যশোরে চারদিনের অভিযানে ১১ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ

জেমস আব্দুর রহিম রানা: যশোরে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে। স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত গত চারদিনে অভিযান চালিয়ে ১১ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধ করে দিয়েছে। এদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

এমন একটি ক্লিনিক গড়ে উঠেছে শহরের পালবাড়ি মোড়ে। নাম হাসিনা ক্লিনিক। এখানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় ভুয়া ল্যাব টেকনিশিয়ান দিয়ে রোগীদের প্যাথলজির পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেয়া হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার নামে মানুষকে বোকা বানিয়ে হাজার হাজার টাকা লুফে নেয়া হচ্ছে। ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অভিযানের সময় আদালতের সদস্যরা দেখতে পান জরুরি বিভাগে কোন চিকিৎসক নেই। অপারেশন থিয়েটারের ইনচার্জ র্ছিলেন অনুপস্থিত। সেখানকার পরিবেশ একদম নোংরা। রোগীর অস্ত্রোপচারে ব্যবহৃত হ্যাক্সিসলের মুখ খোলা অবস্থায় রয়েছে। যে কারণে অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া হাসিনা ক্লিনিকের মালিক ডা.মেজবাউর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন অফিস জানিয়েছে, নানা অনিয়মের অভিযোগে গত ৪ দিনের যশোর জেলার অন্তত ১১টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হলো।

হাসিনা ক্লিনিক ছাড়াও অন্য বন্ধ প্রতিষ্ঠানগুলো হলো যশোর শহরের আধুনিক হসপিটাল, ঘোপ নওয়াপাড়া রোডের ল্যাবজোন হসপিটালের অপারেশন থিয়েটার, খাজুরার মা জেনারেল হাসপাতাল, চৌগাছা উপজেলার মধুমতি প্রাইভেট হসপিটাল, নোভা এইড, ঝিকরগাছা উপজেলার সালমা মেডিকেল সেন্টার, সালেহা ক্লিনিক, মণিরামপুরের কেসি সার্জিক্যাল এন্ড শিশু প্রাইভেট হসপিটাল, রাজগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, পারবাজার সার্জিক্যাল ক্লিনিক, বাঘারপাড়া উপজেলার আনোয়ারা ক্লিনিক। চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, লাইসেন্সবিহীন হসপিটাল পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এগুলো বন্ধ ঘোষণা করে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, যশোরের বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। সরকারি নিয়মনীতি না মেনে কোন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগীদের অস্ত্রোপচার, চিকিৎসাসেবা প্রদান ও প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষাসহ কোন কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। অনিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা রয়েছে। ফলে অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, সিভিল সার্জন অফিসের হিসাবমতে যশোর জেলায় মোট ৩০০ টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার অধিকাংশ প্রতিষ্ঠানে হালনাগাদ লাইসেন্স নেই। কাগজপত্র বিহীন এসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার নামে রীতিমতো প্রতারণা চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর আক্রমণ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারত, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে হামলার পর ভারত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে’

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে। মঙ্গলবার রিজার্ভে ছিল ২০ বিলিয়নের বেশি ডলার।

আ.লীগ নিষিদ্ধে কী কী উপায় আছে সরকারের কাছে, জানালেন আইন উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: সব দল যদি ঐকমত্যভাবে প্রস্তাব করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হোক বা কোনো আদালতের রায়ের পর্যবেক্ষণে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বংশালে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালের বাংলাদেশ মাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে

টেকনাফে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের