আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘কার আগে মৃত্যু হবে: জাপা না বিএনপির’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি এবং বিএনপি। দেশের দু’টি বিরোধী দলই এখন ক্ষয়িষ্ণু অস্তিত্ব সংকটে ভুগছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, এ দু’টি রাজনৈতিক দলেরই যেকোন সময় মৃত্যু হতে পারে। তবে কার আগে মৃত্যু হবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে গবেষণা হতেই পারে। দু’টি দলই এখন অস্তিত্ব সংকটে ভুগছে, দু’টি দলের মধ্যেই এখন বিভক্তি। দু’টি দলই কোন্দলে কোন্দলে জর্জরিত।

জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তারা মাত্র ১১টি আসনে জয়লাভ করে। পরবর্তীতে সংরক্ষিত নারী আসনে আরও দুইটি আসন লাভ করে। এটি নিয়ে বিরোধী দলে থাকার যোগ্যতা তাদের আসলে ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সরকারের কৃপায় জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পায়। বিরোধী দল হলেও জাতীয় পার্টিতে নির্বাচনের পর পরই বড় ধরনের ভাঙ্গন ধরেছে। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ আলাদা হয়ে গেছে। এরকম একটি বাস্তবতায় জাতীয় পার্টির অবস্থা যে এতই গুরুত্বহীন, গত শুক্রবার (১৫ মার্চ’) ইফতার পার্টিতে তার প্রমাণ পাওয়া গেছে। ঢাকার পাঁচ তারকা অভিজাত হোটেল শেরাটনে ডাকা এ ইফতার পার্টিতে আওয়ামী লীগ-বিএনপির কেউই যায়নি। কোন গুরুত্বপূর্ণ কূটনীতিকরাও সে ইফতার পার্টিতে যোগ দেয়নি।

রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির গুরুত্ব কমে যাওয়ার কারণেই কোন রাজনৈতিক দল তাদেরকে এখন গুরুত্ব দিচ্ছে না বলে অনেকেই মনে করেন। জাতীয় পার্টির নেতা জিএম কাদেরও ঐরকম ক্যারিশমেটিক নেতা নন যাকে দেখে সবাই আকৃষ্ট হবে এবং যিনি দলকে উজ্জীবিত করতে পারবেন। বরং তিনি জাতীয় পার্টি নামক দলটিকে টিকিয়ে রাখাটাকে দুরূহ কাজ বলে মনে করেন।

জাতীয় পার্টির চেয়েও বাজে অবস্থা এখন অবশ্য বিএনপির। যদিও বিএনপির একটি জনপ্রিয়তা রয়েছে। জনগণের মধ্যে বিএনপির একটা ব্যাপক সমর্থন রয়েছে। জাতীয় পার্টির সাথে বিএনপির মৌলিক পার্থক্য হলো এই জায়গাটায় যে, জাতীয় পার্টিকে জনগণ পছন্দ করে না, জনগণের মাঝে তাদের কোন গ্রহণযোগ্যতা নেই’।

আর অন্যদিকে বিএনপির অবস্থা ঠিক তার উল্টো। বিএনপির যারা কর্মী-সমর্থক, তারা সবকিছুর পরও বিএনপির প্রতি তাদের সমর্থন এবং সহানুভূতি অব্যাহত রেখেছেন। কিন্তু সমর্থক থাকলে কি হবে, নেতৃত্বের ব্যর্থতা, অধিকাংশ নেতার উদাসীন ভাবের জন্য জাতীয় পার্টির মতো বিএনপিও এখন অস্তিত্বের সংকটে আছে।

জাতীয় পার্টি এখন রীতিমতো কোমায় চলে গেছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত ২ মাসে অর্থাৎ ৭ই জানুয়ারীর নির্বাচনের পর থেকে এ পর্যন্ত সময় জাতীয় পার্টির কর্মকান্ড নেই বললেই চলে। এসময় জাতীয় পার্টি কী ধরনের কাজ করেছেন তা তাদের নেতারাই অনুধাবন করতে পারেন না এবং নেতাদের কাছে এ নিয়ে একধরনের হতাশা লক্ষ্য করা যাচ্ছে।’

বিএনপির নেতারা মনে করেন, একসময় মুসলীম লীগেরও অনেক কর্মী সমর্থক ছিল। বিএনপিকে যারা সমর্থন করে তারা কেউই বিএনপির পক্ষে না, তারা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে। শেষ পর্যন্ত যদি বিএনপি রাজনৈতিক সংগঠন হিসেবে টিকে থাকতে না পারে, তাহলে এ সমর্থকরা অন্য কোথাও যাবে। আর একারনেই মনে অনেকে মনে করেন, বিএনপির নেতৃত্বের সঠিক নির্দেশনা এখন জরুরী এবং এটি যদি বিএনপি না দিতে পারে তাহলে বিএনপির অস্তিত্বও কালের গর্ভে বিলীন হয়ে যাবে।

তবে, জাতীয় পার্টি এবং বিএনপির মধ্যে কার আগে মৃত্যু হবে এ নিয়ে অধিকাংশরাই মনে করেন যে, প্রথমে বা খুব সহসায় মৃত্যু হবে জাতীয় পার্টির এবং এরপর হয়ত বিএনপির মৃত্যু জনগণ দেখবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এমপিরাই উপজেলায় কোন্দলের নাটের গুরু

নিজস্ব প্রতিবেদক: উপজেলা আওয়ামী লীগের কোন্দল এখন নতুন করে দানা বেঁধেছে। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই কোন্দল বিভক্তি নতুন করে দেখা দিচ্ছে। কোন্দল বিভক্তি

অবৈধ বসতঘর ভাঙতে গিয়ে বাঁশখালী ইকোপার্কের বনকর্মি হামলার শিকার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের পাহা‌ড়ি এলাকায় বন বিভাগের সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বস‌তি ভাঙতে গিয়ে বন বিভাগের কর্মকর্তা ও

বিয়ে করলেন জোড়া লাগা ২ বোন, স্বামী একজনই

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে করেছেন আমেরিকার বিখ্যাত জোড়া লাগা দুই বোন অ্যাবি ও ব্রিটানি হেনসেল। তবে তাদের স্বামী একজনই। এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক

পুরোনো আঙ্গিকে মেসি-সুয়ারেজ, মায়ামির বড় জয়’

আন্তর্জাতিক ডেস্ক: লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্ব নতুন নয়। সেই বার্সালোনা থেকে শুরু করে ইন্টার মায়ামি সবখানেই দেখা গেছে দুই বন্ধুর নৈপূণ্য। এবার আবারও

পোশাক রপ্তানি নিয়ে মার্কিন শুনানিতে প্রশ্নের মুখে বাংলাদেশ’

বাংলা পোর্টাল: তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে এমন ৫ দেশের বিষয়ে শুনানি সোমবার ভার্চ্যুয়ালি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন (ইউএসআইটিসি) যার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: গত দেড় দশকে ১১৬টি বড় অনিয়মের ঘটনা নিয়ে বাঁচার লড়াইয়ে বেসিক ব্যাংক। যেখানে বেশি ঋণ জালিয়াতি আর অনিয়ম রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন শাখায়।