‘মিয়ানমার সীমান্তে কিছুটা স্থবির সংঘর্ষ, সতর্ক বিজিবি’

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ কিছুটা কমে এলেও আতঙ্ক কাটেনি। মিয়ানমারের আদি বাসিন্দা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বেশিরভাগ এলাকা থেকে গুলি কিংবা বিস্ফোরনের শব্দ পাওয়া না গেলেও বাংলাদেশ সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) কক্সবাজার সীমান্তে গুলি ও মর্টার শেলের শব্দ শোনা না গেলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় থেমে থেমে তা পাওয়া গেছে। ফলে স্থানীয়রা এখনো আতঙ্কে আছেন। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা সজাগ রয়েছে বিজিবি। শুধু অনুপ্রবেশ নয়, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি আমরা।

নির্ভরযোগ্য তথ্যসূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জানুয়ারি’) দিনগত মধ্যরাত থেকে টেকনাফের হ্নীলা, মিনাবাজার, খারাংখালী, খারাংগাঘোনা, হোয়াইক্যং, উলুবনিয়া, উখিয়ার পালংখালী, বালুখালী এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, আমতলী ও নয়াপাড়া সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। পরের দিন টেকনাফের উলুবনিয়া এবং পালংখালীর বটতলী এলাকায় গুলি ও মর্টার শেলের টুকরা এসে পড়ায় দুই উপজেলার সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর একদিন পরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে আকাশ মহড়া দেয় মিয়ানমার সেনাবাহিনীর হেলিকাপ্টার। তবে সোমবার থেকে গোলাগুলির শব্দ একেবারে বন্ধ হয়ে গেলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের মধ্যে।’

এদিকে মিয়ানমারের পশ্চিমাংশে হঠাৎ সংঘাত ছড়িয়ে পড়লে আতংকগ্রস্ত হয়ে পড়ে সাধারণ রোহিঙ্গা এবং রাখাইন সম্প্রদায়ের মাঝে। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে তারা।

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী গণমাধ্যমকে বলেন, টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দ প্রায়ই শোনা যায়। কিন্তু যখন গুলি ও মর্টার শেল উলুবনিয়া এলাকায় এসে পড়ে তখন সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কয়েকদিন গুলির শব্দ শোনা যাচ্ছে না।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, উলুবনিয়ায় গুলি এসে পড়ার পর পুরো উপজেলার সীমান্ত এলাকার ৩০০ মিটারের ভেতরে বসবাসকারীদের তালিকা করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ২০ এপ্রিলের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক

সিরাজগঞ্জ বেলকুচিতে ভূয়া রেজুলেশন করে স্কুলের জায়গা বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কে সি শালদাইড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল হালিমের বিরুদ্ধে ভূয়া

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সব সভাপতিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তারা দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করা হয়েছে।

তাড়াশ পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি রফিক সম্পাদক তাহের 

লুৎফর রহমান তাড়াশ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ পৌর শাখার ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিক সম্পাদক আবু তাহের মন্ডল নির্বাচিত হয়েছেন। রবিবার ১৫ ডিসেম্বর

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ মে) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা, অবস্থা আশঙ্কাজনক’

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে কামাল হোসেন নামে এক যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসকরা। সোমবার (১৮ মার্চ’)