাচ্ছে না। চুপচাপ রুটিন দায়িত্ব পালন করছেন তিনি সংসদে।

সংসদে ২য় বারের মত এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান। তিনি মন্ত্রী হবেন কি হবেন না, সে নিয়ে তেমন কোন আলোচনা ছিল না, তবে জাতীয় সংসদে সাজ্জাদ হোসেন এখনো বড় ধরনের কোন রেখা-পাত করতে পারেননি। তার উপস্থিতি তিনি সেভাবে জানান দিতে পারেননি।

এবার সংসদ সদস্য হিসেবে জায়গা পেয়েছেন সাবেক সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। কিন্তু তিনিও জাতীয় সংসদে আলো ছড়াতে পারেননি। তাকে খুব একটা উজ্জ্বল দেখা যাচ্ছে না।

সংসদে যে সমস্ত আমলারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা সংসদে যাচ্ছেন আসছেন কিন্তু তাদেরকে কোন স্ব-প্রতিভ বা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা কিংবা যেকোন প্রসঙ্গে কথা বলার ব্যাপারে আগ্রহী দেখা যাচ্ছে না। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির উপর ধন্যবাদ প্রস্তাবেও আমলারা এমন কোন বক্তব্য রাখতে পারেননি যাত তাদের প্রতি দৃষ্টি আকর্ষিত হয়। আমলারা সংসদে কোণঠাসা অবস্থাতেই রয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারত থেকে দেশ ধ্বংশের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, নয়া কৌশলে মাঠে নেমেছে আ’লীগ

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখানে থেকে নিয়মিত দেশ ধ্বংশের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তিনি। সম্প্রতি আওয়ামী লীগের সব

রাস্তা থেকে ৭ হাজার এনআইডি কার্ড উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৭ হাজার জাতীয় পরিচয় উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পৌরসভার ৩নং

সৌমিত্র শেখরের দুর্নীতি অনুসন্ধানে নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদকের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন

চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আগে প্রায় একশ

১৪০ কোটি টাকাসহ সাবেক আইনমন্ত্রী আনিসুলের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৭টি ব্যাংক হিসাবের ১৪০ কোটি ১৭ লাখ ৮ হাজার ৫০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন। আজ

শাহজাদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা আটক 

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল গ্রামের মোঃ আরিফের শিশুকন্যা স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেনির ছাত্রিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা