যশোরে টগর হত্যাকাণ্ডে ৬বাড়িতে আগুন দিয়ে ভস্মীভূত

জেমস আব্দুর রহিম রানা: যশোর শহরের বারান্দীপাড়া মাঠপাড়ায় টগর হত্যাকাণ্ডের জেরে ছয়টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ি গুলো পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এর আগে শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছুরিকাঘাতে জখম টগরের মৃত্যু হয়। সে শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার মনি হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে বারান্দীপাড়া কবরস্থান এলাকার ছোট সোহেল, মিলন, সোহাগ, বড় সোহেল ও রমজানসহ ৮/১০জন লোক টগরের খুনি আয়ানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে নিহত টগরের খুনি আয়ানের বাড়িসহ পাশ্ববর্তী মোস্তফা গাইন, মোশাররফ হোসেন, নূর ইসলাম, মনোয়ারা ও আবুল কালামের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এসময় উত্তেজিত জনতা ছোট সোহেল ও বড় সোহেল নামে দুই দুর্বৃত্তকে ধরে পুলিশে দিয়েছে।

এব্যাপারে পুড়ে যাওয়া বাড়ির মালিক অ্যাডভোকেট তারেক হাসান বলেন, আমি গভীর রাতে সংবাদ পাই আমার ভাড়া দেয়া বাড়িতে আগুন লেগেছে। তাৎক্ষনিক এসে দেখতে পাই দাউদাউ করে আগুন জ্বলছে। পরে আমি ৯৯৯ নাম্বারে ফোন দিলে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, টগর হত্যা মামলার আসামি আয়ান তার একটি ঘরে ভাড়া থাকতেন। শনিবার ঢাকা থেকে লাশ নিয়ে এসে দাফনের পর রাত আনুমানিক ১২টার দিকে টগরের বন্ধুবান্ধব ও তার আত্মীয়-স্বজনরা হত্যাকারী আয়নের থাকা একটি ঘরে আগুন দেয়। এ সময়ে আগুনে মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় রাতেই পুলিশ দু’জনকে আটক করেছে।

আগুনে ক্ষতিগ্রস্থ বাবু নামে এক ব্যক্তি জানান, আমাদের এখানে ছয়টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, শনিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে আগুন লাগার খবর আসে। সাথে সাথে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এক ঘন্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুন দেয়া ছয়টি বাড়ি পুরোপুরি বশ্মিভূত হয়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা সম্ভব নয় বলে জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারী গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭ থেকে ৮ জনের একদল মাদক কারবারী টগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃতু্য হয়।

এব্যাপারে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মুঠোফোনে জানান, দুপুর ১২টা পর্যন্ত এবিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। দুইজনের আটকের বিষয়েও তিনি কিছু জানেনা বলে জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘উপজেলায় পাঁচ টুকরা হচ্ছে আওয়ামী লীগ’

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিভক্তি ও কোন্দল ক্রমশ প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। ৭ জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তির

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এর আগে ১ মাস ৬

৫’ঘন্টা আটক রেখে চেয়ারম্যান ভাগিয়ে দিল চোর’

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীর আলম বাবু বয়স ৫০। দেশের বিভিন্ন স্থানে চুরি করে কয়েকদিন আত্নগোপনে থেকে আবারো শুরু করে নতুন চুরি। এবার নিজ এলাকায় চুরি করে

এস কে সিনহার দুদকের মামলায় প্রতিবেদনের নতুন তারিখ’

ঠিকানা টিভি ডট প্রেস: মার্কিন যুক্তরাষ্ট্রে তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের সং’ঘ’র্ষ

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ থেকে ২০

তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে টানাপোড়েন

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে একটা অদৃশ্য টানাপোড়েন চলছে। চীন এখানে অর্থায়ন করতে চায়। কিন্তু ভারত বরাবর