‘মির্জা ফখরুল: অসুস্থতা নাকি অভিমান’

নিজস্ব প্রতিবেদক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সপ্তাহের বেশি সময় ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি এবং তার স্ত্রী সেখানে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। তারও শারীরিক অবস্থা ভালো না। একারণেই রাজনীতি থেকে তিনি দূরে রয়েছেন।

যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে, তিনি রাজনীতিতে আছেন, থাকবেন এবং জিয়ার আদর্শের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু বাস্তবে যে সমস্ত তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে এবং ঘটনাবলি যেদিকে মোড় নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাজনীতিতে থেকেও নেই, তিনি নিষ্ক্রিয়।

অন্য সময় যখন তিনি সিঙ্গাপুরে গেছেন তখন তিনি সিঙ্গাপুর থেকে দলের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দিতেন। এবার সিঙ্গাপুরে যাওয়ার পর তার নামে দায় সারা বিবৃতি ছাড়া আর কোন কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। তিনি বিএনপির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছেন খুবই কম। এ যোগাযোগগুলো তার শারীরিক অসুস্থতা এবং অন্যান্য বিষয় নিয়ে বেশি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতা নিয়ে বিএনপির মধ্যেও এক ধরনের ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। কোন নেতাই স্পষ্ট করে বলতে পারছেন না তিনি কি অসুস্থ, কিভাবে চিকিৎসা নেওয়া হচ্ছে এবং এ অসুস্থতার পরবর্তীতে তিনি কি পদক্ষেপ গ্রহণ করবেন।’

অন্যদিকে একাধিক সূত্র বলছে, ২৮ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জেলে ছিলেন সেই সময় বিএনপির নেতৃবৃন্দ যে আচরণ করেছে তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিমান করেছেন। যে দলটির জন্য তিনি এত ত্যাগ স্বীকার করলেন সেই দলের থেকে এই প্রতিদান, এটি তিনি বিভিন্ন জায়গায় বলেছেন বলেও জানা গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর, তার প্রতি সহানুভূতি দেখানো হয়নি, তার পরিবারের প্রতিও সহানুভূতি দেখানো হয়নি। এমনকি বিএনপির কোন নেতা তার অসুস্থ স্ত্রীর সাথে যোগাযোগ করারও কোন প্রয়োজন মনে করেনি বলে একাধিক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছেন। মির্জা ফখরুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর সকলেই প্রত্যাশা করেছিল যে, ফখরুলের স্ত্রীর সঙ্গে বিএনপির নেতৃবৃন্দ যোগাযোগ করবে এবং তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নিবে। কিন্তু বাস্তবে সে ধরনের কোন ঘটনায় ঘটেনি। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবারকেই ব্যথিত করেছে বলে জানা গেছে। তখন থেকেই মির্জা ফখরুল ইসলামের পরিবারের সদস্যরা অর্থাৎ তার কন্যা এবং স্ত্রী বিএনপির ব্যাপারে একটি অভিমান পুষে রেখেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সুস্থ হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বিদেশে যাওয়ার অভিমত ব্যক্ত করেন তখনও অনেক নেতৃবৃন্দ তাকে বিদেশে যেতে বারণ করেছে। বিশেষ করে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এরকম পরিস্থিতিতে বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার কথা বলেছেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রীর বিষয়টি তুলে ধরলেও বিএনপির হাই-কমান্ড থেকে তাকে কোন কিছু বলা হয়নি। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য একটি বড় ধরনের অপমান হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।

এরপর তিনি সিঙ্গাপুরে গিয়ে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। লন্ডনে পলাতক তারেক জিয়ার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যোগাযোগ এখন খুবই কম বলে বিএনপির একাধিক সূত্র দাবি করেছে। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পারিবারিক ভাবে এতটাই বিপর্যস্ত যে এখন তিনি রাজনীতির ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এজন্য আপাতত রাজনীতির মাঠে তাকে সরব দেখা যাবে না। তার স্ত্রীর অসুস্থতাই তাকে মুষড়ে দিয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে।

দলের প্রতি অভিমান বা অন্যান্য বিষয়গুলো অতটা তাৎপর্যপূর্ণ নয়। বরং স্ত্রীর অসুস্থতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতর করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে অভিমান নাকি অসুস্থতা কোন কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দূরে আছেন তা নিয়ে বিএনপির মধ্যেও চর্চা চলছে। তবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতি বিএনপিকে আরও কোণঠাসা অবস্থায় নিয়ে গেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেনজীরের পাসপোর্ট জালিয়াতি: আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ, ৭টি অবৈধ পাসপোর্টের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পাসপোর্ট করতে নজিরবিহীন জালিয়াতি করেছেন এমন অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এজন্য পাসপোর্ট অধিদপ্তরের আট কর্মকর্তাকে

জিডি না করায় ঝুঁকিপূর্ণ হল তদন্ত: কলেজছাত্রীর দুর্ঘটনা নিয়ে আদালতে হত্যা মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী অথৈ মনির মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) না করায় আটদিন পর আদালতে হত্যা মামলা দায়ের

গভীর রাতে বন্ধুকে নিয়ে আপন বোনের ঘরে ঢুকে ভাই, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় ঋণের টাকা পরিশোধ করতে আপন বোনের বাসায় বন্ধুকে নিয়ে চুরি করতে গিয়েছিলেন। তবে বিষয়টি টের পেয়ে ভয়ে চিৎকার করলে বোনকে হাত-পা

মির্জা ফখরুল, নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আন্দোলন দমন করতে চায় সরকার

নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে সরকার বিরোধীদলের আন্দোলন দমন করতে চায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির মামলায় ইকবাল হাসান মাহমুদ টুকু এবং

রাজশাহী বিভাগে মেধাবৃত্তিতে ৩য় এনায়েতপুরের শিক্ষার্থী আসিফ

ভিকে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হয়ে মেধাবৃত্তি তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে চৌহালী উপজেলাধীন এনায়েতপুর ইসলামিয়া

সংবাদ সম্মেলনে আসছেন আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আমান আযমী

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলনে আসছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী। দীর্ঘ ৮ বছর পরে আয়নাঘর থেকে